You are on page 1of 21

বিগত ১০ম থেকে ৪০তম বিসিএস এর সকল Synonym এবং Antonym একসাথে দেয়া হলো :

Appall (মর্মাহত করা/আতঙ্কিত করা) --- dismay

(আতংকিত করা) [৪০তম]

Franchise (ভোটাধিকার) ---- privilege (নাগরিক অধিকার) [৩৮তম]

Appended (যোগ করা) ---- joined (যোগ করা) [৩৭তম বিসিএস]

Alluring (লোভনীয়)---- tempting (প্রলুব্ধকর) [৩৭তম]

proviso (শর্ত ) ----Stipulation (শর্ত ) [৩৭তম]

venerate (সম্মান করা) ---- Respect (সম্মান করা) [৩৬তম]

Initiative (উদ্যোগ)---- enterprise (উদ্যোগ) [৩৫তম]

Exponentialy (দ্রুতগতিতে) ----- Rapidly (দ্রুতগতিতে) [৩৫তম]

periphery (শেষ সীমানা, প্রান্ত) ---- Marginal areas (প্রান্তিক এলাকাসমূহ) [৩৫তম]

Authoritarian (স্বৈরশাসক) ---- Autocratic (স্বৈরাচারী)[৩১তম]

permissive (স্বাধীনচেতা) ---- liberal (উদার) [৩২তম]

Succumb (দাখিল করা) ---- submit (দাখিল করা) [৩৩তম]

Extempore (পূর্বপ্রস্তুতিহীন) ----- Impromptu (পূর্বপ্রস্তুতিহীন)[৩২তম]

Menacing (ভীতিকর) ---- Alarming (ভীতিকর) [৩২তম]

Courteous (ভদ্র) ---- gracious (ভদ্র) [৩২তম]

Sporadic (বিক্ষিপ্ত) ---- Scattered (বিক্ষিপ্ত) [৩১তম]

Omnipotent (সর্বশক্তিমান) ---- Supreme (সর্বশক্তিমান) [৩১তম]

Room ---- Space [৩১তম]

Condemn (নিন্দা করা) ---- Denounce (নিন্দা করা) [৩১তম]

Improvement (অগ্রগতি ) ---- Betterment (উন্নয়ন)/advancement (অগ্রগতি) [৩১তম]

pragmatic (প্রায়োগিক) ------ practical (প্রায়োগিক) [২৯তম]


precedence (অগ্রাধিকার) ----- priority (অগ্রাধিকার) [২৯তম]

Disinterested (নিরপেক্ষ ) ---- Neutral (নিরপেক্ষ)[২৯তম]

Bounty (মহত্ব) ---- generosity (মহত্ব) [২৭তম]

Obese (বেশ মোটা) ---- very fat (খুব মোটা) [২৭তম]

Magnanimous (মহানুভব) ---- generous (মহানুভব)[২৬তম]

Obdurate (অবাধ্য) ---- Stubborn (অবাধ্য) [২৪তম]

Gullibe (বিশ্বাস প্রবণ) ---- willing to believe anyone (অনায়াসে কোন কিছু তে বিশ্বাস করা) [বাতিলকৃ ত ২৪তম]

Viable (অর্থ করার যোগ্য) ---- that can be done [২৪তম বাতিলকৃ ত]

Handy (উপকারী) ---- Useful (উপকারী) [২৪তম বাতিলকৃ ত]

Resentment (রাগ) ----- indignation (ক্রোধ)[২৩তম]

Cohesive (দৃঢ়ভাব লেগে থাকে এমন) ---- Stick together (লেগে থাকা) [২০তম]

Infringe (ভঙ্গ করা) ---- Transgress (ভঙ্গ করা)[১৮তম]

Brochure (ব্রোশার, ছোট পুস্তিকা) ------ pamphlet (ছোট পুস্তিকা)[১৮তম]

Equivocal (অস্পষ্ট) ---- Mistaken (ভ্রান্ত) [১৮তম]

Illusive (অলীক/অবাস্তব) ----- Not certain (অনিশ্চিত) [১৮তম]

Efface (মুছে ফেলা) ---- Rub out (মুছে ফেলা) [১৭তম]

Intellectual (বুদ্ধিজীবী) ----- intelligent (মেধাবী) [১৬তম]

Intrepid (সাহসী) ---- fearless (নির্ভীক) [১৫তম]

