You are on page 1of 7

যখন পিচ্চি ছিলাম তখন থেকেই শখ ছিলো পুরো দুনিয়া চষে বেড়াবো। কত দেশ আছে পৃথিবীতে? ২০০+?

কোন দেশ বাদ


দিবোনা। এই পৃথিবী পুরো দেখার আগেই যদি মারা যাই আফসোস থেকে যাবে।

উপরওয়ালা আমার মনের কথা শুনেছেন কিনা কে জানে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চু কাবার পরেই ঢু কে গেলাম ট্রাভেল এজেন্সি
লাইনে। তবে ভ্রম ভাঙল কিছুদিন পর! যখন বুঝলাম যে নিজের ঘোরার সময় নেই, মানুষের ট্রাভেল প্ল্যান করতে করতেই দিন
পার।

তবে এর মাঝেই সল্প বাজেট, দুনিয়ার ঝামেলার মাঝে সাহস করেই দেশের মধ্যে এবং বাইরে বেশ কিছু জায়গা ঘুরে ফেললাম
লাস্ট কয়েক বছরে। তবে শান্তি পাইনি। এখনো যে লিস্টের ৯৯% ই বাকি!

দেশ ভ্রমনের মানে হলো ঘরের পাশে শিশিরবিন্দু দেখার আনন্দ। কিন্তু বিদেশ ঘুরার আবেদনটা আমার কাছে ভিন্ন! বিভিন্ন মতের
মানুষ, রঙ বেরঙের প্রকৃ তি, বিভিন্ন ভাষা - কালচার, খাবারদাবার আমার খুব বেশি কাছে টানে। দুনিয়ার প্রতিটা প্রান্ত খুব কাছ
থেকে দেখার ইচ্ছা থেকেই বিদেশ ভ্রমণের নেশাটা শুরু।

বেশ কিছুদিন ব্যস্ততার কারণে পোস্ট কম দেওয়া হচ্ছে। কিন্তু যখন দেখলাম @bdcommunity আমার ফেভারিট টপিক
সিলেক্ট করে দিয়েছে লেখার জন্য, ভাবলাম এই সুযোগ মিস করা উচিত হবেনা। আবার প্ল্যান করে অনেক কিছু লিখবার ও
সময় পাচ্ছিনা। ভাবলাম ছবি ব্লগ দিয়ে দেই। ছবি নীরবে অনেক কথা বুঝিয়ে দেয় অকপটে যা হাজার লাইন লিখেও বুঝানো
সম্ভব না!

## হিমালয় কন্যা নেপাল!

যদিওবা কাছের দেশ ভারত, কিন্তু ভারত টপকে নেপালেই ছিলো আমার প্রথম বিদেশ ভ্রমণ। চার বন্ধু মিলে এক সপ্তাহের মধ্যে
প্ল্যান করে নেপাল ট্যুর হয়ে গেলো আমাদের। অবশ্য নেপাল যাবার আরেকটা কারণ ছিলো ভিসা ঝামেলা নেই, অন এরাইভাল
ভিসা। নেপালে কাঠমুন্ডু , সারানকোট, পোখারা সহ বেশ কিছু জায়গা ঘুরার সৌভাগ্য হয়েছে।

![]
(https://images.hive.blog/DQmcpknMhfYVqhi4r1TMR2xvRsCmRR8AV8PsLhXSqLDAeSy/16508471_
10211698706531294_2537534336349115793_n.jpg)

বুদ্ধনাথ মন্দির, কাঠমুন্ডু । প্রচু র পায়রা উড়ে বেড়ায় এইখানে। প্রচু র ভীর ছিলো এইখানে।
![]
(https://images.hive.blog/DQmXU6TtzidedWzj8sChGLp4u3BWvunL8FVWf7grqwytSoK/16473295_10
211700419414115_3628770673278008207_n.jpg)

কাঠমুন্ডু দুর্বার স্কয়ার। বছর কয়েক আগে ভূ মিকম্পে ওল্ড কাঠমুন্ডু সহ বেশ কিছু দর্শনীয় স্থানের মারাত্মক ক্ষতি হয়েছিলো।
তার মধ্যে দুর্বার স্কয়ার একটি।

![]
(https://images.hive.blog/DQmZCK21xDn2dfcJanbNfvb56tjvw8f7FYEyxY5Jh7SsiUG/16426282_10211
687971102915_2799200060604243671_n.jpg)

দারুণ এক ভদ্রলোক ছিলেন। খুব ভোরে সূর্যোদয় দেখতে সারানকোটের পাহাড়ে উঠে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে গল্প জুড়ে
দিয়েছিলাম। পিছনে হিমালয়ের এক প্রান্ত।

