You are on page 1of 11

#কনফিউজিং_প্রশ্ন

১/ ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র----বেঙ্গল গেজেট


২/বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র----দিগদর্শন
৩/বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র----সমাচার দর্পণ
৪/বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র----সংবাদ প্রভাকর
৫/বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র----বেঙ্গল গেজেট
৬/মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্র--- সমাচার সভারাজেন্দ্র
৭/বাংলাদেশ ভূ খণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র---- রংপুর বার্তাবহ
৮/ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র----ঢাকা প্রকাশ
#কনফিউজিং_প্রশ্ন (পর্ব-২)
১/বঙ্গভাষা ও সাহিত্য---ডঃ দীনেশচন্দ্র সেন
২/বাংলা সাহিত্যের কথা(১৯৩৯)---ডঃ সুকু মার সেন
৩/বাংলা সাহিত্যের কথা (১৯৫৩)---ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
৪/বাংলা সাহিত্যের ইতিবৃত্ত(১৯৫৬)---মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
৫/বাংলা সাহিত্যের ইতিবৃত্ত(১৯৫৯)---ডঃ অসিত কু মার বন্দোপাধ্যায়
৬/বাংলা সাহিত্যের ইতিকথা---ভূ দেব চৌধুরী
৭/বাংলা সাহিত্যের রূপরেখা---গোপাল হালদার
৮/বাংলা সাহিত্যের পুরাবৃত্ত---ডঃ ওয়াখিল আহমেদ

