You are on page 1of 1

#তামাদি আইন, ১৯০৮ এর ধারা ৬,৭,৮ এর প্রায়োগ নিয়ে আইনের শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন দেখা যায়। এই তিন ধারার

প্রয়োগ নিয়ে বিভিন্ন গাইড বইতেও ভু ল দেখা যায়। আজকে এই তিন ধারার প্রায়োগিক ব্যাখ্যা সূত্র ও উদাহরণ সহকারে ব্যাখ্যা
করার চেষ্টা করছি।

#যদি মূল মামলা দায়েরের তামাদি ৩ বছরের কম হয়, তাহলে বৈধ অপারগতা শেষ হওয়ার পর বাদী মামলা দায়েরের জন্য মূল
তামাদি সময় পাবে।

যেমন- ধরুন একজন ১ জন ১২ বছরের নাবালক জমি থেকে বেদখল হলে সাবালক হবার পর যদি সুনির্দি ষ্ট প্রতিকার
আইনের ধারা-৯ এর অধীনে মামলা করতে চায় তাহলে সে ৬ মাস সময় পাবে।

#যদি মূল মামলা দায়েরের তামাদি ৩ বছর বা তার বেশি হয় এবং বৈধ অপারগতা শেষ হবার পর সাধারণভাবে মামলা দায়েরের
কোন সময় থাকে না অথবা ৩ বছরের কম থাকে তাহলে বাদী মামলা দায়ের করার জন্য ৩ বছর সময় পাবে।

যেমন: একজন ব্যক্তি উন্মাদ থাকাকালে জমি থেকে বেদখল হল। বেদখল হবার পর সে ২০ বছর উন্মাদ থাকার পর সুস্থ
হয়। সে যদি সুনির্দি ষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তাহলে ৩ বছরের মধ্যে মামলা
দায়ের করতে হবে।

#যদি মূল মামলা দায়েরের তামাদি ৩ বছর বা তার বেশি হয় এবং বৈধ অপারগতা শেষ হবার পর সাধারণভাবে মামলা দায়েরের
সময় ৩ বছরের বেশি থাকে তাহলে বাদী মামলা দায়ের করার জন্য যে সময় সাধারণভাবে অবশিষ্ট আছে তাই পাবে।

যেমন: একজন ব্যক্তি উন্মাদ থাকাকালে জমি থেকে বেদখল হল। বেদখল হবার পর সে ২ বছর উন্মাদ থাকার পর সুস্থ হয়।
সে যদি সুনির্দি ষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে চায় তাহলে ১০ বছরের মধ্যে মামলা দায়ের
করতে হবে।

# নিচের চার্ট টি লক্ষ্য করলে উপরের সূত্রগুলো আরও পরিস্কার হয়ে যাবে।

You might also like