You are on page 1of 1

খুব সহজেই ইন্টারনেটের গতি বাড়ানোর পদক্ষেপ সমূহঃ-

১. প্রথমে Mozilla Firefox ব্রাউজারটি Open করুন।

২. এবার Address Bar -এ যেয়ে about:config লিখে Enter করুন।

৩. এরপর একটি Warning Messsage দেখাবে। সেখানে I’ll be careful -এ দিয়ে Enter করুন।

৪. এরপর about:config -এর Page টি আসবে। সেখানে Filter এ Pipelining লিখে Search দিন অথবা
Pipelining এর অপশনগুলো খুজে নিন।

৫. এবার সেখান থেকে network.http.pipelining -এর Value পরিবর্ত ন করে false থেকে true করে দিন
এবং network.http.pipelining.maxrequests -এর Value পরিবর্ত ন করে 4 থেকে 10 করে দিন।

৬. লক্ষ্য রাখতে হবে যে network.http.pipelining.maxrequests -এর Value কখনোই 10 এর


বেশি দেয়া যাবেনা। সেক্ষেত্রে ফায়ারফক্স ফ্রিজ হবার সম্ভাবনা থাকে।

৭. এবার ফায়ারফক্স এর File এ যেয়ে Exit দিন।

৮. তারপর আপনার ইন্টারনেট কানেকশন ম্যানেজার -এ যান।

৯. সেখান থেকে আপনার default connection অর্থাত আপনি যে connection টি ব্যবহার করেন, তার
Properties এ যান।

১০. সেখানে প্রথমেই থাকা General ট্যাব এর Configure -এ ক্লিক করুন।

১১. এবার Maximum speed (bps) পরিবর্ত ন করে সর্বোচ্চ মান অর্থাত 921600 -এ দিয়ে OK দিয়ে
বেড়িয়ে আসুন।

১২. তারপর আপনার কম্পিউটারটি Restart করুন।

এবার আপনি নিজেই Mozilla Firefox এর সাহায্যে ইন্টারনেটে ব্রাউজ করে দেখুন গতি কতটা বেড়েছে!

You might also like