You are on page 1of 7

যে word কোনো noun বা Pronoun -এর দোষ গুন্ অবস্থান পরিমান বা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective

বলে।

Salek is a good boy.

He is dishonest.

There is much water in the pound.

ব্যাখ্যা : উপরের ১ম Sentence টিতে good শব্দটি Salek এর গুন্ প্রকাশ করে। তাই good হলো Adjective।

এখানে দ্বিতীয় Sentence - টিতে dishonest শব্দটি pronoun he -এর দোষ প্রকাশ করে। তাই dishonest হলো
Adjective।

তৃ তীয় Sentence টিতে “much” শব্দটি water noun এর পরিমান বুঝায় । তাই much হলো Adjective।

Uses of Adjective

Adjective -এর ব্যবহার দুই প্রকার।

(a) Attributive use of Adjective : Adjective যখন noun-এর পূর্বে বসে প্রত্যক্ষ ভাবে ঐ noun-কে qualify
করে তখন Adjective-এর সেই ব্যবহারকে Attributive uses of Adjective বলে।
যেমনঃ He is wise man.
ব্যাখ্যা : এখানে wise শব্দটি “Man” noun -এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে এই তার গুন্ প্রকাশ করে। তাই ঐ
Sentence – এ Adjective –এর এই ধরণের ব্যবহারকে Attributive use of Adjective বলে।

(b) Predictive uses of Adjective: Adjective যখন Predictive verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject কে
qualify করে, তখন Sentence – এ Adjective –এর এই ধরণের ব্যবহারকে Predictive uses of
Adjective বলে। যেমনঃ He is wise.
ব্যাখ্যা: এখানে wise শব্দটি “Man” noun -এর পরে বসে পরোক্ষভাবে Subject “he” এই pronoun টির
গুন্ প্রকাশ করে। তাই sentence -এর মধ্যে Adjective -এর এ ধরণের ব্যবহারকে Predictive uses of
Adjective বলে।
Predictive Adjective সাধারণত complement এর রূপে ব্যবহৃত হয়। উপরের sentence -টি হতে আমরা
বুঝতে পারি Adjective -টি Predictive -এর অপরিহার্য অংশ এবং এ Adjective-টি থাকাতে “is” -এ verb এর
অর্থ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য complement ছাড়া verb to be -এর অর্থ সম্পন্ন হয় না।
Note: Predictive Verb বলতে মূলত be verb গুলিকে বুঝায়।

Classes of Adjective

Adjective প্রধানতঃ চার প্রকার।


(A) Descriptive Adjective বা Adjective of Quality.
(B) Quantitative Adjective বা Adjective of Quantity
(C) Numeral Adjective বা Adjective of Number
(D)Pronominal Adjective
(A) Adjective of Quality: যে Adjective ব্যাক্তি বা বস্তুর গুন্, দোষ বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective
of Quality বলে।
He is a rich man.
The boy is disobedient.
ব্যাখ্যা: উপরের প্রথম Sentence টিতে “Rich” শব্দটি সে কেমন তা প্রকাশ করে অর্থাৎ “rich” এখানে –he- এ
ব্যাক্তিটির অবস্থা প্রকাশ করে। তাই “rich” হলো Adjective of Quality ।

অনুরূপভাবে disobedient শব্দটি The boy কেমন তা প্রকাশ করে অর্থাৎ disobedient এখানে The boy -এ
noun টির দোষ প্রকাশ করে। তাই disobedient হলো Adjective of Quality ।

