You are on page 1of 2

েবসরকাির িবশিবদযালয়: সায়ী কযামাস, নইেল ভিতর বন

Sun, Dec 12th, 2010 4:42 pm BdST Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, িডেসমর ১২ (িবিডিনউজ েটােয়িনেফার ডটকম)- ২০১১ সােলর েসেপমেরর মেধয েযসব েবসরকাির িবশিবদযালয় িনজস সায়ী কযামােস েযেত বযথর হেব, তারা
নতুন আর েকােনা িশকাথরী ভিতর করেত পারেব না বেল িসদান িনেয়েছ সরকার।

েরাববার 'েবসরকাির িবশিবদযালয় আইন-২০১০' বাসবায়েনর লেকয িশকা মনণালেয় এক সংবাদ সেমলেন িশকামনী নুরল ইসলাম নািহদ এ িসদােনর কথা জানান।

গত ১৮ জুলাই 'েবসরকাির িবশিবদযালয় আইন - ২০১০' সংসেদ পাশ হয়। এরপর ১৮ অগাস অযােসািসেয়শন অব পাইেভট ইউিনভািসরিটজ অব বাংলােদেশর
পিতিনিধেদর সেঙ এক ৈবঠেক িশকামনী েবসরকাির িবশিবদযালয়গেলােক সায়ী কযামােস যাওয়ার বযাপাের মতামত িদেত বেলন।

এর পিরেপিকেত অযােসািসেয়শন গত ২২ নেভমর সায়ী কযামােস যাওয়ার জনয আেরা ১৫ বছর সময় এবং সায়ী অবকাঠােমার জনয সরকােরর কাছ েথেক জিম
বরােদর দািব জানায়।

নািহদ এ সমেকর বেলন, "েবসরকাির িবশিবদযালয় আইন-১৯৯২ এর আওতায় পেতযক েবসরকাির িবশিবদযালয় পঁাচ বছেরর মেধয পঁাচ একর জিমেত িনজস
অবকাঠােমা িনমরাণ কের সায়ী কযামােস যাওয়ার শেতরই সামিয়ক অনুমিত েপেয়িছল। িকন এখন তারা ওই আইেনর আওতায় িনজস সায়ী কযামােস েযেত আেরা ১৫
বছর সময় চাইেছ, যা অেযৌিকক, অবাসব ও অগহণেযাগয।"

সরকার জিম বরাদ না িদেল েবসরকাির িবশিবদযালয়গেলা সায়ী কযামােস েযেত পারেব না- অযােসািসেয়শেনর এই দািবর িবষেয় িতিন বেলন, "এিট েকােনা শতর হেত
পােরনা এবং তা বাসবসমত ও আইনসমতও নয়।"

মনী আেরা বেলন, ২০১১ সােলর েসেপমেরর আেগ ভিতর হওয়া িশকাথরীেদর চলমান েকাসর েশষ করেত হেব।

এেকেত এসব িবশিবদযালয় সায়ী কযামােস যাওয়ার জনয বতরমান সময় েথেক অিতিরক আেরা পঁাচ বছর সময় পােব বেল িতিন জানান।

িবশিবদযালয় মঞুরী কিমশেনর (ইউিজিস) েচয়ারমযান অধযাপক নজরল ইসলাম বেলন, "সায়ী কযামােস যাওয়ার শেতর এসব িবশিবদযালয়েক পঁাচিট কযাটাগিরেত িবভক
করা হেয়েছ। এর মেধয আইনানুযায়ী মাত আটিট িবশিবদযালয় তােদর িনজস কযামােস েযেত েপেরেছ।"

িতিন বেলন, এ শতর পূরণ করেত না পারা ৪৩িট িবশিবদযালেয়র িবরেদ বযবসা েনওয়া হেব।

তেব এ সমেয়র মেধয আেরা ১০-১৫িট িবশিবদযালয় এ শতর পূরণ করেত পারেব বেল িতিন আশা পকাশ কেরন।

অধযাপক নজরল আেরা বেলন, ১৯৯২ সােলর আইন অনুযায়ী যারা এখেনা সায়ী কযামােস যাওয়ার শতর পূরণ করেত পােরিন, তােদরেক এ সমেয়র মেধযই ওই শতর
পূরণ করেত হেব।

