You are on page 1of 2

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং

সমাজের সর্বস্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশেষ করে সুবিধাবঞ্চিত গ্রামীণ আর প্রান্তিক মানুষের
দোরগোড়ায় সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক
বাংলাদেশ লিমিটেড ১৫ জুলাই ২০১৭ সালে চালু করে এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রম। প্রান্তিক
জনগোষ্ঠীর মাঝে সঞ্চয়ের অভ্যাস বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থের সহজ
প্রবাহের মাধ্যম হিসেবে শুরু হওয়া এই কার্যক্রম ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রাহকআস্থা
অর্জনে সক্ষম হয়েছে। এর মাধ্যমে দেশের গ্রামীণ জনপদে আর্থিক কর্মকান্ড বৃদ্ধি পেয়ে গ্রামীণ
অর্থনীতিতে সঞ্চারিত হচ্ছে নতুন গতি। সমৃদ্ধ হচ্ছে জাতীয় অর্থনীতি।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে প্রাপ্ত সুবিধাসমূহ:

একটি অ-বৈদেশিক শাখায় যে ধরনের সেবাসমূহ প্রদান করা হয় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে সিমীত
পরিসরে সেসব সেবাসমূহ প্রদান করা হয়।

# সব ধরণের ব্যাংক হিসাব খোলাঃ শাখার মতো এজেন্ট কেন্দ্রেও প্রয়োজনীয় কাগজপত্র জমা
দিয়ে সব ধরনের হিসাব খোলা যায়।

# নগদ জমা, উত্তোলন ও ফান্ড ট্রান্সফারঃ নগদ অর্থ জমা কিংবা উত্তোলন খুব সহজেই সম্পন্ন
করা যায়। এছাড়া এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ফান্ড ট্রান্সফারও করা যায়।

# রেমিটেন্স বিতরণঃ বিদেশ থেকে পাঠানো প্রিয়জনের টাকা খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে
পরিবারের হাতে পৌঁছে যাবে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে।

# BEFTN: এজেন্ট কেন্দ্র থেকে BEFTN এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অন্য যে কোন
ব্যাংক একাউন্টে অর্থ স্থানান্তর করা যায়।

# ইন্টারনেট ব্যাংকিংঃ এজেন্ট কেন্দ্রে খোলা একাউন্টের বিপরীতে ইসলামী ব্যাংকের ইন্টারনেট
ব্যাংকিং সেবা ‘iBanking’ সেবা চালু করে পরবর্তীতে যে কোন স্থান থেকে ইন্টারনেট ব্যাংকিং
সেবা গ্রহণ করা যায়।

# আবেদন ও নথিপত্র গ্রহনঃ ইসলামী ব্যাংক এজেন্ট এর মাধ্যমে আপনি বিনিয়োগের আবেদন,
ডেবিট বা ক্রেডিট কার্ডের আবেদন, চেকবই আবেদন সহ অন্যান্য নথিপত্র জমা দিতে পারবেন।
এজেন্ট কর্তৃপক্ষ সেসব নথিপত্র সংগ্রহ করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা আবার আপনার
হাতে তুলে দেবে।
# তথ্য অনুসন্ধানঃ আপনার হিসাব বা একাউন্টের তথ্য যেমন, অর্থের পরিমান, হিসাব বিবরণী
ইত্যাদি আপনি আপনার নিকটস্থ এজেন্ট কেন্দ্র থেকে জেনে নিতে পারবেন।

# চেকবই ও ডেবিট কার্ডঃ আপনার একাউন্টের বিপরীতে ইসলামী ব্যাংকের এজেন্ট থেকে খুব
সহজেই চেকবই এবং ডেবিট কার্ড গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনি এজেন্ট থেকে ক্লিয়ারিং
চেকও গ্রহণ করতে পারবেন।

# POS সেবা: এজেন্ট সেন্টার থেকে আপনি খুব সহজেই POS এর মাধ্যমে টাকা উত্তোলন
করতে পারবেন।

# বিনিয়োগ সেবাঃ বিনিয়োগ এর জন্য আবেদন এবং বিতরণকৃত বিনিয়োগের কিস্তি এজেন্টের
মাধ্যমে পরিশোধ করতে পারেন।

# বিল পরিশোধঃ ইসলামী ব্যাংক এজেন্ট কেন্দ্রের মাধ্যমে কোন রকম ঝামেলা ছাড়াই আপনার
বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন ।

# এছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ধরনের ব্যাংকিং সেবা আপনি ইসলামী ব্যাংক
এজেন্ট এর মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

লেনদেনের সময় গ্রাহকের যেসব বিষয় অবশ্যই লক্ষ্য রাখা উচিতঃ

১. লেনদেনের তথ্য এসএমএস এবং প্রিন্টেড রশিদের মাধ্যমে নিশ্চিত করা।

২. অর্থ উত্তোলনের সময় অবশ্যই আঙ্গুলের ছাপ দিয়ে আপনার লেনদেন নিশ্চিত করা এবং

৩. এজেন্ট অফিসের বাইরে কোনভাবেই ব্যক্তিগত লেনদেন না করা।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আপনাকে দিচ্ছে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সুবিধা। আপনার
প্রয়োজনে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সবসময় আপনার পাশে।

রাত-দিন ২৪ ঘন্টা যে কোন ব্যাংকিং সেবার প্রয়োজনে কল করুন ইসলামী ব্যাংক কন্টাক্ট
সেন্টারের ১৬২৫৯ নম্বরে।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং, আপনার পাশেই!

You might also like