You are on page 1of 4

আমেরিকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সার্টি ফিকেট সরাসরি গ্রহন করেনা।

জিপিএ পদ্ধতি আর বিভিন্ন কোর্সের ভিন্নতার জন্যে, অনেক এপ্লিকেন্টকে তৃ তীয় প্রতিষ্ঠানের শরণাপন্ন হতে হয়
সার্টি ফিকেট Evaluation জন্যে, বিশেষ করে health science student দেরকে। অধিকাংশ ক্ষেত্রে
আমেরিকান বিশ্ববিদ্যালয় গুলি বলে দেয় কাকে দিয়ে এই কাজ করাতে হবে। সবচাইতে নামধারী প্রতিষ্ঠানটির
নাম WES- World Education Service। এই নোটটিতে আমরা শুধু WES কে নিয়ে আলোচনা করবো। 

কত লাগে?
একটা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে ICAP service এর জন্য লাগে ২১২ ডলার, নিচে ICAP এর ব্যাপারে
বিস্তারিত বলা আছে। আর সকল সার্ভি সের মূল্য তালিকা আছে
এখানে, http://www.wes.org/fees/schedule.asp

কিভাবে কি করবেন? 
১. প্রথমত আপনাকে ওয়েবসাইটটিতে যেতে হবে। ওখানে Apply now বলে একটি অপশন থাকবে। এটাতে
গেলে WES আপনাকে তাদের একটি একাউন্ট করার সুযোগ করে দিবে। একাউন্টটি খোলার সময় লক্ষ্য
রাখবেন আপনি কোন দেশের জন্যে একাউন্টটি খুলছেন, কারন WES evaluation যুক্তরাষ্ট্র এবং কানাডার
জন্যে ভিন্ন।
WES Account
 
 
২. একাউন্টটি খোলার পর আপনি আপনার অনলাইন আবেদনপত্রটি দেখতে পারবেন। এখানে আপনাকে
বিস্তারিত একাডেমিক তথ্য দিতে হবে। এখানে দেয়া প্রতিটি তথ্য আপনার বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্রের
তথ্যের সাথে মিল থাকতে হবে। ভু ল এড়ানোর জন্য নোটবুকে তথ্য গুলো টু কে রাখুন।

৩. WES বিভিন্ন সার্ভি স রয়েছে। কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে WES এর ICAP সার্ভি সটি।
এটি Course by Course Evaluation করে থাকে। আপনার এটাই প্রয়োজন। এই সার্ভি সটি সিলেক্ট করার
সময় আপনি আপনার প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় গুলি নির্বাচনের সুযোগ পাবেন। একটি বিশ্ববিদ্যালয়ে ফ্রি তে
পাঠাতে পারবেন। একের অধিক বিশ্ববিদ্যালয়ের জন্যে আলাদা ফি দিতে হবে। ICAP সার্ভি স নিতে খরচ
পরে ২০৫ ডলার।

৪. এরপরে আসবে আপনি কতদিনের মধ্যে কাজটা করাতে চান। 7 buiness day এর জন্যে বাড়তি কোন
টাকা গুনতে হয়না। আপনার তাড়া থাকলে আপনি অতিরিক্ত ফি পরিশোধ করে কুইক সার্ভি স নিতে পারেন।
Delivery বিভিন্ন ভাবে করা যায়। US postal service এর মাধ্যমে পাঠাতে চাইলে লাগবে ৭ ডলার। ৩-৫
দিনের মধ্যে পাঠাতে চাইলে (বেসিক ডেলিভারী এর জন্যে) ১২ ডলার খরচ পড়বে। কুরিয়ার করতে চাইলে
অতিরিক্ত ফি পরিশোধ করে তাও করা যাবে। এক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে, যাদের WES করাতেই হবে,
আগেভাগে করিয়ে নিন যাতে আপনার তাড়াহুড়োর জন্যে অতিরিক্ত টাকা গুণতে না হয়। এরপর যদি অন্য
কোন ভার্সিটিতে স্কোর রিপোর্ট পাঠাতে চান, তাহলে প্রতিটার জন্য খরচ পড়বে ৩৭ ডলার (evaluation-
$30, score sending-$7) করে।

৫. ক্রেডিট কার্ডে র সাহায্যে পেমেন্ট সম্পন্ন করার পর WES আপনার এমেইল এড্রেসে একটি রেফারেন্স নাম্বার
পাঠিয়ে দিবে।

রেফারেন্স নাম্বার পাবার পর কি করবেন?