ডাকসু (DUCSU)র সংক্ষিপ্ত ইতিবৃত্ত


(সংগ্রহে রাখুন, একসাথে এত তথ্য নাও পেতে পারেন)
.
ডাকসু প্রতিষ্ঠা
১৯২২ সালের ১লা ডিসেম্বর কার্জ ন হলে শিক্ষকদের একটি সভায় ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ’ নামে গঠনের সিদ্ধান্ত হয়। ঐ সিদ্ধান্তকে ১৯২৩ সালের ১৯শে জানুয়ারি
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদে অনুমোদিত হয়। ১৯২৫ সালের ৩০ অক্টোবর ছাত্র সংসদের
সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী
পরিষদের অনুমোদনে কার্যকর হয়। ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষে গঠনতন্ত্র সংশোধন করে নাম পরিবর্ত ন
করে বর্ত মান নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ গ্রহণ করা হয়।
.
ডাকসু'র গঠনতন্ত্র
উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে ১০ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা
হয়। কোষাধাক্ষের দায়িত্ব পালন করেন একজন শিক্ষক। ২০১৯ সালে সংশোধিত গঠনতন্ত্র
অনুযায়ী পদাধিকারবলে ডাকসুর সভাপতি উপাচার্যসহ এর নির্বাহী কমিটি হবে ২৪ সদস্যবিশিষ্ট।
ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে, প্রতি বছর ডাকসু নির্বাচন হবে৷ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র
সংসদ আছে৷ সেখানেও সরাসরি ভোটে কর্মকর্তাদের নির্বাচিত হওয়ার বিধান৷
.
সাবেক নেতৃ ত্ববৃন্দ
শুরুতে ডাকসু’র পরিষদ গঠিত হতো মনোনয়নের ভিত্তিতে। পাকিস্তান আমলে ১৯৫৩ সালে
প্রথম নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠিত হতে শুরু করে। স্বাধীনতা-উত্তর নবীন বাংলাদেশের
উল্লেখযোগ্য প্রায় সকল নেতা পাকিস্তান আমলের ডাকসু থেকে উঠে আসা নেতৃ বৃন্দ। যাহোক,
১৯৯০ পর্যন্ত ডাকসু’তে ২৫টি পরিষদ গঠিত হয়েছে। এর মধ্যে বৃটিশ শাসনামলের ৪টি, পাকিস্তান
আমলে সর্বাধিক ১৫টি এবং স্বাধীন বাংলাদেশে ৬টি পরিষদ গঠিত হয়েছে। সকল সময়েই
ডাকসু’তে বিরোধী জোট জয়লাভ করত। স্বৈরাচার পতনের পরে ২৮ বছর যাবৎ নির্বাচন বন্ধ
ছিল। অতীতে কখনই ডাকসু এমন অকার্যকর ছিল না। যাহোক, দায়িত্বপালনকারী সকল
পরিষদের নাম হচ্ছে-
০১. ১৯২২-২৩ মমতাজ উদ্দিন আহমেদ / যোগেন্দ্রনাথ সেনগুপ্ত
০২. ১৯২৮-২৯ এ এম আজহারুল ইসলাম / এস চক্রবর্তী
০৩. ১৯২৯-৩২ রমণী কান্ত ভট্টাচার্য / কাজী রহমত আলী ও আতাউর রহমান
০৪. ১৯৪৭-৪৮ অরবিন্দ বোস / গোলাম আযম
০৫. ১৯৫৩-৫৪ এস. এ. বারী / জুলমত আলী খান ও ফরিদ আহমেদ
০৬. ১৯৫৪-৫৫ নিরোদ বিহারী নাগ / আব্দুর রব চৌধুরী
০৭. ১৯৫৫-৫৬ একরামুল হক / শাহ আলী হোসেন
০৮. ১৯৫৬-৫৭ বদরুল আলম / মো. ফজলী হোসেন
০৯. ১৯৫৭-৫৮ আবুল হোসেন / এটিএম মেহেদী
১০. ১৯৫৮-৫৯ আমিনুল ইসলাম তু লা / আশরাফ উদ্দিন মকবুল
১১. ১৯৫৯-৬০ বেগম জাহানারা আখতার / অমূল্য কু মার
১২. ১৯৬১-৬২ এস এম রফিকু ল হক / এনায়েতু র রহমান
১৩. ১৯৬২-৬৩ শ্যামা প্রসাদ ঘোষ / কে এম ওবায়েদুর রহমান
১৪. ১৯৬৩-৬৪ রাশেদ খান মেনন / মতিয়া চৌধুরী
১৫. ১৯৬৪-৬৫ বোরহান উদ্দিন / আসাফু দ্দৌলা
১৬. ১৯৬৬-৬৭ ফেরদৌস আহমেদ কোরেশী / শফি আহমেদ
১৭. ১৯৬৭-৬৮ মাহফু জা খানম / মোরশেদ আলী
১৮. ১৯৬৮-৬৯ তোফায়েল আহমেদ / নাজিম কামরান চৌধুরী
১৯. ১৯৭০-৭১ আ স ম আব্দুর রব / আব্দুল কু দ্দুস মাখন
২০. ১৯৭২-৭৩ মুজাহিদুল ইসলাম সেলিম / মাহবুবুর জামান
২১. ১৯৭৯-৮০ মাহমুদুর রহমান মান্না / আখতারুজ্জামান
২২. ১৯৮০-৮১ মাহমুদুর রহমান মান্না / আখতারুজ্জামান
২৩. ১৯৮২-৮৩ আখতারুজ্জামান / জিয়াউদ্দিন আহমেদ বাবলু
২৪. ১৯৮৯-৯০ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ / মুশতাক হোসেন
২৫. ১৯৯০-৯১ আমান উল্লাহ আমান / খায়রুল কবির খোকন
.
ডাকসু নির্বাচন, ২০১৯
২০১২ সালের ১১ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী নির্বাচনের দাবিতে হাই কোর্টে রিট দায়ের
করেন। ২০১৭ সালে ২৫শে নভেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের দাবিতে অনশন করেন
সমাজকল্যাণ অনুষদের ছাত্র ওয়ালিদ আশরাফ। ২০১২ সালের রিটের প্রেক্ষিতে ২০১৮ সালের
১৭ই জানুয়ারি হাই কোর্ট ডাকসু নির্বাচনের নির্দে শ দেয়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় মনজিল
মোরসেদ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর কর্তৃ পক্ষকে উকিল নোটিস পাঠান এবং ১২ সেপ্টেম্বর
কর্তৃ পক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন । এরপর ১৬ই সেপ্টেম্বর ঢাকা
কর্তৃ পক্ষ ২০১৯ সালের মার্চে র মধ্যে নির্বাচনের ঘোষণা দেয়।

