You are on page 1of 3

ভভাললভা ললখক হলত যভা করলত হলব

সস্টিলফেন সকক

সস্টিলফেন এডউইন সকক একজন মভাসকর্কি ন ললখক। সতসন মমূলত হরর গল ও উপননভালসের জনন সবখনভাত। তভার লমভাট সবসক্রিত
বইলয়ের পসরমভাণ ৩৫ লকভাট কসপর লবসশি।

সতসন ২০০৩ সেভালল যযুক্তরভালষ্ট্রের ননভাশিনভাল বযুক ফেভাউলন্ডেশিন লমলডল পভান। এছভাডভাও সতসন বভাম লস্টিভাকভার অনভাওয়েভাডর্কিসে, ওয়েভারর্কি
ফেনভানভাসসে অনভাওয়েভাডর্কিসে, সবটশি ফেনভানভাসসে লসেভাসেভাইট অনভাওয়েভাডর্কিসে লভাভ কলরন। তভার অলনক বই লথেলক চলসচ্চিত, টসভ সসেসরজ,
সমসন সসেসরজ, কসমকসে সনসমর্কিত হলয়েলছ।

সেম্প্রসত সতসন জভাসনলয়েলছন একজন ভভাললভা ললখক হওয়েভার সক করভা দরকভার এবক সক প্রস্তুসত সনলত হলব লসে সেম্পলকর্কি কলয়েকট
পরমশির্কি সদলয়েলছন।

১. টসভ বন কলর বই সনলয়ে বলসেভা। সেসজনশিশীলতভার জনন টসভ হললভা সবষস্বরূপ। টসভ লদখভা সেমলয়ের অপচয়ে। বই পডভায়ে বনয়ে
করলত হলব লবসশি সেময়ে। বনভাপকভভালব সবসস ত সবষলয়ে পডলত হলব, সেময়ে লপললই পডলত হলব। বই হলব সেব সেমলয়ের সেঙশী।

২. সেমভাললভাচনভা ও বনথের্কিতভার জনন প্রস্তুত থেভালকভা। সলখলল ললভাকজন তভা পভাঠ করলব এবক লকউ লকউ সেমভাললভাচনভা করলব। আবভার
কখলনভা কখলনভা ললখভা ছভাপভা হলব নভা বভা লকউ পডলব নভা। সকন এসেলবর জনন দলম লগলল চললব নভা।

৩. অননলক সেনষ করভার জনন নয়ে; বরক সনলজর দভাসয়েত্বলবভাধ লথেলক লললখভা। সেতন বললত হলব, তভা যত সতক্তই লহভাক। সনলজর
সবলবক ও প্রজভালক কভালজ লভাগভাও।

৪. প্রভাথেসমকভভালব সনলজর জনন লললখভা। ললখভাটভালক আনলন্দের সবষয়ে কলর সনলত হলব। যভা ভভাললভা লভালগ, তভা-ই সনলয়ে লললখভা।
সনলজর ওপর লকভালনভা সজসনসে লজভার কলর চভাসপলয়ে লদলব নভা যভা লথেলক সবরসক্ত উৎপন হয়ে।

৫. কঠিন সেমসেনভা সনলয়ে সচনভা কলরভা, আডভালল থেভাকভা সবষয়েলক তযু লল আলনভা। জশীবন ও সেমভালজর লকভালনভা জটল সেমসেনভার ওপর
আললভাকপভাত কলরভা, যভা সেবভার দসসষ আকষর্কিণ করলব।
৬. ললখভার সেময়ে সেমস জগৎ লথেলক সনলজলক সবসচ্ছিন কলরভা। যখন সলখলত বসেলব, তখন ললখভা ছভাডভা অনন লকভালনভা সবষলয়ের প্রসত
মলনভালযভাগ লদলব নভা। জভাগসতক ঝযু টঝভালমলভা লথেলক মযুক্ত হলয়ে একভাগ্রসচলত সলখলত হলব।

৭. পভাসণ্ডিলতনর ভভান করলব নভা। অযথেভা গুরুগমশীর শিব ও জটল বভাকন বনবহভার কলর অননলক চমসকত করভার লচষভা লকভালনভা
কভালজর সবষয়ে নয়ে। অকভারলণ ঘযুসরলয়ে-লপপেঁসচলয়ে বলভার অভনভাসে পসরহভার কলরভা।

৮. সক্রিয়েভাসবলশিষণ (লযমন অতনন অসেভাধভারণভভালব ) কম বনবহভার করলব এবক অনযুলচ্ছিদ লছভাট রভাখলব। অসধক সক্রিয়েভাসবলশিষণ
ভভাসন এবক লমভা অনযুলচ্ছিদ লচভালখর জনন কভাসনকর।

৯. গল ললখভার সেময়ে কভাসহসনর সদলক নজর লদলব, বনভাকরলণর সদলক নয়ে। কভাসহসনলক মলনভাগ্রভাহশী ও রসেমসণ্ডিত করভার জনন লয
রকম শিব লযভভালব বনবহভার করভা প্রলয়েভাজন ঠিক তভা-ই করলত হলব।

