You are on page 1of 1

"কবর থেকে আওয়াজ এলো- ‘যাও তোমাকে ক্ষমা করা হয়েছে,,,!!!

আশেকে রাসুল [‫ ] ﷺ‬হযরত আবদুর রহমান জামী (রহ.) তার বিখ্যাত শাওয়াহেদুন নবুয়ত কিতাবে উল্লেখ করেন,
হজরত আলী (রা.) বলেন, আমরা যখন রাসূল [‫ ] ﷺ‬উনার দাফনকার্য সম্পাদন করছিলাম তখন এক বেদুঈন এসে নবীজীর
[‫ [ ﷺ‬পবিত্র কবরে আছড়ে পড়ল এবং নিজ মাথায় মাটি নিক্ষেপ করতে করতে বলতে লাগল,""
" ইয়া রাসূলুল্লাহ [‫ ] ﷺ‬আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘যদি তারা নিজেদের ওপর জুলুম করে
অতঃপর আপনার কাছে এসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাদের অপরাধ মার্জ না করবেন (সূরা নিসা :
৬৪)।
এখন আমি আপনার দরবারে এই উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। কিন্তু আপনি তো আমাদের ছেড়ে চলে গেছেন। এখন আমি
কোথায় যাব?
তখন কবর থেকে আওয়াজ এলো- ‘যাও তোমাকে ক্ষমা করা হয়েছে’। হজরত আলী (রা.) বলেন, ওই আওয়াজ উপস্থিত
সবাই শুনতে পেয়েছিল।
[শাওয়াহেদুন নবুয়ত]
মদিনা পাবলিকেশন্স পৃ. ১৪৩-১৪৪]

You might also like