You are on page 1of 1

সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁ চিয়ে বলছে শাবাশ শাবাশ আজকের

দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে


বলতে গেলেও এই কথাটাই মনে আসে যে ধর্ম আজ উলঙ্গ নগ্ন, কিন্তু কেউ সত্যি কথাটা বলছে না, যেন এক মোহ অন্ধকারে
রয়েছে। পরের লাইনে কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী আরও সুন্দর করে বলছেন, কেই বা মনের সংস্কার সংস্কার কারও ভয়
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ-বা পরান্নভোজী কেউ কৃ পাপ্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে
রাজ বস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা অসম্ভব নয়। দেখুন কি আশ্চর্য সমাপতন এই
কবিতার মধ্যে আজকের 2019 সালের সবকিছুই ধর্ম নিয়ে চলছে তা জানি উলঙ্গ রাজার মতো অবস্থা।

You might also like