![]
(https://images.hive.blog/DQmNQ86uwr8F4xY3ina4gHtzqBRaJKkfnTagNXaWRr24tdk/16601640_102
11682394323499_3859951104394420375_o.jpg)

পোখারায় অবস্থিত ফিওয়া লেকের সৌন্দর্য বলার মত না। অদ্ভু ত শান্তিময় একটা জায়গা। এই শান্তির জন্য ইউরোপিয়ানরা
এইখানে এসে মাসকে মাসও থেকে যায়।

## Incredible India!

কথায় আছে, যদি একই সাথে প্রকৃ তির সব রুপ দেখতে চাও, তবে ভারত যাও! কি নেই এইখানে - মরুভু মি, তু ষারপাত,
পাহাড়, সমুদ্র, ওয়াটারফল, একেবারে টোটাল প্যাকেজ যাকে বলা যায়। পার্সোনাল এবং অফিসের কাজের সুবাদে বেশ
কয়েকবার ভারত যাবার সৌভাগ্য হয়েছে।

![]
(https://images.hive.blog/DQmRijvG76XJVMZmBomu4A9xz6EiYN9SLAaxjBUEh9My5Ab/25791139_
10214633030487559_2562786233134428382_o.jpg)
এই সেই প্যানগং লেক (লাদাখ) যার আশেরপাশের দখল নিয়ে এখন ভারত আর চীনের ধুন্ধু মার মারামারি চলছে। ভাগ্য
ভালো ঘুরে এসেছিলাম। অপার্থিব সৌন্দর্য। ছবি দেখে কল্পনাও করা যাবেনা এর বাস্তব সৌন্দর্য।

![]
(https://images.hive.blog/DQmPt3rgMcbk2LrubUYNHdZEhWwZL3yoduXkcRTYFq2DMLe/22154555
_10213913677864193_4935953973060455462_n.jpg)

খারদুংলা পাস! বিশ্বের সবচাইতে উঁচু মোটরেবল রোড এইখানে অবস্থিত। প্রায় ১৭০০০ ফিট উচ্চতায় উঠে দম বন্ধ হয়ে যাবার
দশা।

![]
(https://images.hive.blog/DQmWfL8Ynx5m3nfKHaE2qhQpN97hXuCBCmQDSAxvahZwbHZ/IMG_20
181106_112657.jpg)

কাশ্মীরের বেতাব ভ্যালি! সানি দেওলের বেতাব মুভির পরেই এই জায়গার এমন নাম।

![IMG_20181106_085932.jpg]
(https://images.hive.blog/DQmbpkcqs5Hxin7a5nspL5P8s2ubeXNBwBJW2Dik5U4dGr8/IMG_20181106
_085932.jpg)

কল্পনা করুন আপনার রুমের জানালা থেকে ঘুম থেকে উঠেই এমন ভিউ। পাহালগাম, শ্রীনগর।

![]
(https://images.hive.blog/DQmQ9vgx7xiRkbrGzCg1jHTAGPXUzeg8oRtPwqYKUVRP3VR/IMG_2018
1107_180113_HHT.jpg)

শ্রীনগরের ডাল লেকের পাশে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরানো হাউজবোট।
![]
(https://images.hive.blog/DQmQcbvGBGSMqUsEyUuvpjwgQCg6jzv6h58LXy9ss2nLJgy/IMG_201811
08_202004_HHT.jpg)

ইন্ডিয়া গেইট, দিল্লী।

![]
(https://images.hive.blog/DQmeoxbaV32w2TFMskbvkvrEzo2ZRoqV357n6Sv5FHALgCj/IMG_2018110
9_152221.jpg)

ইন্দিরা গান্ধীর বাসভবন এখন মিউজিয়াম। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ালাম।

![]
(https://images.hive.blog/DQmYPecjpDa98kWZvwt7a77koZi7Ry7o4sDgKwWZssSPhZn/IMG_2018111
1_124530.jpg)

সাইন্স সিটি, কলকাতা। কলকাতায় যতবার আসি আপন লাগে এই শহরটাকে।

## দ্বীপের দেশ ইন্দোনেশিয়া!

ইন্দোনেশিয়া, বিশেষ করে বালি না গেলে জীবনটা বেশ কয়েক আনাই বৃথা থাকতো। বিশেষ করে কাপল অথবা ব্যাচেলর
ট্রিপের জন্য বালি হলো বেস্ট টু রিস্ট ডেস্টিনেশন। আমি অবশ্য ব্যচেলর ট্রিপে গিয়েছিলাম। ;) বিভিন্ন দেশের মানুষের সাথে
বন্ধু ত্ব, আড্ডা- পার্টি , আনলিমিটেড বিন্তাং বিয়ার আর অপার্থিব সৌন্দর্যের সাথে দারুণ ১০ টা দিন কাটিয়েছিলাম এই সপ্নের
জায়গায়। পুরো গল্প আরেকদিন হবে।

