You are on page 1of 5

বিসমিল্লাহির রহমানির রাহিম

চু ক্তিনামা

১ম পক্ষ

জনাব মোঃ নুরুল ইসলাম। পিতা- মৃত বসু মিয়া। মাতা- মোসাম্মদ রাবেয়া খাতু ন। গ্রাম- বেলাসর, পৌরসভা- চান্দিনা,
জেলা- কু মিল্লা, বাংলাদেশ।

সত্তাধিকারিঃ নুরুল ইসলাম কমার্শিয়াল কমপ্লেক্স।

২য় পক্ষ

“ডায়নামিক প্লানিং সেল লিমিটেড”। অফিস- ৮/৩, ফ্ল্যাট - ১/ই, শান্তিবাগ, আউটার সার্কু লার রোড (রাজারবাগ), থানা-
শাহজাহানপুর, পোষ্ট অফিস- শান্তিনগর ,জেলা– ঢাকা, বাংলাদেশ।

ব্যবস্থাপনা পরিচালকঃ কে, এম, মহিউদ্দিন।

পরম করুণাময় মহান আল্লাহ পাকের অপার মহিমা ও সহযোগিতার বদৌলতে আমরা উভয় পক্ষ “এন ইসলাম বাণিজ্যিক
প্রতিষ্ঠান” প্রতিষ্ঠা করার জন্য নিম্নলিখিত শর্তে হাজিরান গনের উপস্থিতিতে সজ্ঞানে, সুস্থ শরীরে চু ক্তিনামা সম্পাদন
করিতেছিঃ

শর্তাবলী

১। কাজের নামঃ মেসার্স নুরুল ইসলাম বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করণ।

২। কাজের ঠিকানাঃ মৌজাঃ বেলাসর, দাগ নংঃ ৮৬০/৮৬১, চান্দিনা সদর, কু মিল্লা।

৩। দায়িত্বঃ

৩.১ - ১ম পক্ষ ২য় পক্ষকে জমির যাবতীয় সকলধরনের কাগজপত্র, ব্যবসায়িক কাগজপত্র বুঝাইয়া
দিবে।

৩.২ – অনুমোদন সংক্রান্ত কাজের স্থানীয় কাজকর্ম ১ম পক্ষ নিজ দায়িত্বে করিবে।
৩.৩ - ২য় পক্ষ ১ম পক্ষের অনুমোদন গ্রহন করার জন্য যাবতীয় নকশা, এষ্টিমেসন, ফর্ম সমূহ পূরণ
করিতে সহযোগিতা প্রদান করিবে।

৩.৪ - ১ম পক্ষ ২য় পক্ষকে ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করিবে।

৩.৫ - ১ম পক্ষ ২য় পক্ষকে কাজ চলাকালীন সময়ে সুষ্ঠভাবে ও সুন্দরভাবে তদারকি/সুপারভিশন করার
জন্য সহযোগিতা প্রদান করিবে।

৩.৬ – তদারকি চলাকালীন সময়ে ২য় পক্ষের লোকজনের জান, মাল ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করিবে।

৩.৭ - আলোচনার সাপেক্ষে উভয় পক্ষ তদারকির দায়িত্বে কর্মরত লোকজনের থাকা, খাওয়ার ব্যবস্থা গ্রহনে
পরস্পরকে সহযোগিতা করিবে।

৩.৮ - ২য় পক্ষ ১ম পক্ষকে প্রতিমাসে প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন লিখিতভাবে প্রদান করিবে।

৩.৯ - ২য় পক্ষ ১ম পক্ষকে ব্যাংক হইতে অর্থকারী সহযোগিতা পাওয়ার জন্য প্রকল্প প্রস্তাব/প্রপোসাল তৈরি
করিয়া দিবে।

৩.১০ - ইত্যাদি।

৪। কাজের বিস্তারিত বর্ণনাঃ চু ক্তিপত্রের সাথে সংযুক্ত করা হইল।

৫। কাজের আর্থিক সুবিধা সমুহঃ

৫.১ - ১ম পক্ষ ২য় পক্ষকে টেকনিকাল/কারিগরি কাজের জন্য ২৫/- টাকা বঃ ফুঃ হিসেবে ফি প্রদান করিবে।
সংযুক্ত শিডিউল অনুযায়ী।

৫.২ - ১ম পক্ষ ২য় পক্ষকে সুপারভিশন করার জন্যঃ

৫.২.১– প্রয়োজনীয়/তদারকির জন্য প্রতিবার পরিদর্শন/ভিজিটে প্রতিজন পরিদর্শক/ভিজিটরকে


৮,০০০/- টাকা প্রদান করিবে।

৫.২.২– স্থায়ী তদারকির জন্য আলোচনার সাপেক্ষে নির্ধারণ করিবে।


৫.৩ – উভয় পক্ষ ব্যবস্থাপনা কনসালটেন্টের জন্য আলোচনার সাপেক্ষে মাসিক ফি নির্ধারণ করিবে। টাকা
-১,৫০,০০০ (দেড় লক্ষ) মাত্র। সংযুক্ত শিডিউল অনুযায়ী।

৫.৪ - ১ম পক্ষ ২য় পক্ষকে ব্যবস্থাপনা/টেকনিকাল কনসালটেন্টের জন্য নির্ধারিত মাসিক ফি নির্ধারণ সময়/
শিডিউল অনুসারে প্রদান করিবে।