Bootleg (চোরাচালান করা) ---- Smuggle (চোরাচালান করা) [১৫তম]

Incredible (অবিশ্বাস্য) ---- Unbelievable (অবিশ্বাস্য)[১৫তম]

scuttle (পরিত্যাগ করা) --- Abandon (পরিত্যাগ করা) [১৩ত্যাগ]

belated (ধীরগতিসম্পন্ন) ---- tardy (ধীরগতিতে চলে এমন )[১৩তম]

Sequences (অনুক্রম) ---- to follow (অনুসরণ করা) [১৩তম]


Competent (সক্ষম) ---- capable (সক্ষম) [১০তম]

Jovial (আমুদে) ---- Jolly (আমুদে)/Gay (হাসিখুসি) [১০তম]

Incite (খেপানো) ----- Instigate (খেপানো) [১১তম]

Delude (প্রতারিত করা) ---- Deceive (প্রতারণা করা) [১২তম]

euphemism (সুভাষণ) - inoffensive expression (কোমল অভিব্যক্তি) [১৩তম, ৩৮তম]

...

# Antonyms

Dearth (স্বল্পতা, অভাব)-----Abundance (প্রাচু র্য)

..................

Frugal (মিতব্যয়ী) ---- Extravagant (অপব্যয়ী, উড়নচণ্ডী) [৩৮তম]

Honorary (অবৈতনিক) ---- Salaried (বেতনভু ক্ত) [১১তম]

Gentle (ভদ্র) ---- Rude (অভদ্র) [১১তম]

Supercilious (অহংকারী) ----- affable (বিনয়ী, ভদ্র, অমায়িক) [১৪তম]

Indifference (ইনডিফ্রেন্স, অনীহা) ---- ardour (উৎসাহ)

Sluggish(ধীরুজ) ---- Animated (প্রাণবন্ত) [১৭তম]

Inimical (শত্রুভাবাপন্ন) ---- Friendly (বন্ধুভাবাপন্ন)[১৭তম]

Recacitrant (অবাধ্য) ---- Compliant (বাধ্য) [২৪তম]

Liability (দায়) ---- assets (সম্পদ) [৩১তম]

Hate (ঘৃণা করা) ---- Admire (প্রশংসা করা) [৩১তম]

Repeal (বাতিল করা) ---- Enact (আইনে পরিণত করা) [৩১তম]

Equity (ন্যায়পরায়ণতা) ---- Bias (পক্ষপাতিত্ব) [৩১তম]

Oblige (বাধ্য করা) ---- Bother (বিরক্ত করা) [৩২তম]

Cynical (নৈরাশ্যবাদী) ---- Gullible (অতিবিশ্বাস প্রবণ) [৩২তম]

Initiative (উদ্যোগ) ---- apathy (অনীহা)/


indolence (নিস্ক্রিয়তা)[৩৬তম]

transitory (ক্ষণস্থায়ী) ---- permanent (স্থায়ী) [৩৬তম]

Hibernate (নিষ্ক্রিয় অবস্থায় থাকা) ---- livenliness (কর্মতৎপরতা, প্রাণবন্ততা)

Correct spelling :

1) Achievement (2018,2013,2012,2010)

2) Accelerate (2018,12, 14)

3) Assessment(2010,14)

4) Adulteration (2018,09,13)

5) Acquiescence (2013)

6) Acclamation (2013)

7) Accessible (2005,10,11,13)

8) Agreeable (2012)

9) Agriculture (2012)

10) Ascertain (2012)

11) Accession (2011)

12) Acquaintance (2010)

13) Assignment (2010)

14) Alleviation (2010)

15) Absorb (2010)

16) Accommodation (2007)

17) Bouquet (2006,09,10,15)

18) Bureaucrat (2012,13,15)


19) Brochure (2012)

20) Believable. (2010)

21) Barrier (2010)

22) Belligerent (2009)

23) Committee (2010,15)

24) Catastrophe (09,13,14)

25) Conqueror (09,1314)

26) Collaboration (06,10,11,12 13)

27) Connoisseur (09,13)

28) Commission (08,11,12,13)

29) Contiguous (08,12)

30) Commemorate (2012)

31) Commentary (06, 07,11)

32) Conscientious (2010)

33) Ceiling (2010)

34) Constellation (08,10)

35) Chrysanthemum (2009)

36) Conspicuous (2008)

