You are on page 1of 2

মুখের লোম দূর করার প্রাকৃতিক উপায়

অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃ তিক উপাদান।

রূপচর্চ া-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অবাঞ্ছিত লোম তু লতে ভারতীয় রূপ-
বিশেষজ্ঞ সামাইরা সন্ধু র দেওয়া পরামর্শগুলো এখানে দেওয়া হল।

ওয়াক্স করা: লেবু ও চিনি এক সঙ্গে ফু টিয়ে নিয়ে ঠাণ্ডা করে ঘরেই ওয়াক্স বানানো যায়। তবে
ভালো মতো খেয়াল করতে হবে যেন এতে কোনো দানা না থাকে।

এরপর ওয়াক্সটি লোমের দিক অনুযায়ী লাগিয়ে একটা কাপড়ের সাহায্যে চাপ প্রয়োগ করে টান দিয়ে
ওঠাতে হবে।

হলুদ ও দুধের মিশ্রণ: এক ভাগ দুধ ও তিন ভাগ হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাক মুখে মেখে
শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর লোম আছে এমন স্থান যেমন- ঠোঁটের উপরের অংশ
আলতোভাবে মালিশ করে লোম তু লে ফেলুন। নিয়মিত ব্যবহারে প্রাকৃ তিকভাবে অবাঞ্ছিত লোম দূর
হবে।  
দই ও বেসন: দই ও বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে মেখে
শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর লোম আছে এমন অংশে হালকাভাবে ঘষে লোম তু লে নিন।
পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস।
সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টু ডিও।

You might also like