৫.৫ – সুপারভিশন ফিঃ

৫.৫.১– তদারকির/ সুপারভিশনের জন্য নির্ধারিত ফি নির্দি ষ্ট দিনে ও নির্দি ষ্ট ব্যক্তিকে প্রদান করিবে।

৫.৫.২– স্থায়ী তদারকির/ সুপারভিশনের জন্য নির্ধারিত ফি মাসিক ভিত্তিতে প্রতি মাসের শেষে ২য়
মাসের প্রথমে তথা ০৫ তারিখের মধ্যে প্রদান করিবে।

৫.৬ - প্রকল্প প্রস্তাব তৈরিকরণ ফিঃ আলোচনা সাপেক্ষে।

বাধ্যবাধকতা

১। উভয় পক্ষ কনসালটেন্ট ও নির্মাণ সংক্রান্ত সরকারি যাবতীয় সকল নিয়ম-কানুন মানিয়া চলিতে বাধ্য থাকিবে।

২। কোনো পক্ষই নির্দি ষ্ট অজুহাত ব্যতিত নির্দি ষ্ট সময় সুযোগ না দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি লইতে পারিবে না।

৩। ১ম পক্ষ প্রতিটি নকশা/ডিজাইন সত্যায়িত করিবে।

৪। ১ম পক্ষ নকশা/ডিজাইন সত্যায়িত করিবার পর পরিবর্ত ন করিতে পারিবে না।

৫। যদি নকশা/ডিজাইন সত্যায়িত করিবার পর কোন প্রকার পরিবর্ত ন করিবার প্রয়োজন অনুভব করিলে আলোচনা সাপেক্ষে
পরিবর্ত নের জন্য নির্ধারিত অতিরিক্ত ফি প্রদানের বিনিময়ে করাইতে পারিবে।

৬। ১ম পক্ষ নির্দি ষ্ট পরিমান কাজের বিনিময়ে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার পর ঐ পরিমান কাজ শেষ করার জন্য উদ্যোগ
নিবে যাহাতে কাজের সময় টাকার সংকু লান না দিতে পারিবার কারনে কাজের অগ্রগতি বাধাগ্রস্থ/বিলম্ব না ঘটে।

৭। ১ম পক্ষের সংগৃহীত অর্থ ব্যবস্থাপনা টেকনিকাল কনসালটেন্টের সাথে আলোচনা না করে অন্য কোন খাদে খরচ করিতে
পারিবে না।

অপসারণের শর্তাবলী
১। ১ম পক্ষ অথবা ২য় পক্ষ কোন পক্ষই নিজ দায়িত্ব পালনে অবহেলা/অপরাগ হইলে নির্দি ষ্ট সময়ের নির্দে শনা সাপেক্ষে যে
কোন পক্ষ অপসারিত হইতে পারিবে।

২। অপসারণ কালীন উভয় পক্ষই প্রয়োজনীয় দায়িত্ব অন্যপক্ষকে সুষ্ঠভাবে বুঝাইয়া দিবে যাহাতে প্রোজেক্টের কোন
ক্ষতিসাধন না ঘটে।

৩। অপসারণ কালীন ১ম পক্ষ ২য় পক্ষের যাবতীয় পাওনাদি সুষ্ঠ হিসাবের মাধ্যমে পরিশোধ করিবে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা দুর্ঘটনা

১। কাজ চলাকালীন সময়ে কোন পক্ষের দায়িত্ব কর্ত ব্যরত ব্যক্তির মৃত্যু/অকর্মঠ হইয়া পরিলে, তাহার উত্তরাধিকারগণ
উপযুক্ত দায়িত্ব পালনের সক্ষম হইলে তাহার মাধ্যমে একে অপরের সহযোগিতার মনোভাব নিয়ে প্রোজেক্ট বাস্তবায়িত করিতে
হইবে।

২। রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক কারনে দুর্ঘটনা ঘটিলে বা কাজের ক্ষতি হইলে কোন পক্ষ কারও উপর দোষ না চাপাইয়া
আলোচনার সাপক্ষে কাজ শেষ করার জন্য পরিকল্পনা/প্রস্তুতি গ্রহন করিবে।

৩। আর্থিক দুর্ঘটনা ঘটিলে উভয় পক্ষ একে অপরকে সঠিক পর্যালোচনার মাধ্যমে সহযোগিতা করিবে।

রক্ষণাবেক্ষণ ও পরিচালিনা

১। ২য় পক্ষ ১ম পক্ষের প্রকল্পের সঠিক ও সুষ্ঠ ব্যবহার করিবে।

“মহান আল্লাহ পাক সার্বিকভাবে সফলকাম হওয়ার জন্য আমাদের কবুল করিবেন, আমিন”।

আমরা উভয় পক্ষ অঙ্গীকারনামার সকল শর্ত সমূহ এবং মূলবিষয় ভালোভাবে অনুধাবন করিয়া, বুঝিয়া, মানিয়া, কাহারো
দ্বারা প্ররোচিত না হইয়া, শর্ত প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ হইয়া স্ব-ইচ্ছায় সুস্থ মস্তিস্কে নিজ হাতে অঙ্গীকারনামায় স্বাক্ষর
করিলাম।

১ম পক্ষ ২য় পক্ষ
-----------------------------
----------------------------------

সাক্ষীগনের স্বাক্ষরঃ

১।

২।

৩।

You might also like