(B) Adjective of Quantity : যে Adjective কোনো noun -এর পরিমান নির্দে শ করে তাকে Adjective
of Quantity বা Quantitative Adjective বলে। much, little , some, any, no বা none,
enough বা sufficient , all বা whole, half ইত্যাদি এ শ্রেণীর adjective হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। এ
জাতীয় adjective কি পরিমান প্রশ্নের উত্তর দেয়। Adjective of Quantity সাধারণত material ও
abstract noun এর পূর্বে বসে।
The man has much money.
Give me a little water.
I want some rice.
ব্যাখ্যা: উপরের Sentence গুলিতে much, a little ও some-এই শব্দ গুলো যথাক্রমে money, water ও
rice এই noun গুলির পরিমান নির্দে শ করে তাই তারা Adjective of Quantity ।
Note: (i) No, Noun - -এর পূর্বে বসে কিন্তু -টি যদি অনুক্ত (Understood) থাকে তখন none ব্যবহৃত হয়।
Have you any apple?
No, I have none.
Numeral Adjective
যে Adjective কোনো noun -এর সংখ্যা , ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায় বা noun-টি কতবার আছে তা প্রকাশ
করে , তাকে Adjective of number বা Numeral Adjective বলে ।
He has five pens.
January is the first month of the year.
উপরের প্রথম Sentence টিতে five এই Adjective টি pen noun -টির সংখ্যা, দ্বিতীয় Sentence এ first
এই adjective টি month noun টির ক্রমানুসারে স্থান বা পর্যায়(order) এর প্রকাশ করে। তাই five ও first
এ Adjective –গুলি Adjective of Number বা Numeral Adjective ।
Numeral Adjective তিন প্রকার:
1. Cardinal
2. Ordinal
3. Multiplicative
Cardinal Numeral Adjective : one two, three, ইত্যাদি যে সকল Adjective দ্বারা কোনো noun এর
নির্দি ষ্ট সংখ্যা বুঝায় তাকে Cardinal Numeral Adjective বলে। যেমনঃ
One, Two, Three, Four, Five, Six,… Ten
Ordinal Numeral Adjective: First, Second, Third ইত্যাদি যে সকল Adjective দ্বারা কোনো noun
–এর ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায় তাকে Ordinal Numeral Adjective বলে। যেমনঃ
Multiplicative Numeral Adjective : Single, Double, Triple ইত্যাদি যে সকল Adjective দ্বারা
কোনো একটি noun কতবার রয়েছে বুঝায় তাকে Multiplicative Numeral Adjective বলে।

Cardinal Ordinal Multiplicative


One First Single
Two Second Double, Twofold
Three Third Triple, Threefold
Four Fourth Quadruple, Fourfold
Five Fifth Fivefold

Cardinal, Ordinal, Multiplicative -Numeral Adjective গুলো দিয়ে নির্দি ষ্ট সংখ্যা বুঝায় বলে এগুলোকে
Definitive Numeral Adjective বলা হয়।
Numeral Adjective যখন কোনো নির্দি ষ্ট সংখ্যা না বুঝিয়ে সংখ্যা সম্পর্কে শুধু আভাষ প্রদান করে তখন তাকে
indefinite Numeral Adjective বলে।
All, some, enough, no, or, none, few, several, sundry ইত্যাদি Indefinite Numeral
Adjective হিসেবে ব্যবহৃত হয়। যেমনঃ
All men must submit to destiny.
Some students were making a nose.
ব্যাখ্যা: All ও some - এ Adjective দুটো কোনো নির্দি ষ্ট সংখ্যা না বুঝিয়ে সংখ্যা সম্পর্কে শুধু আভাষ প্রদান
করে তাই এরা Indefinite Numeral Adjective ।
Some, about, nearly ইত্যাদি Definitive Numeral Adjective এর পূর্বে বসে Indefinite
Numeral Adjective গঠণ করা যায় ।
Some ten boys were playing in the field.
ব্যাখ্যা: উপরের Sentence টিতে “ten” শব্দটি Definitive Numeral Adjective. এর পূর্বে some বসায়
এর অর্থ আর নির্দি ষ্ট থাকছে না। তখন “some ten” দিয়ে আনুমানিক দশজন বালক বুঝায় তাই ten এখানে
Indefinite Numeral Adjective ।
Some, enough, all - এ Adjective গুলো যখন Numeral হয় তখন তাদের পর Plural Common
noun ব্যবহৃত হয়। no বা none এর পর singular এবং plural উভয় common noun
(Singular/Plural) ব্যবহৃত হয় ।
Some boys were playing.
No girl was present in the class.
No girls were present in the class.
Note : কিছু Adjective quantitative ও numeral উভয়রূপে ব্যবহৃত হতে পারে। Adjective গুলো যখন
Countable noun এর পূর্বে বসে তখন সেগুলো Numeral এবং Uncountable noun -এর পূর্বে বসলে
quantitative হয় ।

