You are on page 1of 4

অনলাইন পেমেন্ট পদ্ধতি

অনলাইনের মাধ্যমে অর্থ প্রদানের জন্য, দয়া করে ট্রাইএঙ্গেল এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.triangle.com.bd/ ভিজিট করুন এবং
নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

পদক্ষেপ ১: “Payment” মেন্যু তে ক্লিক করুন।

পদক্ষেপ ২: “Online Payment” সাবমেন্যু নির্বাচন করুন।

পদক্ষেপ ৩: Existing Customer প্যানেলের "Enter Customer ID" ফিল্ড এ আপনার ইউজার আইডিটি লিখুনএবং Next বাটনটি ক্লিক
করুন।

পদক্ষেপ ৪: "Service Type" ফিল্ড এ গিয়ে ড্রপ-ডাউন বার থেকে একটি সার্ভি স টাইপ নির্বাচন করুন যার জন্য আপনি অর্থ প্রদান করতে চান।
পদক্ষেপ ৫: আপনি যে পরিমাণ টাকা প্রদান করতে চান তা "Enter Amount" ফিল্ড টিতে টাইপ করুন।

পদক্ষেপ ৬: Terms and Conditions গুলো সাবধানতার সাথে পড়ু ন এবং “Payment” অপশনটি সচল করতে “Click to accept terms and
condition” অপশন টি সিলেক্ট করুন। অবশেষে Payment এ ক্লিক করুন।

পদক্ষেপ ৭: "Enter Card Number" ফিল্ড এ আপনার ডেবিট / ক্রেডিট কার্ড নম্বর প্রবেশ করান।

পদক্ষেপ ৮: কার্ডে র VALID THRU তারিখটি "MM/YY" ফিল্ড এ লিখুন।


পদক্ষেপ ৯: “CVC/CVV” ফিল্ড এ আপনার ডেবিট / ক্রেডিট কার্ডে র পিছনে প্রদর্শিত ৩/৪ ডিজিট এর একটি পিন নম্বর আছে সেটি প্রদান করুন।

পদক্ষেপ 10: "Card Holder Name" ফিল্ডে ডেবিট / ক্রেডিট কার্ডে প্রদর্শিত নামটি লিখুন এবং নীল রঙের "Pay XX.XX BDT" বার টিতে ক্লিক
করুন।

পদক্ষেপ ১১: একটি One Type Password স্বয়ংক্রিয়ভাবে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে সেটি Enter Your OTP ফিল্ডে
লিখুন।

পদক্ষেপ ১২: পেমেন্ট প্রক্রিয়া শেষ করতে “Continue” বাটন্ টিতে ক্লিক করুন।
অবশেষে, আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করতে একটি “Success” নোটিফিকেশন দেখাবে।

Thank You

You might also like