You are on page 1of 2

বরাবর

সচিব,
বাংলাদেশ মুক্তিযোদ্বা কল্যাণ ট্রাস্ট (৫ম তলা),
স্বাধীনতা ভবন, ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা,
ঢাকা-১০০০।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, ২৮-০৪-২০১৯ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে
পারলাম যে, আপনার অধীনে “সহকারী প্রধান হিসাবরক্ষক” পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি
একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় অবগতির জন্য পেশ করলাম।

১. পদের নাম : সহকারী প্রধান হিসাবরক্ষক


২. বিজ্ঞপ্তি নম্বর : GD-720 তারিখ দি ন মা স ব ৎ স র
: ২ ৮ ০ 8 ২ ০ ১ ৯
৩. প্রার্থীর বাংলা: মোহাম্মদ আবুল কালাম
নাম ইংরেজীতে ( বড় অক্ষরে) : MUHAMMED ABUL KALAM
৪. জাতীয় পরিচয় ১ ৯ ৮ ৫ ৬ ৭ ২ ০ ২ ৬ ৯ ১ ৯ ৭ ৯
পত্র নম্বর:
জন্ম নিবন্ধন
নম্বর:
৫. জন্ম তারিখ: দি ন মা স ব ৎ স র ৬. জন্ম স্থান (জেলা): নারায়ণগঞ্জ
২ ৮ ০ ৮ ১ ৯ ৮ ৫
৭. বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর ৩৩ বছর ৮ মাস ০ দিন
বয়স:
৮. মাতার নাম: আলেশা আক্তার
৯. পিতার নাম: আব্দুল আজিজ
১০. ঠিকানা : বর্ত মান স্থায়ী
বাসা ও সড়ক (নাম/নম্বর): ১৬২, এস, এস, শাহ্‌রোড -

গ্রাম/পাড়া/মহল্লা: আমিন আবসিক এলাকা হাজরাদী


ইউনিয়ন/ওয়ার্ড : ২২ কলাগাছিয়া
ডাকঘর: বন্দর সাবদি বাজার
পোস্টকোড নম্বর: ১৪১০ ১৪১৪
উপজেলা: বন্দর বন্দর
জেলা: নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ
১১. যোগাযোগ: মোবাইল নম্বর:০১৯৪২২১৮৮১১ ই-মেইল: azad200013@gmail.com

১২. জাতীয়তা: বাংলাদেশী ১৩. জেন্ডারঃ পুরুষ


১৪. ধর্ম : ইসলাম ১৫. পেশা : বেসরকারি চাকুরীজীবী
১৬. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম বিষয় শিক্ষা প্রতিষ্ঠান পাসের সন বোর্ড /বিশ্ববিদ্যালয় গ্রেড/শ্রেণি/
বিভাগ
এস.এস.সি বিজ্ঞান কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ২০০১ ঢাকা ৩.৬৩
এইচ.এস.সি বিজ্ঞান সরকারি তোলারাম কলেজ ২০০৩ ঢাকা ২.২০
বি.এস.এস(পাস) সামাজিক বিজ্ঞান সরকারি তোলারাম কলেজ ২০০৮ জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বিভাগ
এম.এস.এস(মাস্টার্স) রাষ্ট্র বিজ্ঞান সরকারি তোলারাম কলেজ ২০১০ জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বিভাগ
আইসিএমএ(ইন্টার) হিসাব বিজ্ঞান আইসিএমএবি ২০১৬ আইসিএমএবি পাস
১৭. অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে):
১৮. অভিজ্ঞতার বিবরণ: সিনিয়র অফিসার এবং সিনিয়র এক্সিকিউটিব (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ৩.৫ বছরের অভিজ্ঞতা
১৯. কোটা (টিক দিন): মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা  এতিম/শারীরিক প্রতিবন্ধী
ক্ষু দ্র নৃ-গোষ্ঠী আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অন্যান্য (উল্লেখ্য করুন):
২০. চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর: ০২৮৬০৩৭/১৭৮ তারিখ: ০ ২ ০ ৫ ২ ০ ১ ৯
ব্যাংক ও শাখার নামঃ বাংলাদেশ কৃ ষি ব্যাংক, নারায়াণগঞ্জ কর্পোরেট ব্রাঞ্চ, নারায়াণগঞ্জ
২১ বিভাগীয় প্রার্থী কিনা ( টিক দিন) : হ্যাঁ না প্রযোজ্য নয় 
.
আমি এ মর্মে অঙ্গীকার করছি যে, ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল
সার্টি ফিকেট ও রেকর্ড পত্র উপস্থাপন করব। কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।

তারিখঃ ০ ২ ০ ৫ ২ ০ ১ ৯ প্রার্থীর স্বাক্ষর

সংযুক্তি-
(১) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত অনুলিপি।
(২) সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
(৩) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্ত া কর্তৃ ক প্রদত্ত চারিত্রিক সনদ (মূলকপি)।
(৪) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃ ক প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত অনুলিপি।
(৫) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।
(৬) ৪০০ টাকার ব্যাংক ড্রাফট।

You might also like