You are on page 1of 1

ধর্ম নিয়ে আগের লেখায় আমি লিখেছি কিছু কথা । যারা সেই লেখাটি পড়েছেন তারাই জানেন তার

মধ্যে খারাপ বা ক্ষতি


কারক কিছু ছিলো কিনা ? কারন প্রথম   FB account টা আমার ব্লক করে দিয়েছে  FB থেকে। কারন জানিনা। যাক সে
কথা।

আগের লেখার উদ্দেশ্য ছিল যে, ধর্ম আমাদের চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন ভাবে বিচিত্র ভাবে এই বিভিন্নতা বা
বিচিত্রতার মধ্যে ঐক্য আনা বা সমন্বয়ের খোঁজ করা। আজকালকার দিনে সবাই জানে আমাদের দৃশ্য জগৎ যাকিছু ই দেখি
তা অনু পরমানু দ্বারা গঠিত এবং তা এক ছন্দময়তা নিয়ে ঘূর্নায়মান । এই ঘূর্নন শুধুই অনু পরমানুর জগৎ এ বিদ্যমান তা
নয় বৃহৎ যে সৌরজগত তার মধ্যে ও বিদ্যমান।যাকে প্রাচীন ভাষায় বলে ঋত ছন্দ। যার দ্বারা সবকিছু ই বিভিন্ন ভাবে
লালিত হচ্ছে । এই ছন্দ নস্ট হলে জগৎ ধ্বংসের পথে অগ্রসর হবে বলেই বিজ্ঞানী মহল মনে করে। বিজ্ঞান কী করে এই জগৎ
বা পদার্থের  স্ম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ করে এবং এই বিশেষ জ্ঞান দ্বারা সেই বস্তু ও জগৎ কে নিয়ন্রন করে। এখন একেই
আমরা বিজ্ঞানের জয় গান বলি। বিজ্ঞানি আমাদের জীবন কে নিয়ন্ত্রন করছে কিন্তু আমারা কী সত্যি বিজ্ঞানমনস্ক।
নিজেদেরকে প্রশ্ন করলে আমাদের উত্তরটা " হ্যাঁ " হবে। কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যায় এক বিরাট অংশ জুড়ে বিজ্ঞান
আমাদের কাছে সেই আলাদিনের দৈত্য যে আমাদের কে প্রতিনিয়ত ভোগের সামগ্রী জোগান দিয়ে চলেছে। বিজ্ঞানের এই
বিকাশ আজ আমাদের জীবনকে প্রকৃ ত উত্তরন পথে নিয়ে চলেছে , না কী তা আমাদের বদ্ধ করছে তার অর্ন্তজালে ।
তু লনামূলক ভাবে দেখা যায় আমাদের তৃ তীয় বিশ্বে বিজ্ঞানের ব্যাবহার দৈনন্দিন জীবনে খুবই কম আমারা ও আমাদের
সরকার শিক্ষা থেকে সড়ক ব্যবস্থা বেশিরভাগই অবৈজ্ঞানিক ভাবেই হয়। এর উদাহরণ চোখ কান খোলা রাখলে অহরহঃ
পাওয়া যায়। কিন্তু এ আমার আলোচনার বিষয় নয়।

      ধর্ম নিয়ে কথা শুরু হলেই আমরা এক অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি হই ইশ্বরের অস্তিত্ব আছে কিনা? এখন এটি কী সত্যি
ধার্মিক প্রশ্ন । এটা দর্শন জগতের প্রশ্ন কিন্তু ব্যাবহারিক ধর্ম এক জায়গায় এসে ধর্ম দর্শনের সাথে মেশে। যেমন Physics একটা
পার্ট Theoretical Physics , Maths এর Theoretical Maths আছে অনেকটা সেরকম । এরা কাজ করে সম্ভবনা নিয়ে।এই
শাস্ত্রগুলো কাজ করে সর্বোচ্চ সম্ভবনা নিয়ে, এই কথাটা মাথায় রাখতে হবে এর কার্যকারিতা মানুষের সর্বোচ্চ সম্ভবনা নিয়ে।

আর ইশ্বরের অস্তিত্ব আছে কি নেই সত্যি এটা আমাদের জীবনের মৌলিক সমস্যা নয় । ভগবান বুদ্ধকে কেউ ইশ্বর সম্বন্ধে
জিজ্ঞেসা করলে তিনি সাধারণত নিশ্চু প থাকতেন বা তাকে আর্যসত্য সম্বন্ধে বলতেন দুঃখ থেকে মুক্তির কথা। ইশ্বর সত্যি
আমাদের কৌতূ হল জীবনের মৌলিক সমস্যা নয়।

You might also like