"এছাড়া েবসরকাির িবশিবদযালয় আইন ২০১০ এর আওতায় জানুয়ািরর মেধয আেরা িকছু নতুন িবশিবদযালয়েক অনুমিত েদওয়া হেব, যারা িনজস কযামাসসহ িশকা
কাযরকম শর করেত পারেব," বেলন িতিন।

২০১০ সােলর আইন অনুযায়ী নতুন েযসব িবশিবদযালয় অনুেমাদন পােব, তােদর সাত বছেরর মেধয সায়ী কযামােস েযেত হেব। এ পযরন ৪২িট িবশিবদযালেয়র
আেবদন জমা পেড়েছ িশকা মনণালেয়।

ইউিজিস'র েচয়ারমযান আেরা জানান, এর মেধয কেয়কিট িবশিবদযালেয়র বযাপাের ইেতামেধযই েখঁাজ-খবর েনওয়া হেয়েছ, যারা সামিয়ক অনুমিত েপেত পাের।

িশকামনী আেরা বেলন, "সরকার সরকাির-েবসরকাির পিতষােনর মেধয পাথরকয করেছ না। িকন আমরা চাই িশকাথরীরা েযন সুষু িশকা কাযরকেম অংশ িনেত পাের।
তাই এসব িবশিবদযালয় কতৃরপকেক এসব শতর পূরণ করেতই হেব।"

িতিন অিভেযাগ কেরন, অিধকাংশ েবসরকাির িবশিবদযালয় আবািসক এলাকায় বযস সড়েকর পােশ িবপণীিবতান, েহােটল-েরেসারা এবং িসএনিজ েসশেনর পােশ সল
পিরসের ভাড়া বািড়েত তােদর িশকা কাযরকম চালােচ। িশকার মান িনিশেত এসব িবশিবদযালয়েক অবশযই শতর পূরণ করেত হেব।

সায়ী কযামােস সানানেরর িবষয়িট মিনটিরংেয়র জনয অিবলেম কাযরকর পদিত অবলমন করা হেব বেল িশকা সিচব কামাল আবুল নােসর েচৌধুরী জানান।

সরকাির িসদান অনুযায়ী, েযসব িবশিবদযালয় সায়ী কযামােস েযেত পােরিন তােদর েকােনা বিধরত, অিতিরক কযামাস এবং ইনিসিটউট পিরচালনার অনুমিত েদওয়া
হেব না। এছাড়াও নতুন েকােনা অনুষদ, িবভাগ এবং েপাগাম চালুরও অনুেমাদন েদওয়া হেব না। তােদরেক বতরমান সুেযাগ-সুিবধার মেধযই িনধরািরত সময় পযরন
কাযরকম চালােত হেব।

সংবাদ সেমলেন জানােনা হয়, রাজধানীেত বহ েবসরকাির িবশিবদযালয় থাকায় ঢাকার বাইের িবশিবদযালয় সাপেন অগািধকার েদওয়া হেব। েদেশ বতরমােন ৫১িট
িবশিবদযালয় সামিয়ক অনুমিত িনেয় িশকা কাযরকম চালােচ। এর মেধয দ'িট ছাড়া ৪৯িট িবশিবদযালেয়র সায়ী কযামােস ৫ বছেরর মেধয যাওয়ার সময় েপিরেয়
েগেছ। িবশিবদযালয় দ'িট হেলা- আশা িবশিবদযালয় এবং ইস েডলা িবশিবদযালয়।

অনুমিত বািতল হওয়া িতনিট িবশিবদযালয় আদালেতর সিগতােদশ িনেয় একেনা কাযরকম চালােচ। এগেলা হেলা আেমিরকা বাংলােদশ ইউিনভািসরিট, কুইন
ইউিনভািসরিট ও েসনাল উইেমন ইউিনভািসরিট।

সায়ী কযামােস যাওয়ার শতর পূরণ কের পথম কযাটাগিরেত রেয়েছ আটিট িবশিবদযালয়।
এগেলা হেলা- নথর সাউথ িবশিবদযালয়, চটগােমর ইউিনভািসরিট অব সােয়ন অযান েটকেনােলািজ, চটগােমর আনজরািতক িবশিবদযালয়, আহসানউলাহ িবজান ও পযুিক
িবশিবদযালয়, ইনারনযাশনাল ইউিনভািসরিট অব িবজেনস, এিগকালচার অযান েটকেনােলািজ, িবিজিস টাস ইউিনভািসরিট বাংলােদশ, বযাক ইউিনভািসরিট, বাংলােদশ
ইউিনভািসরিট অব িবজেনস অযান েটকেনােলািজ।

