You are on page 1of 1

Name: আল সানি

Batch: 34
Department: Textile
Article: ঈদ আর নেই সেই ঈদ

এই তো আজ থেকে বছর দশেক আগেও ঈদগুলো ছিল একদম অন্য রকম। ডিশ লাইন তখনো গ্রামে আসেনি, মোবাইল
বলতে অতি সাধারণ ফিচার ফোন। ২৯ রোজার মাগরিবের নামাজের পর সবাই মিলে রাস্তার উঁচু জায়গায় উঠে চাঁদ
খোঁজার চেষ্টা করতাম। যদি কেউ একজন দেখত আমরাও সমস্বরে চিৎকার দিয়ে উঠতাম ‘দেখেছি দেখেছি’ বলে।
তারপর সবাই চলে যাওয়ার পর বাড়ি এসে আবার আকাশে খুঁজতাম;পেতাম না তখন। কখনো যদি একবার চাঁদ আগে
দেখে ফেলতাম তাহলে হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো আনন্দ হতো। আর ঈদের পোশাক তো কেনার পর
ভাঁজগুলোই খুলতাম না। আলমারিতে তু লে রাখতাম। কেউ দেখলেই পুরনো হয়ে যাবে এই ভয়ে।

ঈদের অনুষ্ঠান বলতে বিটিভির একটানা সাত দিন সিনেমা আর রাতে মজার নাটক। যদিও ঈদের দু-তিন দিন সারা
দিন বিদ্যুৎ থাকলেও তারপর খুব একটা থাকত না। এর র ল্যাব থেকে একজন আসত বাড়িতে, সবাই সুন্দর করে
সেজেগুজে গ্রুপ ছবি তু লতাম। আর অপেক্ষা করতাম কবে এই ছবি ওয়াশ হবে!

সেই দিনগুলো অনেক দ্রুতই পালটে গেল, এখন ঈদের খবর পেতে চাঁদ দেখার চেয়ে টিভি, ফেসবুক মানুষ বেশি
দেখে। হাজারো টিভি চ্যানেলের ভিড়ে সেই বাংলা মুভির আমেজ আর আসে না, মোবাইল ক্যামেরা ভীড়ে কালো
ক্যামেরা হাতে ছবি তোলার জন্যও আর কেউ আসে না বাড়িতে।

মোবাইল দখল করে নিয়েছে আমাদের সব কিছু , আমাদের আবেগ, আমাদের নির্ভে জাল সেই আনন্দগুলোও। আর
হয়তো কোনো দিন ফিরে পাব না সেই চাঁদ দেখার অপেক্ষা কিংবা নতু ন পোশাক লুকিয়ে রাখার মজা। তবু প্রতিবছর
ঈদ আসে, ঈদ আবার চলেও যায়। শুধু মনে রাখার মতো সেসব স্মৃতি আর রেখে যায়না।

#stayHOme
#enjoyEID

You might also like