37) Conquer (2002)

38) Counsil (1990)

39) Diarrhoea (2001,2018)

40) Dysentery (06,08,10,11,14)


41) Exaggerate (2014)

42) Embarrassment (2012,13)

43) Exhilaration ( 2008,10,13)

44) Encyclopedia/Encyclopaedia (2009,11,13)

45) Efflorescence (2008,13)

46) Explanation (2012)

47) Elementary (2010)

48) Exemplary (2009,10)

49) Education (1997)

50) Foreigner (2009,10)

51) Grievance (2008,09,10,12,13)

52) Forfeit (2008,09)

53) Guillotine (2013)

54) Grammatic (2011)

55) Humorous (2018,2013,2012)

56) Heterogeneous (06,09,13)

57) Incandescent.( 2009,13)

58) Indispensable (2011)

59) Jewellery (2010,12,13)

60) Kaleidoscope (2009,13)

61) Lieutenant (06)

62) Misspell (2013)

63) Missionary (09,13)


64) Moustache/mustache ( 2009,13)

65)Psychology (09,11,12)

66) Magnanimous (2010)

67) Occasion (08,09,10,11)

68) Possession (10,12)

69) passenger (2010)

70) professional (2010)

71) personnel ( 2007)

72) Sovereignty (2016 muktijuda kuta)

73) Supersede -(2015)

74) Secretariat (2014)

75) Surveillance (09,13)

76) Sabotage (2013)

77) Satellite (09,10)

78) Sedentary (2012)

79) superstitious (09)

79) Tsunami (2015)

80)Tuition (1995)

১৩১ টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং মনে রাখার কৌশল...!!!

1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তু মি দশ পিপড়া।

2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।

3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার
উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।

5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।

6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তু মি! ছি জাতি।

7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।

8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তু মি cracy.

9. Restaurant ➫ রেস্টু রেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তু মি আর পিপড়া।

10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।

11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।

12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষু দ্র
কক্ষ)।

কিছু প্রয়োজনীয় ইংরেজি বানানঃ

1) ☆ Accommodation(বাসস্থান)

2) ☆ Brilliant(মেধাবী)

3) ☆ Bulletin(বুলেটিন)

4) ☆ Burglar(চোর)

5) ☆ Challenge(চ্যালেন্জ)

6) ☆ Cigarette(সিগরেট)

7) ☆ Colonel(কর্নেল)

8) ☆ Commission(কমিশন)

9) ☆ Committee(কমিটি)

10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা)

11) ☆ Leisure(অবসর)

12) ☆ Maintenance(ভরণপোষণ)

13) ☆ Millennium(সহস্রাব্দ)
14) ☆ Misspell(ভু ল বানান করা)

15) ☆ Questionnaire(প্রশ্নমালা)

কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভু ল করি…….