সংস্থা সদস্যঃ
1.OPEC=১৪তম (সর্বশেষ সদস্য -কঙ্গো প্রজাতন্ত্র‍)
2.COMESA=২১তম (সর্বশেষ সদস্য -সোমালিয়া)
3.NATO=২৯তম (সর্বশেষ সদস্য -মন্টিনেগ্রো) 
4.OECD=৩৭তম (সর্বশেষ সদস্য-লিথুনিয়া ও কলম্বিয়া)
5.African Union=৫৫তম (সর্বশেষ সদস্য-মরক্কো)
6.OIC=৫৭তম (সর্বশেষ সদস্য-আইভরি কোস্ট) 
7.IDB=৫৭তম (সর্বশেষ সদস্য-গায়ানা)
8.ADB=৬৭তম (সর্বশেষ সদস্য-জর্জি য়া)
9.ICSID=১৬১তম
10.IAEA=১৭১তম (সর্বশেষ সদস্য-সেন্ট লুসিয়া)
11.IDA=১৭৩তম (সর্বশেষ সদস্য-রোমানিয়া)
12.WCO=১৮৩তম (সর্বশেষ সদস্য-সুরিনাম)
13.WMO=১৮৬তম (সর্বশেষ সদস্য-অ্যান্ডোরা)
14.IFC=১৮৪তম (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
15.IMF=১৮৯তম (সর্বশেষ সদস্য-নাউরু)
16.UNESCO=১৯৩তম (সর্বশেষ সদস্য- ফিলিস্তিন) 
17.United Nations=১৯৩তম (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
18.WHO=১৯৪তম (সর্বশেষ সদস্য-দঃ সুদান)
19.INTERPOL=১৯৪তম (সর্বশেষ সদস্য-ভানুয়াতু )
20.UNCTAD=১৯৫তম (সর্বশেষ সদস্য-ফিলিস্তিন)

স্বাধীনতা পুরস্কার
২০১৯ এর জন্য মনোনীত ১২ বিশিষ্ট ব্যক্তি ও ১
প্রতিষ্ঠান।
যারা মনোনীত হলেন:
(ক) স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে - ৭ জন:
১| শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার
চৌধুরী (মরণোত্তর)
২| শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর)
৩| আ ক ম মোজাম্মেল হক
৪| ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
৫| ডাক্তার কাজী মিসবাহুন নাহার
৬| আব্দুল খালেক (মরণোত্তর)
৭| অধ্যাপক মোহাম্মদ খালেদ (মরণোত্তর)
(খ) চিকিৎসাবিদ্যায়
১| ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার
২| নূরুন্নাহার ফাতেমা বেগম
(গ) সমাজসেবায় : ড. কাজী
খলিকু জ্জমান আহমদ
(ঘ) সংস্কৃ তিতে : মুর্ত জা বশীর
(ঙ) সাহিত্যে : হাসান আজিজুল হক
(চ) গবেষণা ও প্রশিক্ষণে : অধ্যাপক
হাসিনা খান
(ছ) বিজ্ঞান ও প্রযুক্তিতে :
বাংলাদেশ পরমাণু কৃ ষি গবেষণা
ইনস্টিটিউট।

আগামী ২৫ মার্চ বঙ্গবন্ধু


আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
পুরস্কার তু লে দেবেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। অনুষ্ঠানের আয়োজন করবে
মন্ত্রিপরিষদ বিভাগ।

কোন শহর কোন নদীর তীরে অবস্থিত:-


→ ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে,
→ চট্টগ্রাম: কর্ণফু লী নদীর তীরে,
→ কু মিল্লা: গোমতী নদীর তীরে,
→ রাজশাহী: পদ্মা নদীর তীরে,
→ কু ষ্টিয়া: গড়াই নদীর তীরে,
→ বাংলাবান্দা : মহানন্দা নদীরতীরে,
→ বরিশাল: কীর্ত ন খোলা নদীর তীরে,
→ খুলনা: ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে,
→ সিলেট: সুরমা নদীর তীরে,
→ ছাতক: সুরমা নদীর তীরে,
→ ভোলা: তেঁ তু লিয়া ও বলেশ্বর নদীর তীরে,
→ হবিগঞ্জ: খোয়াই নদীর তীরে,
→ মৌলভীবাজার: মনু নদীর তীরে
→ জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
→ কিশোরগঞ্জ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
→ শরীয়তপুর: পদ্মা নদীর তীরে,
→ শিলাইদহ: পদ্মা নদীর তীরে,
→ মহাস্থানগড়: করতোয়া নদীর তীরে,
→ ছাতক: সুরমা নদীর তীরে,
→ ময়মনসিংহ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে,
→ দিনাজপুর: পুনর্ভ বা নদীর তীরে,
→ ফরিদপুর: আড়িয়াল খাঁ নদীর তীরে,
→ মাদারীপুর: পদ্মা নদীর তীরে,
→ যশোর: কপোতাক্ষ নদীর তীরে,
→ টেকনাফ: নাফ নদীর তীরে,
→ বগুড়া: করতোয়া নদীর তীরে,
→ চন্দ্রঘোনা: কর্ণফু লী নদীর তীরে,
→ ঝিনাইদহ: নবগঙ্গা নদীর তীরে,
→ টঙ্গী: তু রাগ নদীর তীরে,
→ গোলাগঞ্জ: মধুমতি নদীর তীরে,
→ টু ঙ্গীপাড়া: মধুমতি নদীর তীরে,
→ ঘোড়াশাল: শীতলক্ষ্যা নদীর তীরে,
→ সারদা: পদ্মা নদীর তীরে,
→ ফেঞ্চু গঞ্জ: কু শিয়ারা নদীর তীরে,
→ নলছিটি: সুগন্ধা নদীর তীরে,
→ আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে,
→ চাঁদপুর: মেঘনা নদীর তীরে,
→ ভৈরব: মেঘনা নদীর তীরে,
→ পটু য়াখালী: পায়রা নদীর তীরে,
→ রাঙামাটি: কর্ণফু লী ও শংখ নদীর তীরে,
→ নোয়াখালী: মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে,
→ সিরাজগঞ্জ: যমুনা নদীর তীরে,
→ টাঙ্গাইল: যমুনা নদীর তীরে,
→ কাপ্তাই: কর্ণফু লী নদীর তীরে,
→ গাজীপুর: তু রাগ নদীর তীরে,
→ পাবনা: ইছামতি নদীর তীরে,
→ মুন্সিগঞ্জ: ধলেশ্বরী নদীর তীরে,
→ সুনামগঞ্জ: সুরমা নদীর তীরে,
→ মংলা: পশুর নদীর তীরে,
→ নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর তীরে,

