You are on page 1of 2

আল্লাহ রাব্বু ল আলামিন বলেন :   হে মোমিনগণ!

তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি


ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর-যাতে তোমরা মুত্তাকি হতে পার। [সূরা বাকারা :
১৮৩]
আল্লাহ রাব্বু ল আলামিন বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কোরআন, যা মানুষের
দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী। [ সূরা বাকারা : ১৮৪ ]
আল্লাহ তাআলা বলেন : লাইলাতু ল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রুহ
অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, সে রজনি উষার
আবির্ভাব পর্যন্ত। [সূরা আল-কদর : ৩-৫] 

আল্লাহর রাসূ ল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন : 


যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, জাকাত আদায় করল,
সিয়াম পালন করল রমজান মাসে, আল্লাহ তাআলার কর্ত ব্য হল তাকে জান্নাতে প্রবেশ
করানো। [ বোখারি ] তৃতীয়
আল্লাহর রাসূ ল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন : 
“যে ব্যক্তি ঈমান ও নেকীর আশায় রমযানে কিয়াম করবে, (তারাবীহ পড়বে ) তার বিগত সমস্ত
(ছোট গুনাহ) ক্ষমা করা হবে”। [বুখারী ও মুসলিম]

আল্লাহর রাসূ ল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন : 


ঐ ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার
পাপগুলো ক্ষমা করা হয়নি। [ তিরমিজি ]
উম্মু ল মু মিনীন আয়েশা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূ ল, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি লাইলাতুল
কদর তাহলে তখন কোন দুয়াটি পাঠ করব? তিনি বললেন, তুমি বল:
‫ فاعْفُ عنِّي‬،‫اللَّه َّم إنَّك عفُ ٌّو كري ٌم تُ ِحبُّ الع ْف َو‬
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফু উন কারীম তুহিব্বু ল আফওয়া ফা’ফু আন্নী।
“হে আল্লাহ, আপনি মহানু ভব ক্ষমাশীল। আপনি ক্ষমা করা পছন্দ করেন। অত:এব আপনি আমাকে ক্ষমা করুন।”
দ্র: সহীহুত তিরমিযী, হা/৩৫১৩)।

বাংলাদেশী এসোসিয়েশন ইন তেরেংগানু (ব্যাট), মালয়েশিয়া।


Bangladeshi Association in Terengganu (BAT ), Malaysia.

You might also like