১. আপনার অনার্স/মাস্টার্সের Certificate এবং Transcript এর ফটোকপি (অরিজিনাল নয়) আপনার
বিশ্ববিদ্যালয়ের Office of Exam control  ( Md. Masudur Rahman, Deputy controller of
Examinations) থেকে Attested করে নিতে হবে।
এরপর ডকুমেন্ট গুলি সিলগালা করে দিতে হবে (সাধারন স্কচটেপ দিয়ে করলেও হয়)। প্যাকেট লাগানোর পর
জোড়া লাগানোর জায়গায় আবার বিশ্ববিদ্যালয়ের সিল এবং স্বাক্ষর নিয়ে নিতে হবে। 

২. ডকুমেন্ট গুলি এই ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে -

World Education Services


64 Beaver St,
#146 New York,
NY 10004 USA

Sender এর ঠিকানার ক্ষেত্রে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওই অফিসের ঠিকানা দিতে হবে, যেখান থেকে আপনি
Attested করেছেন। কোথাও আপনার নাম দেয়া যাবেনা। প্রত্যেকটা খামের উপর অবশ্যই WES থেকে
পাওয়া Reference No টা উল্লেখ করতে হবে।  TNT, DHL, FEDEX যে কোন কুরিয়ারে করে পাঠাতে
পারেন।

৩. ডকুমেন্ট রিসিভ হলে WES তাদের কাজ শুরু করবে। আপনি email এ তার আপডেট পাবেন। ওদের কাজ
শুরু হলে WES আপনার বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় (Exam Controller) আপনার পাঠানো ডকুমেন্ট গুলি
আবার পাঠাবে এটা জানার জন্যে যে, এই সার্টি ফিকেট গুলি একই প্রতিষ্ঠান থেকে ইস্যু হয়েছে কিনা। Exam
controller তাদের কে Email/Fax/Mail করে যদি জানিয়ে দেয় যে এই ডকুমেন্টগুলি তাদের এখান থেকেই
পাঠানো হয়েছে, ধরে নিতে পারেন Processing is Complete. WES আপনার ডকুমেন্ট গুলির
সাথেআরেকটা রেফারেন্স নাম্বার পাঠাবে। বিশ্ববিদ্যালয় থেকে যেই Reply দিকনা কেন, তাকে
Email/Fax/Mail এ ওই নাম্বারটা উল্লেয়খ করতে হবে, নতু বা WES এটা গ্রহন করবেনা।

*** এখানে আপনার করণীয় হচ্ছে, অবশ্যই আপনার Exam office person ( Md . Nazrul Islam,
Room 210 )-কে আগেভাগে জানিয়ে রাখবেন।

৪. Processing complete হয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে আপনার Evaluated


transcript দেখতে পারবেন। কিছু দিন এর মধ্যে আপনার ঠিকানায় এক কপি এবং আপনার কাঙ্ক্ষিত
বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় Evaluated transcript পৌছে যাবে।

দুটো ব্যাপার মনে রাখতে হবে-

১. সব এপ্লিকেন্টের WES EVALUATION লাগেনা। এটা নির্ভ র করে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সাবজেক্ট এর
উপরে। WES করানোর আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের Admission Coordinator এর কাছ
থেকে জেনে নিন এটা আপনার জন্য জরুরি কিনা।

২. কারো যদি মাষ্টার্স করা থাকে তাহলে WES করানোর জন্যে দুইবার টাকা দিতে হবেনা। এক বারেই সব
ডকুমেন্ট পাঠাতে হবে। অনার্স এবং মাষ্টার্সের বিশ্ববিদ্যালয় ভিন্ন হলে একই ভাবে আলাদা দুটি প্যাকেজ WES
কে পাঠাতে হবে।

You might also like