You are on page 1of 2

জাহিদ খান

সদস্য সচিব, কমিউনিটি একটিভেশন কমিটি


আমাদের গ্রাম

দেওয়াল পত্রিকার লেখন


সেবা প্রদান আমাদের ইচ্ছা

 কিছু কথা

আমাদের গ্রাম যে সকল প্রকল্প গুলো নিয়ে কাজ করে, তার ভিতর স্বাস্থ্য সেবা অন্যতম। মহিলাদের স্তন
ক্যান্সার একটি জটিল রোগ। সামান্য অবহেলাতে এ রোগ ক্যান্সার এর মত একটি জটিল রোগে মহিলারা
আক্রান্ত হতে পারে। এ পর্যায়ে গ্রাম থেকে শহর এলাকায় স্বাস্থ্য সেবায় মহিলাদের স্তন ক্যান্সার ও স্তনের
রোগ বিষয় নিয়ে ২০০৬ সা্লের সেপ্টেম্বর মাস থেকে আমরা বাগেরহাট জেলার সদর উপজেলাতে কাজ শুরু
করি। বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে সর্ব প্রথম রোগীদের স্বাস্থ্য সেবায় দল গঠন করে
রোগীদের সেবা প্রদান করে আসছি। রোগীদের তথ্য সংরক্ষণ করতে কম্পিউটারে ডাটা এট্রি করি। মহিলা
ডাক্তার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে সেবা দিয়ে থাকি। অসহায় কে সেবা প্রদান আমাদের ইচ্ছা

 সময় সূচী:

রোগীর রোগ নির্ণয়ে বাগেরহাটে বৃহস্পতিবার, রামপালে মাসের ২য় এবং ৪র্থ শুক্রবার বিকাল ৩টায় মহিলা
ডাক্তার দ্বারা রোগী দেখা হয়। এ ছাড়া মঙ্গলবার যশোরের আরবপুর বাস্তেশিখা-তে এবং বুধবার
গোপালগঞ্জ-এর টু ঙ্গিপাড়ার পাটগাতি বাজারে পৌরসুপার মার্কে ট-এর দ্বিতীয় তলায় রোগীর স্ক্রিনিং করা হয়।
এ সকল সেন্টার গুলিতে রোগীদের জন্য প্রেসক্রিপশন করা হয়। রোগের জটিলতা নির্নয়ে খুলনার সোনাডাংগা
(এ/১১ মজিদ সরণী মোল্লা বাড়ীর মোড়)-তে স্পেশালাইজড ক্লিনিক-এ প্রেরণ করা হয়। খুলনাতে
রোগীদের সেবা দিতে বিশেষ প্রশিনপ্রাপ্ত ডাক্তার ও নার্স রয়েছে। রক্তচাপ, ই,সি,জি, অত্যধুনিক মেশিনে
আল্ট্রাসনোগ্রাম সহ স্তন ক্যান্সার সংক্রান্ত যাবতীয় পরিক্ষা-নীরিক্ষা করা হয়। প্রতি তিন মাস পর পর তিন
জন বিদেশী ডাক্তার আমাদের সেবা কেন্দ্র গুলিতে রোগীদের চিকিৎসা করেন।

 ডাক্তার বৃন্দের পরিচিতি:

ডাক্তার রিচার্ড লাভ ( আমেরিকা )


ডাক্তার উডস্ ( আমেরিকা )
ডাক্তার অফিরা ( কানাডা )
ডাক্তার সৈয়দ মোজাম্মেল হোসেন ( খুলনা স্পেশালাইজড ক্লিনিক )
ডাক্তার মুসলিমা পারভিন (আখি) ( খুলনা )
ডাক্তার আফসানা সুলতানা ( বাগেরহাট ও ৱামপাল )
ডাক্তার শারমিন নাহার (পলি) ( যশোর )
ডাক্তার রত্না বলী সরকার ( টু ঙ্গিপাড়া )
বিদেশী তিন জন সম্মানিত ডাক্তার আর্ন্তজাতিক স্তন ক্যান্সার গবেষনা কেন্দ্রের গবেষক হিসাবে খ্যাতি অর্জ ন
করেছেন। ডাক্তার উডস বিশ্বের ৫ জন ক্যান্সার বিশেষজ্ঞ-এর মধ্যে অন্যতম একজন।

 আমাদের অগ্রগতি

আমাদের গ্রাম স্তন ক্যান্সার নীরিক্ষা কেন্দ্র এ যাবত প্রায় ৫ (পাঁচ)হাজার রোগীর স্ক্রিনিং সহ সকল প্রকার
সেবা প্রদান করে আসছে। রোগীদের রোগের সকল প্রকার ডাটা কম্পিউটারে সংরক্ষণ করা হয়। গত
ফেব্রুয়ারী ’১১ হ’তে রোগীদের জন্য সার্বক্ষনিক বিদেশী এ সকল ডাক্তারের সেবা পেতে, ইন্টারনেট
স্কোইপের মাধ্যমে আমাদের সংরক্ষন করা এ সকল ডাটা নিয়ে আলোচনা করে তাৎক্ষনিক সেবা দান
পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে রাত্র ১০টায় স্কাইপে ডাক্তার লাভ, ডাক্তার উডস্, ডাক্তার অফিরা
নিজ এলাকায় থেকে এবং খুলনা, বাগেরহাট ও রামপাল-এ আমাদের অফিসকর্মীবৃন্দ রোগীর প্রেসক্রিপশন-এর
গুরুত্তপূর্ণ বিষয় গুলি নিয়ে আলোচনা করে রোগীদের জন্য তাৎক্ষনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

 সেবার মান

এ যাবত আমরা খুলনা মেডিকেল কলেজ ও ২৫০ বেড হাসপাতাল এর সহযোগিতায় রোগীদের সেবা প্রদান
করে আসছিলাম। বর্ত মানে খুলনায় আমাদের নিজস্ব ক্লিনিক ভবন-এর কাজ শুরু করতে যাচ্ছি। এ ক্লিনিকে
আগামী এক বছর পর সিঙ্গাপুর ব্রেষ্ট ক্যান্সার হাসপাতালের মত সমসাময়িক সেবা নিশ্চিত করতে আমাদের
গ্রাম এই ক্লিনিকে ব্রেষ্ট ক্যান্সার সংক্রান্ত যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেবা প্রদান
করবে।যার পূর্ব প্রস্তুতি হিসাবে এ ক্লিনিকে সার্বক্ষনিক একজর মহিলা ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে।

 আমার আবেদন

আমাদের ছাপা লিপলেট পড়ে নিজেকে সে মোতাবেক পরীক্ষা করুণ। প্রয়োজনে আমাদের ডাক্তারের পরামর্শ
নিন। রোগকে অবহেলা করে নিজেকে বিপদজনক রোগে আক্রান্ত করবেন না। সুন্দর সুস্থ্য জীবন যাপন
করুণ। সংসারে নারী পুরুষ সমান্ দায়িত্ব বহন করে। নারীদের স্তন ক্যান্সার সেবা দিতে আমাদের গ্রাম

You might also like