You are on page 1of 3

সাবধান !! সতর্ক থাকুন !!

হাত ধুতে হবে কখন?

# রোগী স্পর্শ করার পূর্বে

# রোগী স্পর্শ করার পরে

# IV injection, cannula, catheter লাগানোর পূর্বে

# রোগীর থুতু, লালা, কফের সংস্পর্শে আসলে

# রোগীর জিনিসপত্র বা রোগী ব্যাবহার করছে এমন জিনিস ধরলে (


বিছানা, চাদর , বালিশ ) বা রোগী স্পর্শ করেছে এমন কোন কিছু ধরলে

# Gloves পরার পূর্বে ও খোলার পরে

সাবান পানি বা hand sanitizer ব্যাবহার করুন .


20-30 সেকেন্ড ধরে হাত ধুবেন. হাত ধোয়ার সঠিক নিয়ম মেনে ধুবেন
, যেমন খুশি ধোয়া যাবে না।

হাতে আংটি, চু ড়ি , ঘড়ি পরবেন না । ডিউটির পূর্বে আলাদা স্থানে খুলে


রাখুন।

Reference; National Guideline for Health Care Provider On Infection Prevention and Control of
COVID 19 pandemic in Healthcare Setting.
Courtesy: Rangamati Medical College.
করোনা রোগীর বর্জ ্য সংরক্ষণ ও অপসারন

নির্দি ষ্ট বর্জ ্য নির্দি ষ্ট রং এর বিনে রাখবেন

1. ধাতব ধারালো বর্জ ্য – লাল বিনে


2. তরল বর্জ ্য (রোগীর বমি, রক্ত, থুতু, কফ) – নীল বিনে
3. প্লাস্টিক – সবুজ বিনে
4. সাধারন বর্জ ্য (কাগজ , প্যাকেট, রোগীর বেঁচে যাওয়া
খাবার ) – কালো বিনে

Reference; National Guideline for Health Care Provider On Infection Prevention and Control of
COVID 19 pandemic in Healthcare Setting.
Courtesy: Rangamati Medical College.
জীবাণু নাশক দ্রবন (Spill kit)
এটা ব্লিচিং পাওডার দিয়ে তৈরি করতে হবে । এক লিটার পানিতে দুই চা চামচ ব্লিচিং পাওডার দিয়ে এই
দ্রবন তৈরি করতে হবে । প্রতি দিন নতু ন করে তৈরি করতে হবে । তৈরির সময় gloves পরবেন না হলে
হাতে ঘা হবে।

ওয়ার্ড পরিস্কারের নিয়ম

রুটিন (প্রতিদিন পরিস্কারের নিয়ম) :

# কখনো ঝাড়ু দিয়ে মেঝে পরিস্কার করবেন না।

# কাপড় বা ঐ ধরনের কিছু দিয়ে জিনিস ঝারবেন না

# জিবানু নাশক দ্রবন দিয়ে দিনে কমপক্ষে দুইবার এবং কোন ভাবে রোগীর কোন
তরল দ্বারা ময়লা হলে সাথে সাথে মেঝে পরিস্কার করতে হবে ।

# যে জিনিস বেশি ধরা হয় যেমন দরজার হাতল, চেয়ার এর হাতল, বেসিন,


টইলেটের দেয়াল দিনে ৩/৪ বার মুছতে হবে ।

জরুরী ভিত্তিতে পরিস্কার ( Emergency) :


লালা, কফ, বমি, রক্ত ফ্লোরে বা কোন জায়গা যেমন চেয়ার টেবিল এ যদি হটাত
পরে তাতে দ্রবন ঢেলে কাগজ দিয়ে ঢেকে দিন এবং ১৫-৩০ মিনিট অপেক্ষা
করুন। এর পর বিনে সরিয়ে নিন। এই কাজ দেরি করবেন না , সাথে সাথে
পরিস্কার করুন। এই ময়লা সরানোর পরে মেঝে swab / mopping করুন ।

সকল ময়লা পুড়িয়ে ফেলতে হবে ।

Reference; National Guideline for Health Care Provider On Infection Prevention and Control of
COVID 19 pandemic in Healthcare Setting.
Courtesy: Rangamati Medical College.

You might also like