িদতীয় কযাটাগির অথরাৎ যারা সায়ী কযামােসর জনয জিম িকেনেছ এবং অবকাঠােমা িনমরাণাধীন এমন িবশিবদযালয় পঁাচিট।

এগেলা হেলা ইিনেপনেডন ইউিনভািসরিট অব বাংলােদশ, ইস ওেয়স ইউিনভািসরিট, গণ িবশিবদযালয়, সাউথ ইস ইউিনভািসরিট ও িসিট ইউিনভািসরিট।

তৃতীয় কযাটাগিরেত রেয়েছ যারা জিম িকেনেছ িকন অবকাঠােমা িনমরাণ শর কেরিন। এমন িবশিবদযালয় ন'িট।

এগেলা হেলা আেমিরকান ইনারনযাশনাল ইউিনভািসরিট, এিশয়ান ইউিনভািসরিট অব বাংলােদশ, িদ ইউিনভািসরিট অব এিশয়া পযািসিফক, েডেফািডল ইনারনযাশনাল
ইউিনভািসরিট, শান মািরয়াম ইউিনভািসরিট অব িকেয়িটভ েটকেনােলািজ, ইউনাইেটড ইনারনযাশনাল ইউিনভািসরিট, সাউদানর ইউিনভািসরিট অব বাংলােদশ, ঢাকা
ইনারনযাশনাল ইউিনভািসরিট।

চতুথর কযাটাগিরর িবশিবদযালেয়র িনজস ভবন থাকেলও আইনানুযায়ী তা িনধরািরত পিরমাণ জিমেত নয়। এমন িবশিবদযালেয়র সংখযা ন'িট।

এগেলা হেলা িদ িপপলস ইউিনভািসরিট অব বাংলােদশ, মানারাত ইনারনযাশনাল ইউিনভািসরিট, েসট ইউিনভািসরিট বাংলােদশ, ইউিনভািসরিট অব িলবােরল আটরস
বাংলােদশ, েমেটাপিলটন ইউিনভািসরিট িসেলট, নদরান ইউিনভািসরিট, চটগােমর িপিময়ার ইউিনভািসরিট, েডেফািডল ইনারনযাশনাল ইউিনভািসরিট, ঢাকা ইনারনযাশনাল
ইউিনভািসরিট।

েযসব িবশিবদযালয় সায়ী কযামােসর জনয েকােনা উেদযাগই গহণ কেরিন তারা পঞম কযাটাগিরেত রেয়েছ। এরকম িবশিবদযালয় রেয়েছ সাতিট।

এগেলা হেলা দারল ইহসান িবশিবদযালয়, িলিডং ইউিনভািসরিট, িসেলট ইনারনযাশনাল ইউিনভািসরিট, বাংলােদশ ইউিনভািসরিট, ইউিনভািসরিট অব েডেভলপেমন
অলারেনিটভ, সামেফাডর ইউিনভািসরিট, ইবাইস ইউিনভািসরিট।

এসব িবশিবদযালয় ১৯৯২ এর আইন (সংেশািধত ১৯৯৮) অনুযায়ী পঁাচ বছেরর মেধয সায়ী কযামােস যাওয়ার শতর িনেয় সামিয়ক অনুমিত েপেয়িছেলা। ইেতামেধযই
এগেলা েকােনা েকােনািট সেবরাচ ১৭ বছর এবং সবরিনম সাত বছর অিতকম করেলও পিতষাকালীন সায়ী কযামােস েযেত পােরিন। উপরন গত ২২ নেভমর আেরা ১৫
বছর সময় চায়।

সংবাদ সেমলেন আেরা উপিসত িছেলন অিতিরক যুগ সিচব এস এম েগালাম ফারক পমুখ।

িবিডিনউজ েটােয়িনেফার ডটকম/েজএফ/আরএ/এইচএ/১৮০৩ ঘ.

You might also like