16) Aberration ➫ বিপদগামিতা/

নীতিভ্রংশ

17) Accessory ➫ অপরাধের সহযোগী

18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই

19) Amateur ➫ শৌখিন/অপেশাদার

20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার

21) Anaemia ➫ রক্তাল্পতা

22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন

23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান

24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ

25) Assassin ➫ গুপ্তঘাতক

26) Avaricious ➫ লোলুপ/লোভী

27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা

28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক

29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ

30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য

31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান

32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল

33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান

34) Commencement ➫ সূচনা/আরম্ভ


35) Commodity ➫ পণ্যদ্রব্য

36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী

37) Contemporaneous ➫ সমকালীন/

সমসাময়িক

38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়

39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা

40) Counterfeit ➫ জাল/নকল

41) Curriculum ➫ পাঠ্যসূচি

42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম

43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন

44) Disciplinarian ➫ কঠোর শাসক

45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম

46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ

47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা

48) Encyclopedia ➫ বিশ্বকোষ/

জ্ঞানকোষ

49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত

50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ

51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার

52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা

53) Factitious ➫ অস্বাভাবিক/কৃ ত্রিম

54) Flicker ➫ মিট মিট করা

55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়


56) Grandeur ➫ মহিমা/বিশালতা

57) Gymnasium ➫ শরীরচর্চ া কেন্দ্র

58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক

59) Hippopotamus ➫ জলহস্তী

60) Homogeneous ➫ সমজাতীয়

61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক

62) Humorous ➫ রসিকতাপূর্ণ

63) Hyacinth ➫ কচু রিপানা

64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ

65) Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত

66) Incorrigible ➫ অশোধনীয়/

অপ্রতিকার্য

67) Infinitesimal ➫ অতিক্ষু দ্র/অনীয়ান

68) Inheritance ➫ উত্তরাধিকার

69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা

70) Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ

71) Irresponsible ➫ দায়িত্বহীন/

বেপরোয়া

72) Irreversible ➫ অপরিবর্ত নীয়

73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল

74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র

75) Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন

76) Malediction ➫ অভিশাপ


77) Manoeuvre ➫ কৌশল

78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা

79) Mediterranean ➫ ভূ মধ্যসাগরীয়

80) Mellifluous ➫ সুমধুর/সুললিত

81) Mellifluous ➫ সুমধুর/সুললিত

82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী

83) Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক

84) Millionaire ➫ কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি

85) Monotonous ➫ একঘেয়ে/ বৈচিত্র্যহীন

86) Multifarious ➫ নানাবিধ/বিচিত্র

87) Nauseous ➫ বিতৃ ষ্ণাজনক

88) Omelet ➫ ডিম ভাজা/মামলেট

89) Omission ➫ বর্জ ন/বাতিল

90) Opprobrious ➫ অশোভন

91) Orthodoxy ➫ গোঁড়ামি

92) Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা

93) Palliate ➫ প্রশমন/লাঘব করা

94) Pedagogue ➫ স্কুলশিক্ষক/

পণ্ডিতপ্রবর

95) Peevish ➫ বিরক্তিকর

96) Phthisis ➫ যক্ষ্মারোগ

97) Physique ➫ দৈহিক গঠন

98) Pomegranate ➫ ডালিম


99) Predecessor ➫ পূর্বসূরী

100) Procession ➫ মিছিল/শোভাযাত্রা

101) Prodigious ➫ অতিবৃহৎ

102) Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূ মিকা

103) Pseudonym ➫ ছদ্মনাম

104) Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য

105) Questionnaire ➫ প্রশ্নাবলী

106) Receipt ➫ প্রাপ্তি

107) Recommendation ➫ সুপারিশ/পরামর্শ

108) Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/

মীমাংসা

109) Reconnaissance ➫ তথ্যসংক্রান্ত অভিযান

110) Referendum ➫ গণভোট

111) Regeneration ➫আধ্যাত্মিক পুনর্জ ম্ম/নবজন্মলাভ

112) Reminiscence ➫ স্মৃতিচারণ

113) Rendezvous ➫ মিলনস্থল

114) Rhinoceros ➫ গণ্ডার

115) Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র

116) Scissors ➫ কাঁচি

117) Shaggy ➫ রুক্ষ

#গুরুত্বপূর্ণ ১০০ টি GK

for Upcoming MCQ Exams.

০১. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল - ০৫ বছর।


০২. "বাঙ্গালী " নদীটি যে জেলায় অবস্থিত - বগুড়া।

০৩. নোবেল পুরুষ্কারের প্রচলন শুরু হয় - ১৯০১ সাল থেকে।

০৪. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - মালাক্কা প্রণালি।

০৫. G-7 এর সদস্য দেশ - ০৭ টি ( কানাডা, ইতালি, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য)।

০৬. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কাল - ০৪ বছর।

০৭. দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন - মিরসরাই, চট্টগ্রাম (প্রস্তাবিত)।

০৮. "তত্ত্বাবধায়ক সরকার" ব্যবস্থা বিলুপ্ত হয় - ১৫ তম সংশোধনীতে।

০৯. "World Bank" এর অফিসিয়াল নাম - IBRD.

১০. কমনওয়েলথ এর বর্ত মান সদস্য - ৫৩ টি।

১১. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে - ৮ম।

১২. বিশ্বের যে দেশে সর্বপ্রথম FM RADIO চালু হয় - USA.

১৩. দেশের ১ম "উপজেলা অ্যাপস" চালু হয় - খাগড়াছড়িতে।

১৪. দেশের ৫৯তম তফসিলভু ক্ত ব্যাংক - Police Community Bank.

১৫. পোশাক ও বস্ত্র রপ্তানীতে বাংলাদেশ - ২য়; আমদানীতে - ৪র্থ।

১৬. SDG এর মেয়াদকাল - ২০১৬-২০৩০ (১৫ বছর).

১৭. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম - Mass Rapid Transit.

