You are on page 1of 3

এই কি আমি?

জীবনে অনেক কিছু ই হারিয়েছি আমি। এই পর্যন্ত পৌছানো আমার মতে


মোটেও সহজ ছিল না, কিন্তু এটা বোধয় একটি সাধারণ সতেরো বয়সের
ছেলের ভাবনা।

অস্বীকার করছি না যে এই দুনিয়ার অনেক মানুষই আমার চেয়ে অনেক


কষ্টে আছে, কিন্তু কেন জানি আমি খুশি নই। আমার যা দরকার, সবই
আছে আমার কাছে, তবুও মনে হয় যে জীবনের এই পথে আমি কিছু ভু লে
এসেছি, কিন্তু ফিরে তাকানোর সাহসটি নেই।

কেন জানি আমার সবসমই বন্ধু -বান্ধব কম ছিল। আমি তো সবসময়


চেষ্টা করি সবার সাথে ভাল ব্যবহার করার। সাহায্য করি সবাইকে যদি
আমার আয়ত্তে থাকে তাদের জন্য কিছু করার। শেষ পর্যন্ত আমার হাত
হয়ে যাই খালি এবং নিরাশা হয়ে রয় আমার একমাত্র বন্ধু ।

স্বপ্ন তো অনেকই দেখেছি ছোটবেলায়। বড় হয়ে এটা হব, সেটা হব; কিন্তু
আজ আর কোন কিছু তেই আগ্রহ নেই। হারিয়ে গেছে সেই ছোটবেলার
স্বপ্নগুলো। মানুষ কে খুশি করার চেষ্টা করতে যেয়ে নিজেরই সব খুশি
এবং স্বপ্ন ধ্বংস করে বসেছি – কিন্তু কোন লাভ হল না। আমি ভেঙ্গে
পড়লাম এবং যাদের জন্য আজ আমার এই দশা। তাদের চাহিদার শেষ
হল না, আশা পূরণ হল না। তারা কখনো খুশি হতে পারছে না। রয়ে
আছি আজ আমি এক বোঝা হয়ে।

1
মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেকে চিন্তে পারছি না। আমি কি আজ
সেই ছেলে যার মধ্য সবসময় সাহস এবং আশা ছিল? আমি কি আসলেই
অনেক শক্ত ছিলাম?

আজ ছোট-খাট সমস্যাই আমাইকে করে ফেলে ক্লান্ত, একটু দুঃখেই ভেঙ্গে


পড়ি আমি। সম্মান, মর্যাদা, ভালবাসা এবং প্রেরনার জন্য আমাকে আর কি
করতে হবে? কিভাবে আমি সবার মন জয় করতে পারব? না, আর শক্তি
নেই আমার মধ্যে নিজেকে শক্ত রাখার জন্য। মনে হয় নিজের জন্য বাচঁ তে
হবে আমাকে। নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে আমাকে। কিন্তু এ কি
আমায় খুশি করতে পারবে? আমি কি মাথা উঁচু করে ছলতে পারব
এইভাবে? না, আমি যতোই কঠোর হইনা কেন, স্বার্থপর আমি কখনই হতে
পারব না।

জীবনের এই ধারা যে আমাকে কোথায় নিয়ে পৌছাবে তা আমি জানি না।


জীবন থেকে অনেক কিছু ই শিখেছি আমি এবং তা আমার জন্য যথেষ্ট।
কোন কিছু র আশা বা প্রত্যাশা করা অনেক বড় ভু ল করা। মৃত্যু এলেও
আমার কোন আপত্তি নেই। মরণকে এখন আর ভয় করিনা, কিন্তু আমার
প্রিয় ব্যক্তিদের হারানোর ভয় আছে। তাদের কিছু হয়ে গেলে আমি সহ্য
করতে পারব না।

মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের হাতে নিজের জীবন শেষ করে ফেলার,
তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়! আর বোঝা হয়ে থাকতে ভাল
লাগে না। দিন গুনছি প্রতিদিন, দিশেহারা হয়ে চলছি এক অচেনা পথে যার
কোন শেষ নেই। নিজের চিন্তা-ভাবনায় যেন ডু বে হারিয়ে ফেলেছি নিজেকে,
আরেকটি কাল্পনিক জগতে।

2
আপন বলতে আমার আছে আমার পরিবার, যারা কেন জানি আমাকে
বুঝতে পারে না। আর আছে আমার দুই বান্ধবি, ইমান আর নিশিতা, আর
আছে আমার প্রানের চেয়েও প্রিয় বন্ধু , আমার আদ্রিয়ান। তারাই আমাকে
উৎসাহ দেয় এগিয়ে চলার জন্য, তারাই মাত্র বুঝতে পারে আমায়।
নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যখন ভাবি তাদের কথা, কিন্তু কেন
জানি মনে হয় যে কিছু একটা খালি হয়ে রয়ে আছে, আমি সুখি নই।
এমন কি হতে পারে যে দুঃখ সহ্য করতে করতে আমি খুশি হয়াই ভু লে
গিয়েছি?

এটাই কি একটি সাধারণ সতেরো বয়সের ছেলের জীবনের তথ্য, একটি


অসাধারণ জীবনযাপন করা?এভাবেই কি সবাই বড় হয়? যদি এটা সত্যি
হয়ে থাকে, তাহলে সবাই মিথ্যা বলে, নিজেদের আসল ভাবনা লুকিয়ে চলে,
কিন্তু এটা অসম্ভব।

আমার জীবনে পরিবর্ত নের প্রয়োজন আছে। নিজেকে আমি ভাসিয়ে দিব
সময়ের ধারায়। দেখি কোথায় নিয়ে পৌছায় তার স্রোত, কিসে পরিনিত
করে আমাকে জীবন, কারন আমি জানি যে একদিন যময় দিবে আমার
সাথ, শুনবে আমার কথা সবাই। এটা অবশ্যই হবে যদি আমি ভাসতে
ভাসতে তলিয়ে না যাই।

You might also like