You are on page 1of 2

Aloha Tikatuli

প্রিয় স্টু ডেন্টস,


কেমন আছো তোমরা সবাই?
মহামারী করোনার বিস্তার রোধে দেশের জরুরী অবস্হার কারনে পুরো দেশে লকডাউন চলছে।যে কারনে অন্যান্য
শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের Aloha Bangladesh এর সকল ক্লাসও স্হগিত রয়েছে।
বেশ কিছুদিন যাবত এ্যালোহার ক্লাস স্হগিত থাকার কারনে আমরা তোমাদের সাথে সেভাবে যোগাযোগও করতেও
পারছি না।আশাকরি আল্লাহ রহমতে সকলে সুস্হ ও নিরাপদে আছো এবং অবশ্যই হোম কোয়ারাইন্টাইনে আছো।
আমরা এ্যালোহার টিচাররা তোমাদের ভীষন মিস করছি।
মনে হচ্ছে কখন আমরা আমাদের ক্ষু দে ম্যাথ সুপারহিরোদের দুষ্ট-মিষ্টি হাসিমুখগুলো দেখবো আর "মিস মিস"
ডাক শুনবো।
আশা রাখি,খুব শীঘ্রই এই পঁচা আর বাজে ভাইরাসটা চলে যাবে,আবার আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাবো আর
অনেক মজা করে ম্যাথ করবো আর গেমস খেলবো।আর আমরা মিসরা জানি তোমরাও আমাদের কতখানি মিস
করছো।
আমরা খুব শীঘ্রই নোটিশে জানিয়ে দেবো কবে এ্যালোহা খুলবে এবং কবে আমরা আমাদের নিয়মিত ক্লাসগুলো শুরু
করবো।

যেহেতু আমরাতো সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি, তাই শুধু টিভি দেখা আর ভিডিও গেম খেললে কিন্তু
একদমই চলবেনা।পড়াশুনাটাও অল্পবিস্তর চালিয়ে যেতে হবে,কেমন? নিশ্চয়ই হোমওয়ার্ক যা ছিলো সব শেষ করে
ফেলেছো একদিনে। এখন যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে কম্বিনেশনগুলো আছে (+5,- 5, +10, -10)
নিয়মিত ভাবে সেগুলো প্র‍্যাকটিস করে যাবে, সাথে সাথে যাদের টাইমস টেবিলে সমস্যা তারা এই অবসরে ঠিক
করে নিবে, পাশাপাশি প্র‍্যাকটিস বুক থেকে মেন্টালম্যাথগুলোও(মেন্টাল মাল্টিপ্লিকেশন,ডিভিশন,মকটেষ্ট)
প্র‍্যাকটিস করবে যাতে করে এই বিরতির পর তোমরা ক্লাস আর এক্সামে আরো ভালো করতে পারো (প্রিয়
অভিভাবকবৃন্দ এ বিষয়গুলো একটু খেয়াল করবেন দয়া করে)।

বাইরে কোন ভাবেই যাওয়া যাবেনা, বাইরের খাবারও এড়িয়ে চলবে এই সময়টাতে, স্যানিটাইজার বা সাবান দিয়ে
বারবার হাত ধুতে হবে,প্রচু র ভিটামিন সি আর পানি পান করবে,নিয়মিত গোসল করবে, আর অবশ্যই বাবা মায়ের
কথা কিন্তু শুনতে হবে,জানোতো বাবা মায়ের কথা যারা শোনে না তারা কিন্তু জীবনে ভালো কিছু হতে পারেনা।
যতটু কু ন পারবে ঘরের কাজে মা বাবাকে হেল্প করবে।

ভালো থেকো তোমরা নিরাপদে থাকো, তোমাদের জন্যে অনেক দোয়া থাকলো, অনেক ভালবাসা-আদর তোমাদের
জন্য, খুব বেশী মিস করছি তোমাদের খুব বেশী।

#StayHome
#StaySafe

You might also like