১৮. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল - " প্লাস্টিক দূষণকে পরাজিত করি "।

১৯. " Road Transport Act-2018" অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে হত্যাকান্ড সংঘটিত হলে সর্বোচ্চ শাস্তি - ০৫
বছরের জেল।

২০. বাংলাদেশের নতু ন মার্কি ন রাষ্ট্রদূত হচ্ছেন - আর্ল রবার্ট মিলার।

##(দেশের ১ম সারির একটি কোচিংয়ের সাম্প্রতিক বিষয়ের উপর নেয়া ৮০ টি MCQ এর সঠিক সমাধান।

শুধুমাত্র জ্ঞান অর্জ নের উদ্দেশ্যই গ্রুপে দেয়া হলো।কর্তৃ পক্ষের নিকট অনুমতি না নিতে পারায় আন্তরিকভাবে দুঃখিত।)

২১. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে - কৃ ষি খাতে।

২২. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে - ইরাকে।


২৩. ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত - ম্যাকমোহন লাইন।

২৪. লুভর জাদুঘর - প্যারিসে।

২৫. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন - অটোভন বিসমার্ক ।

২৬. কসোভোর রাজধানী - প্রিস্টিনা।

২৭. বলকান রাষ্ট্র বলতে বোঝায় - দক্ষিণপূর্ব ইউরোপ।

২৮. জুলু উপজাতিরা বাস করে - দক্ষিণ আফ্রিকায়।

২৯. "I have a dream" উক্তিটি - মার্টি ন লুথার কিংয়ের।

৩০. বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ - চীন।

৩১. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চু ক্তি - NPT.

৩২. "নাইন- ড্যাস- লাইন" কোন দেশের সাথে সম্পৃক্ত - চীন।

৩৩. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।

৩৪. আফ্রিকার যে দেশে চীনের সামরিক ঘাটি রয়েছে - জিবুতি।

৩৫. কোন চু ক্তির মাধ্যমে ১ম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে - ভার্সাই চু ক্তি।

৩৬. " সিয়াচেন হিমবাহ " কোথায় - কাশ্মীর।

৩৭. "ANZUS" যে ধরনের জোট - সামরিক।

৩৮. উত্তর কোরিয়ার নেতা, কিম জন উনের রাজনৈতিক দলের নাম - ওয়ার্ক াস পার্টি ।

৩৯. " ট্রু ম্যান ডকট্রিন" যে দেশের বিরুদ্ধে প্রয়োগ করা হয় - রাশিয়া।

৪০. কোন সম্মেলনে কৃ ষি, জলবায়ু ও জেন্ডার ইস্যু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে - COP23.

৪১. সোভিয়েত ইউনিয়ন থেকে যে দেশ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে - এস্তোনিয়া।

৪২. যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের সদস্য সংখ্যা - ৬৫০ জন।

৪৩. মহাত্মা গান্ধী আফ্রিকার কৃ ষ্ণাঙ্গদের নিয়ে যে আন্দোলনের ডাক দেন - সত্যাগ্রহ আন্দোলন।

৪৪. বিশ্বে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - কাতার।

৪৫. "বুর্জ োয়া " শ্রেণী বলতে বুঝায় - পুজিবাদি শ্রেণী।


৪৬. স্থলবেষ্টিত দেশ - লাওস।

৪৭. নেপালের সর্বশেষ রাজা ছিলেন - জ্ঞানেন্দ্র।

৪৮. "বেলফোর" ঘোষণা যে রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত - ইসরায়েল।

৪৯. "পানমুনজাম" হচ্ছে - দুই কোরিয়ার মধ্যেবর্তী একটি গ্রাম।

৫০. " তিয়েনআনমেন" স্কোয়ার অবস্থিত - বেইজিংয়ে।

৫১. ফিলিপাইনের বর্ত মান প্রেসিডেন্টের নাম - রদ্রিগো দুতার্তে ।

৫২. গ্রিনল্যান্ডের মালিকানা যে দেশের - ডেনমার্ক ।

৫৩. ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধ - চীন- ভারতের।

৫৪. ব্লাক ফরেস্ট যে দেশে অবস্থিত - জার্মানি।

৫৫. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের রাজনৈতিক দলের নাম - কনজারভেটিভ পার্টি