১০. শশিসলক বণর্কিনভার লককৌশিল রপ কলরভা। সেঠিক শিব ও বভালকন স্পষ ও উজ্জ্বলভভালব সবষয়ে ও ঘটনভার সববরণ সদলত হলব যভালত
তভা পভাঠলকর মলন লরখভাপভাত কলর। প্রলয়েভাজলন ভভাসষক অলককভালরর আশ্রয়ে নভাও।

১১. গললক লবসশি তথেনবহুল করলব নভা। গললক তলথেন ভভারশী কলর লফেললল তভা গললর মজভালক হরণ কলর, পভাঠলকর মলনভারঞ্জলন
বনথের্কি হয়ে। চসরতভায়েণ ও ঘটনভাসবননভাসে লবসশি প্রভাধভানন পভালব।

১২. মভানযুষজন বভাসলব কশী কলর তভা সনলয়েই গল ফেভাপেঁলদভা। বভাসব লথেলক গললর উপভাদভান গ্রহণ কলরভা, তভালত কলনভার রক লভাগভাও,
আখনভানলক সবশভাসেলযভাগন কলর লতভাললভা।

১৩. নতযু ন সবষয়ে সনলয়ে লললখভা। পযুলরভালনভা সবষয়ে সনলয়ে চসবর্কিত চবর্কিলণর লকভালনভা অথের্কি হয়ে নভা। যভা মভানযুষ কখলনভা ভভালবসন তভা সনলয়ে
লললখভা। সভন দসসষলকভাণ লথেলক লদলখভা ও সললখভা। ঝযুপেঁ সক সনলত সপছপভা হলব নভা।

১৪. ললখক হওয়েভার জনন মভাদলকর আশ্রয়ে লনলব নভা। মভাদলক মভাথেভা লখভালল—এটভা সেম্পমূণর্কি ভযু ল ধভারণভা। বরক মভাদক গ্রহলণ মসসলষ্কের
ক্ষসত হয়ে, সচনভায়ে পঙযুত্ব আলসে।
১৫. অনন লকভালনভা ললখকলক হুবহু অনযুকরণ কলর সলখলব নভা। সনলজর স্টিভাইল শতসর কলরভা। সনলজর ধনভানধভারণভা লথেলক সনলজর
মলতভা কলর সললখভা, স্বকশীয়েতভা সনলয়ে।

১৬. শিব ও বভালকনর মভাধনলম লতভামভার ধভারণভাগুললভা পভাঠলকর মলন সেঞভাসরত কলরভা। ললখভার সেময়ে লকভান ধরলনর পভাঠলকর জনন
সলখছ, তভা মভাথেভায়ে রভালখভা, আর লতভামভার ধভারণভাগুললভা তভালদর উপলযভাগশী কলর প্রকভাশি কলরভা।

১৭. ললখভাললসখলক গুরুলত্বর সেলঙ গ্রহণ কলরভা। ললখভালক করলত হলব ধনভানজভান। একমভাত সেভাধনভা। দভায়েসেভারভা কভাজ অকভামন।
ললখভাললসখর সবষলয়ে লয যত সসেসরয়েভাসে, লসে তত সেফেল।

১৮. প্রসতসদন সকছযু নভা সকছযু লললখভা। বই পডভালক লযমন, লতমসন ললখভাললসখলকও সনতনকভার অভনভালসে পসরণত করলত হলব।
সলখলত সলখলত ললখভায়ে হভাত আলসে।

১৯. লকভালনভা সকছযু ললখভার পর লসেট পযুনরভায়ে লদলখভা। সনলজর ললখভার প্রথেম পভাঠক হলব সনলজই। সেমভাললভাচলকর দসসষ সদলয়ে সনলজর
ললখভা বনবলচ্ছিদ কলরভা। আর এটভা করলত হলব সনদর্কি য়েভভালব।

২০. সনলজর শিরশীর ও মলনর যত নভাও। শিরশীর সেযুস থেভাকলল এবক মলন সেযুখ থেভাকলল ললখভাললসখ সেহজ হয়ে। পভাসরবভাসরক জশীবলন
শিভাসন এ লক্ষলত সবলশিষভভালব সেহভায়েক।

২১. লচষভা কলরভা সতন মভালসে একট বইলয়ের খসেডভা সেম্পন করলত। প্রসতসদন ১০ পসষভা কলর সলখলল, সতন মভালসে প্রভায়ে ১ লভাখ ৮০
হভাজভার শিব হলয়ে যভায়ে। তভারপর লসেটলক পসরমভাজর্কিন কলর প্রকভালশির উপলযভাগশী করলত আরও কলয়েক মভাসে লললগ যভালব। বযুঝলতই
পভারছ, ললখক হওয়েভার জনন সনষভা ও অধনবসেভায়ে কতটভা জরুসর!

শিওকত আলশী

You might also like