→ ঠাকু রগাঁও: টাঙ্গন নদীর তীরে,


→ শেরপুর: কংশ নদীর তীরে,
→ রংপুর: তিস্তা নদীর তীরে,
→ পঞ্চগড়: করতোয়া নদীর তীরে,
→ কু ড়িগ্রাম: ধরলা নদীর তীরে,
→ কক্সবাজার: নাফ নদীর তীরে,
→ ফেনী: ফেনী নদীর তীরে,
→ লালবাগের কেল্লা -বুড়িগঙ্গা নদের তীরে,
→ বরগুনা: বিশখালী ওহরিণঘাটা নদীর তীরে,
→ ঝালকাঠি: বিশখালী নদীর তীরে,

১.'ম্যান্ডেলা;লং ওয়াক টু ফ্রিডম ' চলচ্চিত্রের #পরিচালক --জাস্টিন চ্যাডউইক(যুক্তরাজ্য)।


২.বিশ্বের #প্রযুক্তির_রাজধানী বলা হয় কোন শহরকে--সিউল,( দক্ষিণ কোরিয়া)।
৩.#বিসিবির প্রথম নির্বাচিত #সভাপতি কে--নাজমুল হাসান পাপন।
৪.#পাংথুমাই জলপ্রপাত কোথায় অবস্থিত --ঘোয়াইনঘাট,(সিলেট)।
৫.বাংলাদেশের প্রথম #জিএম _শস্য --বিটি বেগুন।
৬.বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন #পিপীলিকা তৈরী করেছে যে বিশ্ববিদ্যালয় --শাহজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট)।
৭.#শালবন বিহারের প্রকৃ ত নাম কি--ভবদেব বিহার।
৮.২০১৯ ইংল্যান্ডে যে বিশ্বকাপ #ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্চে তা কততম--১২ তম।
৯.#ব্রিকস ব্যাংকের প্রথম সভাপতির দায়িত্ব পালন করা দেশের নাম--ভারত।
১০.#দারিদ্র্যের_দুষ্ট_চক্র তত্ত্বের প্রবক্তা কে--অধ্যাপক নার্কাস।
গত ৩ মাসের কারেন্ট এফেয়ার্স এবং পত্রিকা থেকে সংগৃহীত ১০০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক
MCQ যা বি.সি.এস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গূরুত্বপূর্ণ।
০১. বর্ত মান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কু ড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্ত মান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট , সেন্টোসা দ্বীপ,
সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্ত মান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফু টবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতু ন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতু র বর্ত মান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কে ট প্লেস- "দ্য টু আওয়ার জব
ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্ত মান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্ত মানে দেশে তফসিলিভু ক্ত ব্যাংকের সংখ্যা - ৬২ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফু লের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্ত মানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধু র জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্ত মানে নদী বন্দর- ৩৩টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্ত মানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্ত মানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্ত মান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতু ন মহাসচিব - কু মি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট
লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্ত মান সদস্য দেশ- ১৪ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্ত মান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডে ন " অবস্থিত - টিকাটু লি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায়
ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন
আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয়
দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্ত মান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডে ন,
টিকাটু লি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কু মার মালানি (পিপলস পার্টি র)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃ ত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম--
আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষু দ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্ত মান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্ত মানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তু ম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতু র দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক ।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকু রিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম
দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে
সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জ ন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্ত মানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্ত মানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি
টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।