৫৬. কাতালন সংকটের সাথে জড়িত - স্পেন।

৫৭. কোন দেশের লিখিত সংবিধান নেই - যুক্তরাজ্য।

৫৮. যে দেশটি Horn of Africa তে অবস্থিত - ইরিত্রিয়া।

৫৯. আলেকজান্দ্রিয়া বন্দর অবস্থিত - মিশরে

৬০. সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে - চীন ও জাপানের।

৬১. "৫ম ড্রাগনের দেশ" বলা হয় - তাইওয়ান কে।

৬২. সুইজারল্যান্ডের প্রাচীন নাম - হেলভেশিয়া।

৬৩. "Champion of the Earth " পুরষ্কার প্রদান করে যে সংস্থা - UNEP.

৬৪. ইন্দোনেশিয়ায় যে দেশের উপনিবেশ ছিল - নেদারল্যান্ডসের

৬৫. ইসরায়েলের আইনসভার নাম - নেসেট।

৬৬. আল আকসা মসজিদ - জেরুজালেমে।

৬৭. আরব বসন্তের সূচনা হয় - তিউনিসিয়ায়।


৬৮. NATO এর বর্ত মান সদস্য - ২৯ টি।

৬৯. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী - কার্বন ডাই অক্সাইড।

৭০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চু ক্তি চালু রয়েছে যে দেশের - থাইল্যান্ড।

৭১. ক্রিমিয়া পূর্বে যে দেশের অংশ ছিল - ইউক্রেন।

৭২. ডোনাল্ড ট্রাম্প - ৪৫তম প্রেসিডেন্ট।

৭৩. ভু টানের মুদ্রা - গুলট্রাম।

৭৪. পুজিবাদের বিপরীত মতাদর্শ - সাম্যবাদ।

৭৫. সর্ববৃহৎ গনতান্ত্রিক দেশ - ভারত।

৭৬. চীনে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে - ১৯৪৯ সালে

৭৭. সমুদ্র সমতল থেকে উচ্চতার হিসেবে সবচেয়ে নিচু দেশ - মালদ্বীপ।

৭৮. যে চু ক্তির ফলে হংকং কে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা করা হয় - নানকিং।

৭৯. দুই ভিয়েতনাম একত্র হয় - ১৯৭৬ সালে।

৮০. কার প্রবর্তি ত মতবাদ ফ্যাসিজম নামে খ্যাত - বেনিতো মুসোলিনি।

৮১. সম্প্রতি ইরানের সাথে পারমাণবিক চু ক্তি থেকে যে দেশটি বেরিয়ে এসেছে - যুক্তরাষ্ট্র।

৮২. ম্যান্ডেলা দিবস - ১৮ জুলাই।

৮৩. ভারতের সেভেন সিস্টার্সের অন্তভূ ক্ত নয় যে রাজ্য - কেরালা।

৮৪. "code nepolion" এর লক্ষ্য - বিচারের সমতা প্রতিষ্ঠা।

৮৫. বাংলাদেশকে স্বীকৃ তিদানকারী ১ম আফ্রিকান দেশ - সেনেগাল।

৮৬. জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল - কার্ট াগেনা প্রটোকল।

৮৭. ইন্টারপোলের সদর দপ্তর - লিও।

৮৮. সনোরা লাইন সীমান্ত - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

৮৯. গুয়ানতানামাবো বন্দিশালা - কিউবায়।

৯০. ডোভার প্রণালী - ফ্রান্স ও ইংল্যান্ডকে পৃথক করেছে।


৯১. ব্লাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী - ভারত।

৯২. AP যে দেশের সংবাদসংস্থা - যুক্তরাষ্ট্র।

৯৩. নুরেমবার্গ আদালত যে যুদ্ধের সাথে সম্পর্কি ত - দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

৯৪. যে দেশ সর্বপ্রথম জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করেছে - যুক্তরাষ্ট্রে।

৯৫. CTBT স্বাক্ষরকারি দেশ - ৩৬ টি।

৯৬. দিনেমার উপজাতিরা বাস করে - ডেনমার্কে ।

৯৭. " Social Contract " বইটির লেখক - রুশো।

৯৮. গ্রিনভেল্ট মুভমেন্ট হচ্ছে - বনায়ন কর্মসূচী।

৯৯. গোল্ড কোস্ট যে দেশের পূর্ব নাম - ঘানা।

১০০. জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ২০২০ সাল থেকে, প্রতি বছর কত বিলিয়ন ডলার সহায়তা প্রদান করার কথা বলা
হয়েছে - ১০০ বিলিয়ন ডলার।

