You are on page 1of 2

To,

The Sub Divisional Officer,


Serampore, Hooghly

মাননীয় মহাশয়,

বর্ত মানে একটি সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে এই চিঠি লিখছি। আমি শ্রী যমুনা ভকত।
আমি শেওরাফু লি বাজারে খুচরো আলু পেঁয়াজ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমি শারীরিক
ভাবে সম্পূর্ণ সুস্থ নই। আমি একজন প্রতিবন্ধী। কিন্ত শেওরাফু লি বাজারে খুচরো জিনিস বিক্রি
করতে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কয়েকজন বন্ধু মিলে সপ্তাহে একবার
করে ৩০ থেকে ৪০ বস্তা আলু ছোট টেম্পো গাড়ি করে নিয়ে আসি। নিজের বাড়িতে সেই আলু
নামিয়ে নিজেরা নিজেদের মধ্যে ৫ থেকে ৬ বস্তা করে ভাগ করে নিই এবং সারা সপ্তাহ জূড়ে
সেগুলোই বিক্রি করি। আমাদের মধ্যে সবারই রোজগার বলতে খুচরো আলুর ব্যাবসা।
শেওরাফু লি বাজারে খুচরো বিক্রি করার ওপরে কোনোরকমের নিষেধাজ্ঞা আছে কিনা না জেনেই
আমরা নিজেদের বাড়ি এবং রাস্তার ধারে ডালা নিয়ে বসে বিক্রি করি। কিন্ত প্রায়শই পুলিশ কর্মীরা
আমাদের গাড়ি আটকান। যদিও তারা আমাদের ছোট গাড়ি ছেড়েও দেন, কিন্ত আটকে থাকার
ফলে প্রায় দ্বিগুণ গাড়ি ভাড়া চলে যায়।

আমাদের সকলেরই পরিবার রয়েছে। তাদের প্রতিপালন এর একমাত্র মাধ্যম এই খুচরো ব্যাবসা।
যদি আমাদের ব্যাবসা না করতে দেওয়া হয়, তাহলে আমাদের কাছে উপার্জ ন করার বিকল্প কোন
রাস্তা নেই।

মহামহিম এস.ডি.ও সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে আপনি যদি এই বিষয়ে
আমাদের সহযোগিতা করেন, তাহলে আজীবন বাধিত থাকব।
ধন্যবাদান্তে, আপনার একান্ত অনুগত,

নিম্নে আমাদের বাজারের খুচরো আলু পেঁয়াজ বিক্রেতার স্বাক্ষর সম্বলিত হল।

You might also like