You are on page 1of 4

দোয়া ও আমলের ফজিলত ও পাঁচ ওয়াক্ত নামাজের

আমল – ১ম পর্ব

দোয়া ও আমল -১

বাংলা উচ্চারনঃ

বিসমিল্লা হিল্লাজি লায়া দুররু মা’আস মিহি শাই উন ফিল আরদি, ওয়ালা ফিস সামা’ঈ ওয়া হুয়াস সামিউল আলিম।

হাদিস

রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি সকাল-সন্ধ্যা এই দোয়াটি তিন বার পড়বে, কোন জিনিষ তাকে কোন রুপ ক্ষতিসাধন করতে
পারবেনা।

(মেশকাত – ২০৯)

বলা হয়ে থাকে আমরা যদি এই আমল নিয়মিত করি কোন অবাঞ্ছিত বন্দু কের গুলিও আমাদের শরীরে ঢু কতে পারবেন। তাই এই রকম ছোট
আমল আমাদের আল্লাহ্‌ তায়ালা সর্বদা করার তৌফিক দান করুক আমিন।
দোয়া ও আমল -২

বাংলা উচ্চারনঃ

হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়া আলাইহি তাওাক্কালতু ওয়া হুওয়া রাব্বু ল আরশিল আজিম।

হাদিসঃ

রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি সকাল-সন্ধ্যা এই আয়াত ৭ বার পাঠ করবে, তাহার দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তা-ভাবনার জন্য
আল্লাহ্‌ পাক সমাধানকারী হয়ে যাবেন।

(রুহুল মায়ানী – ৫৩, আবু দাউদ)

দোয়া ও আমল -৩
বাংলা উচ্চারণ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মু ল্কু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাই ইন কদির। ওয়া সু বহানাল্লাহি ওয়াল হামদু
লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রব্বিগ ফিরলি।

হাদিস

রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি ঘু ম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে করবেঃ সে যে কোন দোয়া করবে তা কবু ল করা হবে।
এবং অজু করলে নামাজ পরলেও তা কবু ল করা হবে।

(তিরমিজি – ২/১৭৮, মেশকাত – ১০৮, বু খারী)

দোয়া ও আমল -৪

দোয়া ও আমল সংক্রান্ত কিছু হাদিস ও তাঁর অর্থঃ

 রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার সূ রা ইখলাস পাঠ করবে তাঁর পঞ্চাশ বছরের গুনাহ আল্লাহ্‌ তায়ালা
ক্ষমা করে দিবেন কোন প্রকার ঋণ ব্যতীত।

(মেশকাত – ১৮৮)

 রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি ১০ বার সূ রা ইখলাস পাঠ করবে তাঁর জন্য জান্নাতে একটি প্রাসাদ বানানো হবে। আর
যে ব্যাক্তি ২০ বার পাঠ করবে তাঁর জন্য জান্নাতে ২ টি প্রাসাদ নির্মান করা হবে। যে ব্যাক্তি ৩০ বার পাঠ করবে তাঁর জন্য ৩ টি
প্রাসাদ নির্মান করা হবে। তখন হযরত অমর (রাঃ) বললেন ইয়া রাসু লাল্লাহ! আমরা আমাদের প্রাসাদ বেশি করিব। তখন রাসু ল
(সাঃ) বলিলেন আল্লাহ্‌ পাক ইহার চাইতেও প্রশস্ত। অর্থাৎ দেয়ার ব্যাপারে আল্লাহ্‌ পাক বেশি প্রশস্ত।

(মেশকাত – ১৯০)

 রাসু ল (সাঃ) এরশাদ করেছেন, যে ব্যাক্তি প্রতি রাতে সূ রা ওয়াকিয়াহ পাঠ করবে, তাকে দুর্ভি ক্ষ কখন ও স্পর্শ করবেনা।
(মেশকাত – ১৮৯)

 যে ব্যাক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতের মাঝে আর তাঁর মাঝে পার্থক্য শুধু জান্নাত।
(নাসায়ী শরীফের হাদিস)
 
শেষ কথা

পরিশেষে বলতে চাচ্ছি যে, এরকম ছোট খাট দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত লিখার চেষ্টায় থাকব। কিন্তু আমি শুধু অক্লান্ত পরিশ্রম
করে লিখেই গেলাম কিন্তু এর দ্বারা মানুষ আমল করল না। তবে আমাদের কোন ফায়দা হবেনা। তাই আমরা সর্বদা চেষ্টায় থাকব যে কি করে
আমার দ্বারা আপনার দ্বারা একটি মানু ষ উপকৃত হতে পারে। এই পোস্ট পরে যদি একজন মানুষ ও উপকৃত হয় তবে বু ঝব যে আল্লাহ্‌ আমার এই
লিখা কবু ল করেছেন। আমিন!

হাদিস রেফারেন্স

সকল হাদিস ও দোয়ার রেফারেন্স সমূ হ হাদিসের নিচে দেয়া আছে।

লেখক পরিচিতিঃ

আর্টি কেল টি লিখেছেন ও ধারাবাহিক ভাবে লিখে যাবেন – হাফেজ মোঃ উবায়দুল্লাহ ফারহান

(জামাতে জালালাইন বিভাগের ছাত্র)

দারুল উলু ম আজমপু র, মাদ্রাসাহ

উত্তরা, ঢাকা

When you are in trouble:

“Rabbi adkhilni mudkhala sidkiew, wa akhrijni mukhraja sidkiew wajalli milla dunka suntanan
naseera”.

Allahumma inna najaluka ---fi nuhurihim ----wa na’udhu bika--- min


shururihim

You might also like