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ

১,রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা।

২,জাহান্নাম হইতে বিদায়;শওকত ওসমান।

৩,ওংকার;আহমদ ছফা।

৪,হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন।

৫,খাঁচায়;রশীদ হায়দার।

কবিতাঃ

১,মুক্তিযোদ্ধা;জসীমউদদীন।

২,দগ্ধগ্রাম;জসীমউদদীন।

৩,বন্দী শিবির থেকে;শামসুর রহমান।

৪,পুত্রদের প্রতি;আবুল হোসেন।


৫,প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল।

নাটকঃ

১,পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক

২,বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ।

৩,নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ।

৪,আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন।

৫,যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম।

স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ

১,ক্রতিদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান।

২,কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা।

৩,রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল।

৪,নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা।

৫,বিদ্রোহী কৈবর্ত ;১৯৬৯;সত্যেন সেন।

চলচ্চিত্রঃ

১,ওরা ১১ জন;চাষী নজরুল ইসলাম।

২,গেরিলা;নাসির উদ্দীন ইউসুফ।

৩,লাল সবুজ;শহীদুল ইসলাম।

৪,আমার দেশের মাটি;অনন্ত হীরা।

৫,প্রত্যাবর্ত ন;মোস্তফা কামাল।

প্রামান্য চিত্রঃ

১,দুঃসময়ের বন্ধু;শাহরিয়ার কবির।


২,১৯৭১;তানভীর মোকাম্মেল।

৩,স্টপ জেনোসাইড;জহির রায়হান।

৪,মুক্তির গান;তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।

৫,লিবারেল ফাইটার্স;আলমগীর কবির।

ছোটগল্পঃ

১,একাত্তরের যীশু;শাহরিয়ার কবির।

২,জন্ম যদি তব বঙ্গে;শওকত ওসমান।

৩,নামহীন গোত্রহীন;হাসান আজিজুল হক।

৪,মিলির হাতে স্টেনগান;আখতারুজ্জামান ইলিয়াস।

৫,বীরাঙ্গনার প্রেম;বিপ্রদাস বড়ুয়া।

স্মৃতিকথাঃ

১,আমি বিজয় দেখেছি;এম আর আখতার মুকুল।

২,একাত্তরের দিনগুলি;জাহানারা ইমাম।

৩,একাত্তরের ডায়েরী;সুফিয়া কামাল।

প্রবন্ধঃ

১,A search for identity;মে.মো.আবদুল জলিল

২,The liberation of Bangladesh;মে.জে,সুখওয়ান্ত সিং।

৩,একাত্তরে ঢাকা;সেলিনা হোসেন।

৪,আমি বীরাঙ্গনা বলছি;ড.নীলিমা ইব্রাহিম।

বিদেশী ভাষার বইঃ

১,The rape of Bangladesh;অ্যান্থনি মাসকারেনহাস।


২,Legacy of Blood ;অ্যান্থনি মাসকারেনহাস।

৩,The testimony of sixty;Oxfam

৪,A search for identity;

৫,The liberation of Bangladesh;

স্থাপত্যঃ

১,জাতীয় স্মৃতিসৌধ;সাভার;সৈয়দ মইনুল হোসেন।

২,বুদ্ধিজীবী স্মৃতিসৌধ;মিরপুর;মোস্তফা হারুন কুদ্দুস হিলি।

৩,স্বোপার্জি ত স্বাধীনতা;ঢাবি;শামীম শিকদার;

৪,সংশপ্তক;জাবি.

৫,অপরাজেয় বাংলা;ঢাবি;সৈয়দ আবদুল্লাহ খালেদ।

গানঃ

১,মোরা একটি ফু লকে বাচাব;গোবিন্দ হালদার।

২,জন্ম আমার ধন্য হল;নাঈম গহর।

৩,জনতার সংগ্রাম চলবেই;সিকানদার আবু জাফর।

৪,শুন একটি মুজিবুরের;গৌরিপ্রসন্ন মজুমদার।

৫,নোঙ্গর তোল তোল;নাঈম গহর।

You might also like