You are on page 1of 1

Name: Jinnat Rahman

Batch: 34
Department: Pharmacy
Article: অপূর্ণতা

"কেন হঠাৎ তু মি এলে কেন নয় তবে পুরোটা জুড়ে,


আজ পেয়েও হারানো যায়না বাঁচার মানেটা রয়ে যাবে দূরে..."
কিছু মানুষের জীবনের সাথে এই লাইন গুলো খুব অর্থ বহন করে । যেই মূহর্ত থেকে কাউকে নিয়ে ভাবতে যাবেন ঠিক
সেই সময়ে তার যাবার সময় হয়ে যায়। কী অদ্ভু ত নিয়তির নিয়ম? কেউ বার বার ভালোবাসার মানুষ পেয়ে যায়।
আবার কেউ বার বার ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে এবং হয়ে যেতে হয় একদম একা। মাঝে মাঝে এমন মনে হয়
কাউকে ভালোবাসতে চাওয়াটাই হয়তো জীবনের সব থেকে বড় ভু ল। কাউকে ভালোলাগতে নেই , কাউকে
ভালোবাসার অধিকার নেই।মনে হতে থাকে, সারাজীবন আপনি হয়ে থাকো সবার সাময়িক সময়ের বিনোদন মাত্র।
আপনার জন্মই যেন কারো জীবনে অতিথি পাখি হয়ে আসার জন্য। কিছু টা সময়ের জন্য এসে,মাঝখানে শুধু কিছু
স্মৃতি ফটোফ্রেমে বন্ধি করে দিয়ে চলে যেতে হবে। কারো জীবনে পুরোটা জুড়ে থাকার অধিকার নেই আপনার। আপনি
অতিথি মাত্র .... আপনি সব থেকে অসহায় কখন জানেন? যখন আপনি আপনার আসে পাশে কাউকেই বলতে পারো
না আপনি কেমন অনুভব করছেন । ভু ল করে বার বার ভু ল পথে পা বাড়িয়ে আজ আপনি নিজেই নিজের কাছে বড়
বেশি বিব্রত বড় বেশি লজ্জিত। ভেতর থেকে ভেঙে কান্না আসছে কিন্তু আপনি কান্না করতে পারবেন না, কারণ
আপনাকে শক্ত হতে হবে। আপনি কাউকে দেখাতে পারবে না আপনি ভেঙে পড়ছেন।
কেউ যদি জিজ্ঞেস করে,--কেমন আছো?
মুচকি হেসে বলতে হবে,-- হ্যা ভালো আছি ।
কারোর সাথে খুব কথা বলার ইচ্ছে করছে। কিন্তু কথা বলা যাবে না।
“কারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণ, আজকে তোমায় মনে পড়লেও, মনে করা বারণ ....."
#stay_home
#stay_safe

You might also like