You are on page 1of 1

eat - ate - eaten

go - went - gone
ভার্বের এরকম তিনটা সারি আছে। অতীত কালের কথা ৩ টি সারি দিয়েই বলা যায়। যদি ৩য় সারি দিয়ে বলো, তাহলে তার আগে
have, has বা had বসাও।
He, she, it, Rafiq, Mina এসব ক্ষেত্রে has হয়। I, you, we, they, Rafiq and Mina এসব ক্ষেত্রে have
হয়।
ভার্বের দ্বিতীয় সারি দিয়ে অতীতের কথা বললে আগে কিছু বসাতে হবে না। যেমন, I ate.
ভার্বের প্রথম সারি দিয়ে অতীতের কথা বললে আগে did বসে। যেমন, I did eat. এতে বক্তব্যে জোর প্রকাশ পায়। যেমন, আমি
খেয়েছি তো।
কথাকে না বোধক করতে হলে, have, has ও had এর পর not বসাও। did এর পরও not বসাও। যেমন, I have not
eaten. I did not eat. ইত্যাদি। have not, has not, did not কে কনট্রাকশন বা সংযুক্ত করে ছোট করে ফেল।
যেমন, I haven't eaten. I didn't eat.
প্রশ্নবোধক করতে হলে have, has, had, did ইত্যাদি বাক্যের প্রথমে নিয়ে আস।
প্রশ্ন ও না বোধক দুটি একসাথে করতে চাইলে have, has, had, did ইত্যাদি বাক্যের প্রথমে নিয়ে আস ও not যথাস্থানে রাখ।
যদি not কে সহ আগে আনতে চাও তাহলে কনট্রাকশন বা সংযুক্ত অবস্থায় আগে নিয়ে আস। Haven't I eaten? Didn't
I eat?
অতীত কালে যদি দুইটি কাজ হয় তাহলে যেটা বেশী অতীতে হয় সেটা ভার্বের তৃ তীয় সারি দিয়ে হয় এবং had ব্যবহার হয়; আর
অন্য কাজটা ভার্বের দ্বিতীয় সারি দিয়ে হয়। যেমন, তু মি আসার আগে আমি খেয়েছি। বেশী অতীতে হয়েছে খাওয়া, তাই হবে, I
had eaten. আর বাকী কাজটা হবে দ্বিতীয় সারি দিয়ে। এভাবে, I had eaten before you came.
...
যদি বর্ত মানের কথা বলতে চাই তাহলে শুধু ভার্বের প্রথম সারি দিয়ে করব। এক্ষেত্রে একটা সাইলেন্ট do বা does থাকে যা
সাধারণত উচ্চারণ হয় না, কিন্তু জোর দিয়ে কথা বললে, প্রশ্নবোধক বা নেগেটিভ করলে তা আর গোপন থাকে না। বের হয়ে আসে।
যেমন, আমি খাই - I eat. আমি খাই তো - I do eat.
He, she, it, Rafiq, Mina এসব ক্ষেত্রে মূল ভার্বের সাথে একটা s বা es যোগ হয়, অথবা do এর পরিবর্তে does বসে।
does বসলে মূল ভার্বে s বা es বসে না। যেমন, He eats. অথবা He does eat. একই অর্থ।
প্রশ্নবোধক করতে চাইলে do বা does টা আগে চলে আসে। Do I eat? Does he eat?
নেগেটিভ করতে চাইলে do / does এর পর not বসে। I do not eat. He does not eat. এখন do not বা
does not কে কনট্রাকশন করে ফেল। I don't eat. He doesn't eat.
নেগেটিভ প্রশ্নবোধক করতে চাইলে do / does আগে আসবে এবং not তার জায়গায় থাকবে। যেমন, Do I not eat?
Does he not eat? অথবা কনট্রাকশন করলে কনট্রাকশনসহ আগে চলে আসবে। যেমন, Don't I eat? Doesn't he
eat?
যদি ভবিষ্যতের কথা বলতে চাই তাহলে ভার্বের প্রথম সারি দিয়ে করতে হবে। I, we, you, he, she, they, it, Rafiq,
Mina ইত্যাদিকে বলা হয় সাবজেক্ট। এসব সাবজেক্টের পর শুধু একটা 'ল' লাগাতে হবে। যেমন, আই গো না হয়ে হবে আইল গো।
এই ল টা হলো shall বা will এর কনট্রাকশন, যদি কনট্রাকশন না করে পুরোটা বলতে চাই, তাহলে I এবং we র সাথে shall
হবে, আর বাকী সবগুলোর সাথে will হবে। যেমন, I shall go. He will go.
এখন আছে কিছু Modal (মোডাল)। Modal রা shall বা will এর মতো ভার্বের প্রথম সারির সাথে বসে। যেমন, I may
go.
মোডালগুলো হল shall, should, will, would, can, could, may, might, ought to ইত্যাদি।
যদি What, Which, Why, Where, When এবং How দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে নিয়ম অনুযায়ী যা আগে আসার
আসবে, যেমন, have, has, had, do, does, did এসব, বা নেগেটিভ কনট্রাকশন থাকলে তা সহ আগে আসবে, এবং
তার পূর্বে ঐ কোশ্চেন ওয়ার্ড গুলো বসবে। What do I eat? Where does he go? When have you eaten?
How does he live? ইত্যাদি।

You might also like