Quantitative Numeral
He has enough wealth He has eaten enough apples.
I have some rice. I have sold some goats.
He lost all his mental peach. All men must submit to destiny.

Pronominal
Adjective

Pronominal Adjective : কোনো Pronoun যখন noun -এর পূর্বে বসে adjective -এর কার্য সম্পাদন করে
তখন তাকে Pronominal Adjective বলে। যেমনঃ
This is his toy.
Every man should respect the learned.
Which pen have you bought?
This boy is brilliant.
ব্যাখ্যা: উপরের Sentence গুলিতে his, every, which ও this -এই Adjective গুলো যথাক্রমে toy,
man, pen ও rice এই noun গুলির নির্দে শ পূর্বে বসে Adjective এর কাজ সম্পন্ন করছে তাই তারা
Pronominal Adjective ।
Pronominal Adjective প্রধানত চার প্রকার

Demonstrative Interrogative Distributive Possessive

a] Demonstrative Adjective: Demonstrative pronoun যখন কোনো noun এর পূর্বে বসে


Adjective এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Demonstrative Adjective বলে। যেমনঃ
This boy is honest.
That pen is new.
These horse are very strong.
Those boys are playing.
b] Interrogative Adjective: Interrogative pronoun যখন কোনো noun এর পূর্বে বসে Adjective
এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Interrogative Adjective বলে। যেমনঃ
What fruit do you like?
Whose pen have you taken?
বিঃ দ্রঃ Who এবং Whom Interrogative pronoun হওয়া সত্ত্বেও Interrogative Adjective হিসেবে
ব্যবহৃত হয় না। কারণ Who এবং Whom এর পর কোনো Noun বসে না।
Distributive Adjective: Distributive Pronoun যখন কোনো noun এর পূর্বে বসে Adjective এর
ন্যায় তাকে Qualify করে তখন তাকে Distributive Adjective বলে। যেমনঃ
Each boy has a pen.
Every man must die.
You can go either way of two (one way or the other)
I shall support neither party (one of two parties)
Each, every, either, neither এ চারটি Distributive Adjective রূপে ব্যবহৃত হয়।
Each: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক ভাবে বুঝায়।
The student have each a book. এটা pronoun হিসেবেও ব্যবহৃত হয়।
Each of the books will do.
Every: দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে বাদ না দিয়ে প্রত্যেককে বুঝায়। এটা pronoun হিসেবে ব্যবহৃত হয়
না।
Every boy in the college was present in the party.
Incorrect: Every of the books will do.
Correct: Every books will do.
Either: ইহার অর্থ (i) দুটির একটি বা (ii) দুটির প্রত্যেকটি
You can take either way. (one way or the other)
There are shops on either side of the road. (one both sides)
Neither: ইহার অর্থ দুটির একটিও না ।
I shall support neither party.( none of two parties)
Note: and দ্বারা যুক্ত দুটি noun এর পূর্বে each বা no থাকলে তাদের পরবর্তী verb-টি plural না হয়ে
Singular হয়।
Incorrect: Each daughter and each son have separate cars.
Correct: Each daughter and each son has separate cars.
Possessive Adjective: possessive pronoun (my, our, your, their, his, her, its) যখন কোনো
noun এর পূর্বে বসে Adjective এর ন্যায় কার্য সম্পাদন করে তখন তাকে Possessive Adjective বলে।
This is your school.
That is my pen.
ব্যাখ্যা: এখানে your এবং my এই possessive pronoun দুটি school এবং pen –এ noun দুটির পূর্বে
বসে তাহাদিগকে নির্দি ষ্ট করে এবং সে সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে। তাই তারা Possessive Adjective.
নিচের ছকের সাহায্যে possessive pronoun এবং possessive Adjective এ পার্থক্য দেখানো হলো।
Possessive Pronoun Possessive Adjective
This pen is mine. This is my pen
This school is ours. This is ours school.
Which book is yours? Which is your books?

