Start Reading

অপরূপ(একটি সম্পূর্ণ উপন্যাস) (Bengali)

Ratings:
475 pages3 hours

Summary

মুখ ভরা কথা আর হৃদয় ভরা কাহিনী,
এই নিয়েই মানুষ। কারও কথা
মুখ ফুটে বের হয়, কারও বের হয় না।
সময়ের পাকে হৃদয়ের কাহিনী ভিন্নরূপে
আত্মপ্রকাশ করে ছড়িয়ে পড়ে পৃথিবীময়। আবার
কত কাহিনী কালের নিষ্ঠুরতায় জন্মের আগেই
মৃত্যু গহ্বরে চিরদিনের জন্যে চাপা পড়ে থাকে।
দেখে না আলোর মুখ। আমি খেয়ালী দূর্বৃত্ত।
খেয়ালের বশে অকারণে টেনে এনেছি
মৃত্যু গহ্বর থেকে পঁচে যাওয়া কাহিনী।
সৌরভের পূজারী জগতে দূর্গন্ধ ছড়িয়ে
অমার্জনীয় অপরাধ করলাম। তবু
কেউ যে নাক টিপে পথ চলবে এটাও
যে দৃষ্টি আকর্ষণের একটি উত্তম
হাতিয়ার। আশীর্বাদ চাইনে,
অভিশাপের আঘাতের স্পর্শটুকু চাই

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.