You are on page 1of 2

আয়শা কবির ভিলা

ভাড়াটিয়ার এক কপি
পাসপোর্ট সাইজ ছবি
এবং জাতীয়
পরিচয়পত্রের এর (হানিফ মহাজন এর বাড়ি)
একটি ফটোকপি দাগ নং ৪১১, হাউস নং ১৮, রাসুলবাগ,স্বাধিনতা স্বরনী,উত্তর বাড্ডা, ঢাকা-১২১২
মোবাইলঃ 01916277936, 01923801968, 01965219223 Web: fb.com/AishaKabirVila

বাড়ি ভাড়ার চু ক্তি পত্র

আমি _____________________________________জন্মঃ____________ পিতাঃ


_________________________________ NID:________________________
মোবাইলঃ______________________তারিখঃ______________ হইতে ফ্ল্যাট নং________ ভাড়া নিয়েছি যার মাসিক
ভাড়া (গ্যাস ও পানির বিল সহ) ___________ টাকা ও বিদ্যুৎ বিল আমি(ভারাটিয়া) প্রদান করবো এবং জামানত বাবদ
অগ্রিম ___________ টাকা বাড়িওয়ালাকে প্রদান করেছি এবং নিম্নে লিখিত নিওম ও শর্ত গুলো মানিয়া চলিব। নিওম ও
শর্ত গুলো নিম্নে র্বননা করা হলঃ-

১) যে মাসে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে ঐ মাসে ফ্ল্যাট ছাড়া যাবে না এবং ফ্ল্যাট ছাড়ার ২ মাস আগে অবশ্যই মাসের ১ তারিখ জানাতে হবে অন্যথায় তা গ্রহনযগ্য
হবে না, যদি জরুরী প্রয়োজনে ফ্ল্যাট ছাড়তে হয় তাহলে ক্ষতিপূরণ বাবাত ১ মাসের ভাড়া প্রদান করতে হবে।

২) চলতি মাসের ভাড়া (গ্যাস ও পানির বিল সহ) এবং এর আগের মাসের বিদ্যুৎ বিল ১০ তারিখে প্রদান করতে হবে অন্যথায় সরকার র্নিধারিত
জরিমানা প্রদান করতে হবে

৩) ফ্ল্যাট ছেরে চলে যাওয়ার সময় টয়লেট, রান্নাঘড়, বারান্দা সহ পুড়ো ঘড় ভালো ভাবে পরিস্কার করে দিয়ে যেতে হবে যদি ঠিক মত পরিস্কার
করা না হয় তাহলে আপনার আমানতকত টাকা হতে ১০০০ টাকা কেটে রাখা হবে।

৪) এই ফ্ল্যাটে _____ জনের বেশী থাকা যাবে না যদি অতিরিক্ত মানুষ রাখা হয় কিংবা সাবলেট দেওয়া হয় তাহলে বাড়ীওয়ালাকে অতিরিক্ত ভাড়া
দিতে হবে

৫) ফ্ল্যাটের বৈদুতিক সকল সুইচ, পানির কল, টাইলস, দেয়ালের রং, বাথরুম ফিটিংস, জানালার কাচঁ , গ্রীল ইত্যাদি সহ জাবতিও জিনিশের ক্ষতি হলে
তার ক্ষতিপুরন দিতে হবে অথবা উহা নতু ন র্সবরাহ করতে হবে যদি ক্ষতিপূরন দিতে অশিকার করে প্রয়োজনে ভাড়াটিয়ার মালামাল বাজায়াপ্ত
করা হবে

৬) দেয়ালে পেরেক মারা ও আকা নিষেদ এর কারনে দেয়ালের রং নষ্ট হলে রং করার জন্য জরিমানা দিতে হবে এবং রাত ১২টার পর মেইন
গেট বন্ধ থাকিবে

৭) যদি কোনো ভাড়াটিয়া বাড়ির শৃঙ্খলা নষ্ট করে অথবা সে যদি বেয়াইনী কাজ করে তাহলে তাকে মাসের যে কোনো সময় বাড়ি থেকে উচ্ছেদ
করে দেওয়া হবে প্রয়োজনে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ঠ অপরাধের জন্য তার বিরুধ্যে কেস করা সহ যথাযথ আইনী
ব্যবস্থা গ্রহন করা হবে

৮) আপনার ফ্ল্যাট ভাড়া, বিল সহ যাবতিও তথ্য অনলাইনে পেতে ভিজিট করুন www.fb.com/AishaKabirVila এবং আপনার মিটারের ইউনিট
মেসেজ করুন

৯) মেহমান যদি ৩০ দিনের বেশি সময় অবস্থান করে তাহলে তাকে/তাদের সাবলেট হিসেবে ধরা হবে এবং বাড়ীওয়ালাকে অতিরিক্ত ভাড়া দিতে
হবে

১১) সরকার যদি কোন বিল বিদ্ধি করে তা ভাড়াটিয়া দিতে বাদ্ধ থাকিবে এবং ফ্ল্যাট ভাড়া বারানোর বিষয়
উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে মাসিক ভাড়া  বৃদ্ধি করিতে পারবে
১২) বাড়ীওয়ালা যে অবস্থায় ভাড়াটিয়াকে ফ্ল্যাট বুঝাইয়া দিয়াছেন, মেয়াদান্তে ভাড়াটিয়া বাড়ীওয়ালাকে সেই একই
অবস্থায় উক্ত ফ্ল্যাট হস্তান্তর করিতে বাধ্য থাকিবেন।

১৪) বাড়ীওয়ালা বিশেষ কোনো প্রয়োজনে ১ মাসের নোটিশ প্রদানের মাধ্যমে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করেন 

১৫)  অত্র চু ক্তিপত্রে যে সকল শর্ত উল্লেখ করা হয় নাই তাহা দেশের প্রচলিত আইন মোতাবেক আমরা উভয় পক্ষ মানিয়া চলিতে বাধ্য থাকিব।

আমি ওপরের সকল নিওম গুলো সম্পুর্ন পরেছি এবং এগুলোর সাথে সহমত পোষন করিয়া নিচে স্বাক্ষর করিলাম

ভাড়াটিয়ার স্বাক্ষর ও তারিখ বিদ্যুৎ ইউনিটঃ


বাড়ীওয়ালার স্বাক্ষর ও তারিখ
মা ভাড়া বকেয় স্বাক্ষর মা ভাড়া বকেয় স্বাক্ষর মা ভাড়া বকেয় স্বাক্ষর মা ভাড়া বকেয় স্বাক্ষর
স া স া স া স া

You might also like