☞ পাট গবেষণা বোর্ড →→মানিকগঞ্জ


☞ নদী গবেষণা কেন্দ্র →→ফরিদপুর
☞ রাবার গবেষণা বোর্ড →→ কক্সবাজার
☞ তাঁত গবেষণা বোর্ড →→ নরসিংদী
☞ চা গবেষণা কেন্দ্র→→ শ্রীমঙ্গল, সিলেট
☞ ইক্ষু গবেষণা কেন্দ্র →→ঈশ্বরদী, পাবনা
☞ ডাল গবেষণা কেন্দ্র→→ ঈশ্বরদী, পাবনা
☞ গম গবেষণা কেন্দ্র→→ দিনাজপুর
☞ আম গবেষণা কেন্দ্র→→ চাঁপাইনবাবগঞ্জ
☞ মসলা গবেষণা কেন্দ্র →→বগুড়া
☞ রেশম গবেষণা কেন্দ্র →→রাজশাহী
☞ বন গবেষণা কেন্দ্র→→ চট্টগ্রাম
☞ পাহাড়ি কৃ ষি গবেষণা কেন্দ্র→→ খাগড়াছড়ি
☞ ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র →→চাঁদপুর
☞ ধান গবেষণা ইনস্টিটিউট→→ জয়দেবপুর, গাজীপুর
☞ তু লা গবেষণা ইনস্টিটিউট→→ যশোর
☞ আলু গবেষণা ইনস্টিটিউট→→ রংপুর
☞ কলা গবেষণা ইনস্টিটিউট→→ রামপাল, বাগেরহাট
☞ চামড়া গবেষণা ইনস্টিটিউট→→ হাজারীবাগ, ঢাকা
☞ তামাক গবেষণা ইনস্টিটিউট→→ রংপুর
☞ গরু গবেষণা ইনস্টিটিউট→→ সাভার
☞ মহিষ গবেষণা ইনস্টিটিউট→→ বাগেরহাট
☞ ছাগল গবেষণা ইনস্টিটিউট→→ সিলেট
☞ হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট→→ নারায়ণগঞ্জ
☞ হরিণ গবেষণা ইনস্টিটিউট→→ শরণখোলা, বাগেরহাট
☞ কু মির (মিঠা পানি) গবেষণা ইনস্টিটিউট→→
ভালুকা, ময়মনসিংহ
☞ কু মির (লোনা পানি) গবেষণা ইনস্টিটিউট→→
দুলহাজারা, কক্সবাজার
☞ মৎস্য গবেষণা কেন্দ্র→→ বাংলাদেশ কৃ ষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
☞ পুষ্টি গবেষণা ইনস্টিটিউট →→ঢাকা বিশ্ববিদ্যালয়।

#বিশ্বের_বিখ্যাত_ব্যাংকঃ-
★বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- চীনে। 
★বিশ্বের প্রথম ব্যাংক --- ব্যাংক অব শান্সী। 
★ব্যাংক অব শান্সী প্রতিষ্ঠিত হয় --- খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে। 
★বিশ্বের প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক --- ব্যাংক অব ইংল্যান্ড। 
★বিশ্বের প্রথম সরকারী ব্যাংক --- ব্যাংক অব সুইডেন। 
★বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- ১৬৫৬ সালে। 
★বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- ১৬৯৪ সালে। 
★বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- ইংল্যান্ডে। 
★বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় --- মিসরে। 
★ব্যাংকিং ব্যবসা প্রথম শুরু হয়েছিলো --- ইতালিতে। 
★বিশ্বের প্রথম যৌথ উদ্যোগে ব্যাংক গড়ে উঠে --- ইতালিতে। 
★বিশ্বে প্রথম যৌথ উদ্যোগে ব্যাংক গড়ে উঠেছিলো --- l ৭০০ সালে। 
★বিশ্বের প্রথম নোট ইস্যুকারী ব্যাংক --- ন্যাশনাল ব্যাংক অব সুইডেন। 
★বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক --- ব্যাংক অব বার্সিলোনা। 
★উপমহাদেশের প্রথম আধুনিক ব্যাংক --- হিন্দুস্থান ব্যাংক। 
★উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক --- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। 
★উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক --- হাবিব ব্যাংক লিমিটেড।
পোস্টটি পড়ে ভালো লাগলে শেয়ার,,লাইক ও কমেন্ট করে সাথেই থাকু ন।

You might also like