Some Other Adjective


1. Proper Adjective: Proper noun হতে যে Adjective গঠিত হয় তাকে Proper Adjective
বলে।
এটা Adjective of quality হিসেবে গণ্য হয়। যেহেতু Proper noun হতে Proper Adjective এ উৎপত্তি ,
তাই এর প্রথম অক্ষর Capital হয়।

উল্লেখ্য নির্দি ষ্ট স্থান ও ব্যাক্তির নাম থেকে Proper Adjective গঠিত হয়।

Proper noun Proper Adjective


Itali Italian
Bangladesh Bangladeshi
India Indian

I like Shakespearean dramas.


Japanese Children are very jolly.
ব্যাখ্যা: উপরের Sentence গুলিতে Shakespearean এবং Japanese -এই Adjective গুলো যথাক্রমে
Shakespeare এবং Japan Proper noun থেকে গঠিত হয়. তাই তারা Proper Adjective ।
2. Relative Adjective: Relative Pronoun যখন Adjective -এর ন্যায় কাজ করে তখন তাকে
Relative Adjective বলে। That, Which, what ইত্যাদি Relative Adjective
Ask him which book he needs.
ব্যাখ্যা: উপরের Sentence –এ which Relative Pronoun -টি “book” noun এর পূর্বে বসে
Adjective এর ন্যায় কার্য সম্পন্ন করে। তাই “Which” হচ্ছে Relative Adjective । উল্লেখ্য Relative
Adjective, Noun -এর পূর্বে বসে এবং Relative Pronoun, noun -এর পর বসে।
3. Exclamatory Adjective : What যখন Adjective-এর কার্য সম্পন্ন করে এবং বিস্ময় প্রকাশ করে
তখন তাকে Exclamatory Adjective বলে।
What a mistake!
What inhumanity is this!
4. Emphasizing Adjective : অনেক সময় জোর দিয়ে বোঝানোর জন্য own ও very হিসেবে
Emphasizing Adjective ব্যবহৃত হয়।
I saw the accident with my own eyes.
This is the very pen which I want.
5. Compound Adjective: He has completed a three- year degree course.
Note:
(i) অধিকাংশ Adjective -ই Attributively ও predicatively - এ দু ভাবে ব্যবহৃত হয়। কিন্তু
alone, alive, ashamed , asleep, afraid, awake, aware ইত্যাদি adjective
গুলো শুধু predicatively ব্যবহৃত হয়।
He is not afraid of anybody.

(ii) Participle Adjective -এর Attributively ও predicatively - এ দু ধরণের ব্যবহার হয়।


The journey was interesting.( Attributive use)
It should an interesting journey. (predicative use)
We should drink boiled water. (predicative use)
The water is boiled.( Attributive)

Position of Adjective
Attributive Adjective যে noun কে qualify করে ঠিক তার পূর্বে বসে।
He is a learned man.
ব্যতিক্রম: নিম্নলিখিত ক্ষেত্রে Adjective যে noun -কে qualify করে তার পরে বসে।
(i) একের অধিক Adjective একটি মাত্র noun- কে qualify করলে :
Students, rich and poor, dull and bright should be treated equally.
(ii) Adjective দ্বারা উপাধি বুঝলে।
Omar the great was a just ruler.
(iii)Adjective phrase দ্বারা সংখ্যা বা পরিমান বুঝলে।
Jerry was an orphan of twelve years old.

Find out Adjective in the following sentences

You might also like