You are on page 1of 2

1.

University Selection:
একটা এমেরিকান ইউনিভার্সিটিতে ফু ল ফান্ডিং পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হল আপনার প্রোফাইল অনুযায়ী
ইউনিভার্সিটিতে আবেদন করা। ধরে নিচ্ছি, আপনার জিআরই, সিজিপিএ ৩১০,৩.৪০। আপনাকে গত বছরের ডেইটা থেকে
বুঝতে হবে কোন ইউনিভার্সিটি আপনার জন্য। একটা ইউনিভার্সিটি মিনিমাম জিআরই চাচ্ছে ৩১০।. সেই ইউনিভার্সিটিতে
আপনার ফান্ডিং পাবার সম্ভাবনা কম (এডমিশন্‌পেতেই পারেন) কারন কি? ওরা বলেছে, মিনিমাম!! সো, বি কেয়ারফু ল।
যদি আপনার বাকি সবকিছু ভাল থাকে (যেমন বেশি সিজিপিএ, টু কটাক পাবলিকেইশন্‌), তবে ৩১০ এর চেয়ে কম স্কোর
দিয়েই আপনি ফান্ডিং পাবেন। একটা স্কুলে আবেদন করার আগে নিচের সবগুলো ফ্যাক্টর যাচাই করে দেখতে হবে।
Acceptance Rate, Minimum Cut off of Verbal, Quantitative, AWA, TOEFL (Speaking) Funding
possibility,  
র‍্যাংকিং আমার মনে হয়না ততটা গুরুতপুর্ন যতটা আমরা বাংলাদেশ থেকে গুরুত্ব দেই। অনেক কেই দেখেছি, ৩২০ তাই সে
৬০ এর বাইরেরে কোন ক্যাম্পাসেই আবেদনই করবেনা। দুইটা অনেক বেশি সেইফ ক্যাম্পাসে আবেদন করা উচিত। স্কোর
৩২০ হলে ৩০৫ রিকয়েরমেন্টের ক্যাম্পাসে দুইটা আবেদন করা উচিত।
Important websites: usnews.com, university-list.net, phds.org , Petersons.com, msinus.com
“You wouldn’t make a decision just based on how much you can save in 2 years, but how much you
would be able to earn with the money you spent for next 2 years”
2. Taking TOEFL (or IELTS ONLY when you understand TOEFL too hard):
জিআরই দেওয়ার আগেই আপনাকে টোফেল্‌টার রেজিস্ট্রেইশন্‌করে ফেলতে হবে, নতু বা টেকনাফ থেকে তেতু লিয়া পর্যন্ত সিট
খুজতে হবে। লিসেনিং সেকশনটা যেহেতু অনেক ঝামেলার, একবার যাচাই করে নেন, সত্যি এই লিসেনিংটা পারবেন কি না! না
পারলে আইএল্টস্‌টা দিয়ে দেবেন। স্পিকিং ২৩ টার্গেট করে ফেলেন  
DBBL Virtual Card: ঢাকার কোন জিআরই/এসএটি কোচিং সেন্টার অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে
জিআরই বা এপ্লিকেইশনের ডলার পেই করতে গেলে সর্বমোট প্রায় ১,২০,০০০ টাকা লাগবে। DBBL Virtual
Card এর মাধ্যমে সেটা ৮০-৯০,০০০ টাকায় করতে পারবেন। তেমন কোন সার্ভি স চার্জ ও দিতে হয়না (মাত্র
১০০ টাকা পার ট্রাঞ্জেকশন্‌, যেখানে শুধু জিআরই রেজিস্ট্রেশনেই বিজনেস কোম্পানীগুলাকে ২-৩ হাজার টাকা
দিতে হয়)
3. Contacting / Emailing Professor:
আপনি চাইলে এই লিখাটা যখন পড়ছেন, তখন থেকেই প্রোফেসরদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুদ্ধিমানরা
জিআরই স্কোর হাতে পাবার পর মেইল করে, কারন জিআরই স্কোর না থাকলে আপনি স্যারদের কাছ থেকে ১০% ইমেইলের
উত্তরও পাবেননা, এটা ৯০% নিশ্চিত। একটা প্রফেসরকে ইমেইল করার আগে তার (সরি, উনার) রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা
রিসার্চ করে নেন। এমন যেন না হয়, আপনি ফ্লুইড মেকানিক্সের প্রফেসরকে ইমেইল করলেন যে আপনি অপ্টিমাইজেইশনে খুবই
আগ্রহী! 
ফান্ডিং পাবার জন্য প্রোফেশর মেনেজ করা ভাল (অনেক ক্ষেত্রে TA/RA Confirm) কিন্তু বাধ্যতামুলক নয়। কোন প্রফেশরকে
মেনেজ না করেও আপনি ফু ল স্কলারশিপ পেয়ে যেতে পারেন। 
4. Writing SOP:
এমন একটা কাজ যেটা শুরু করাটাই বান্দারবনের সবগুলো পাহাড় চড়ে বেড়ানোর চেয়ে কষ্টের। তবে শুরু করতে পারলে ৭
দিনে ১৫-১৮ বার কাটাকাটি করে পুর্নাঙ্গ সপ লিখা হয়ে যাবে। সপে কোন দুর্বল দিক উল্লেখ করার দরকার নেই। স্টিলের মত
৯৯% না, আপনি ১০০% যোগ্য এই স্কু লে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য, এটা আপনাকে বোঝাতেই হবে। এমনভাবে
লিখতে হবে, যেন ভর্তি কমিটি বুঝে ফেলে ছোটবেলা যেদিন আপনি প্রথম কথা বলতে শুরু করেন, সেদিন মা, মামা ডাক না