![]
(https://images.hive.blog/DQmVGs6aCWHoJugSUEivaxSnm3FJHpFkWMZGtxcbpGXEZ8n/48428929_
2302974373081044_8019512890132267008_n.jpg)

বালির খুব বেশি ছবি নেই আমার কাছে। থাকলে হার্ড ড্রাইভের চিপায়। যা আছে সব গিলির। গিলি তারাঙ্গন হলো আপনার
স্বপ্নের দ্বীপ। কি নেই এই দ্বীপে! নির্জ নে সময় কাটাতে চান? অথবা সারারাত ধুমসে পার্টি করতে চান? সব পারবেন এইখানে।
![]
(https://images.hive.blog/DQmQef8AH1Hxbo6AbkDMN7tQCo9STo3a9skZh4SSoPh1k85/48411675_23
02974499747698_5745218159464415232_n.jpg)

এই দ্বীপে শুধু সাইকেল আর ঘোরার গাড়ি ছাড়া কিছু নেই।

![]
(https://images.hive.blog/DQmPZHFUETSoNonZPG6JnALAR9JNWMihRkFSkrANKphFyhQ/4842311
0_2302987823079699_6899840337976492032_n.jpg)

দূরে আরেক শহর লম্বক দেখা যাচ্ছে।

![]
(https://images.hive.blog/DQmQ8QwAa6LE89iMJQG1NafCRQDHLaX4JsmZucRWP7kBqeY/4842018
7_2304621552916326_3882405549433683968_n.jpg)

স্নোরকেলিং করার সময় পানির নিচে!

![]
(https://images.hive.blog/DQmQoZnniM2ogs36ypdAv9s5c2sEnBCFT8McRZBBEngGHDT/48394446_1
0217293312072936_4680703651793076224_n.jpg)

বিকালের গিলি! মনে আছে টানা কয়েক ঘন্টা ছাউনি দেওয়া টং এ বসে অপলকে সৌন্দর্য গিলেছি।

## স্বর্গরাজ্য থাইল্যান্ড!

থাইল্যান্ড বর্ত মানে টু রিস্টদের মধ্যে অন্যতম জনপ্রিয় ডেসটিনেশন। করোনার আউটব্রেকের ঠিক আগেই ঘুরে এলাম ব্যাংকক,
ফু কেট, পাতায়া। এইটাও ছিলো ব্যাচেলর ট্রিপ! ;) কথায় আছে - ফ্যামিলি অথবা বউ নিয়ে কোনদিন পাতায়া যাবেন না। :P
তবে ফু কেট হলো যুগলদের জন্য পারফেক্ট টু রিস্ট স্পট।
![]
(https://images.hive.blog/DQmU9kCk3wA5hqEh1oVuPm2y7qB45KLgKpdZYFEtES7SWY4/IMG_202
00118_132418.jpg)

পাতায়ার কোরাল আইল্যান্ড, আইল্যান্ডের পাহাড়ের উপর থেকে তোলা। পানি অদ্ভু ত রকমের নীল!

![]
(https://images.hive.blog/DQmZa46kLpKDYtk5tXsfMdJKJQYVPDWVx2sVgbpFeRacCZf/IMG_20200
118_113850.jpg)

সেইম কালারের পানি ইন্দোনেশিয়াতেও পেয়েছি। আমাদের দেশের সেইন্টমারটিনের পানিও অনেকটা কাছাকাছি।

![]
(https://images.hive.blog/DQmSf3DeUHTL84tyWTsSr2Wpmd2YJGhJ3pNxRmMoSDMBXCf/IMG_20
200117_232629.jpg)

পাতায়া ওয়াকিং স্ট্রিটের একটি বার।

![]
(https://images.hive.blog/DQmRRNc8gbJCgEEBeP5LE8cHiFu9vtz3ZgXRL2NXRVcoyqA/IMG_20200
117_223245.jpg)

ওয়াকিং স্ট্রিট, পাতায়া।

![]
(https://images.hive.blog/DQmbXtAExaXoNSTLTjSR1BuZAUdeimEVSaeX3gnBgKhEYMT/IMG_202
00119_134805.jpg)

ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড । জিরাফ ভাইজান খাবারের লোভে উঁকি দিতে এলেন।

![]
(https://images.hive.blog/DQmbpyJsQuv7Nq68wdiVgCA11JjGBcwVmmnzLUqHcops3jB/IMG_202001
19_212325.jpg)

রাতের ব্যাস্ত ব্যাংকক!


-------

You might also like