দিয়ে এই স্কু লের নামটাই উচ্চারন করেছিলেন।
http://www.majortests.com/gre/sop-sample.php,http://www.essayedge.com/samples, http://www.
wikihow.com/Write-a-Statement-of-Purpose, http://www.princetonreview.com/grad/statement-of-
purpose.aspx, http://creative-writing-mfa-handbook.blogspot.com/2007/08/tips-on-statement-of-
purpose.html, http://www.pce.uw.edu/newsroom.aspx?id=8690
https://www.facebook.com/groups/HigherStudyAbroad/419203684807985/
5. Write draft copy of LOR, Resume, Publication (if any):
যদিও আন্ডারগ্র্যাডের তিনটা স্যার আপনাকে রিকমেন্ডেশন্‌দিবে, রাফ কপি আপনাকেই লিখতে হবে, তাই হাতে পর্যাপ্ত সময়
নিয়ে তিনটে স্যারের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক + একাডেমিক রিলেশন নিয়ে চিঠি লিখে ফেলুন। দুইজন প্রফেসরকে
ব্যাকআপ রাখতে হবে। কারন, আপনি যখন আবেদন করবে, ঠিক সেই মুহুর্তে আপনার স্যার অনেক ব্যস্তও থাকতে পারেন!
আর, পাব্লিকেইশন থাকা ভাল, কিন্তু না থাকলে, আমার মত, আবেদন করতে এসে নিশ্চয় বাকি সব বাদ দিয়ে পাব্লিকেইশন
করবেননা, তাইনা!
https://www.facebook.com/groups/HigherStudyAbroad/doc/444773568917663/
6. Apply prudently:
দিনার নিয়ে সমস্যা না থাকলে প্রোফাইল আনুযায়ি (CGPA, GRE, TOEFL, SoP, LoR plus other minors like Job
experience, Publication) ১০টি স্কু লে আবেদন করুন (পারলে আরও বেশি).সর্বনিম্ন ৫টি। একটা জিনিস মনে রাখবেন,
যদি ১৫টা স্কু লের একটা থেকেও ফান্ডিং পান, তাহলে তার একমাসের ডলার ১৫টা আবেদনের সর্বমোট টাকার চেয়ে বেশি হতে
পারে। আবেদন করার আগে সেই ইউনিভার্সিটির আদ্যপান্ত ভালভাবে যাচাই করে নিন, না হলে হুদাই ১২.০০০ টাকা মাশুল
দিতে হবে।
7. Keep connected with prospective grad coordinator:
আবেদন করার মানে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়েছে, তা কিন্তু নয়। যেকোন সমস্যা সরাসরি গ্র্যাড কোঅরডিনেটরের
সাথে আলোচনা করবেন, তারা অনেক হেল্পফু ল।   
8. Make your back up plan:
দেখুন, এটা একটা টেস্ট ম্যাচ। আপনি কোন একটা স্টেজে ভু ল করলে প্রায় একবছর পিছিয়ে পড়বেন, তাই ফলে ফু ল-ফান্ডিং
না হলে স্প্রিঙ্গে আবেদন করবেন কি না, জিআরই রিটেইক করবেন কিনা, ভেবে রাখুন।  
9. Trade-off for the best (don’t consider ranking solely):
সঠিকভাবে ৫-১০টা স্কু লে আবেদন করলে ২/৩টা স্কু লে ফু ল-ফান্ডিং পাবেন, এটা আশা করা যায়. হুট-হাট করে সিদ্ধান্ত না
নিয়ে সময় নিয়ে, সিনিয়রদের সাথে কথা বলে ঠিক করুন কোন ইউনিভার্সিটিতে ফাইনালি আসবেন। আপনি একটা I-20
দিয়ে ভিসাতে দাড়ানোর মানে হল, এটা আপনার ক্লাইমেক্স, নেভার হেসিটেইট হিয়ার।  
10. Receive I-20 & then VISA:
ফু ল-ফান্ডেড হলে কখনযে ভিসা পেয়ে গেলেন টেরই পাবেননা। সেলফ্‌ফান্ডেড হলে, যদিও আপনি বিশ্বাস করেন না, কিন্তু
ভিসা অফিসারকে বুঝাতে হবে, সুর্য কোনদিক থেকে উঠছে সেটা আপনার দেখার ব্যাপার না, আপনি এমেরিকা যাচ্ছেন শুধুই
পড়াশুনা করতে, এবং যেদিন মাস্টার্স/পিএইচডি শেষ হবে সেদিন বিকেলেই আপনি বাংলাদেশে চলে আসবেন। নিজের
মাতৃ ভু মি ছেড়ে আর কোথায় যাবেন।
মনে রাখবেন, www.Google.com is your best friend. We from HSA next to Google.
একটা সত্যি কথা বলে লিখাটি শেষ করব, এতক্ষন যা কিছু ই পড়লেন, সবই নিজের আবেদনের সময় খেয়াল রাখবেন, কিন্তু
এমেরিকা পড়তে যাবার জন্য এত্তগুলো স্টেপের মাঝে একটা ভাল জিআরই স্কোর প্লাস প্রোফাইল মোতাবেক কয়েকটা স্কু লে
আবেদন করাই সবচেয়ে গুরুতপুর্ন। এই দুইটা ঠিক থাকলে বাকি সব খারাপ থাকার পরও ফু ল স্কলারশিপ নিয়ে এমেরিকা চলে
আসতে পারবেন। 
সবার জন্য শুভকামনা রইল। অল-দা-বেস্ট

তন্ময়,
MS in IE, Fall-13
Florida State University, FL, USA

You might also like