You are on page 1of 2

.১/আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা পূর্ববর্তী প্রস্তুতিমূলক কি কি কার্যক্রম চালু আছে?

বিগত
বন্যা গুলোতে কি কি কার্যক্রম পরিচালনা করেন? এতে এলাকার লোকজন কেমন উপকৃ ত হয়েছে?
কার্যক্রমগুলোর ফলাফল কি ছিল?
প্রথমত যেসব অবকাঠামো (যেমন নদীর বাঁধ) আছে সেসব মেরামত বা মেইনটেনেন্স করি ।দ্বিতীয়তঃ ঝুঁকিপূর্ণ স্থানের
একটি তালিকা তৈরি করি, যেসব জায়গায় নদী ভাঙ্গনে সমস্যা হতে পারে।

২।সাইক্লোন বা ঘুর্ণিঝড়ের মত বন্যার জন্যও আগাম সতর্ক বার্তার প্রয়োজনীয়তা কে আপনি কিভাবে দেখেন?
আপনার জানা মতে বর্ত মানে বন্যা নিয়ে কি কি সতর্ক বার্তা চালু আছে? এলাকার লোকজন এই সতর্ক বার্তার সুফল
কেমন পাচ্ছেন বলে আপনি মনে করেন?
সেটা আছে বন্যার জন্য সতর্ক বার্ত া দেওয়া হয় আমাদের পাঁচ দিনের একটি প্রোগ্রাম আছে বোর্ড
থেকে পূর্বাভাস দেওয়া হয় আমরাও চেষ্টা করি এই তথ্যগুলো বিতরণ করা

.৩। যেহেতু এই এলাকাগুলো বন্যা প্রবণ, এখনকার লোকজন কি তার জন্য বন্যার আগে থেকে প্রস্তুতি
নিয়ে রাখে বলে আপনি মনে করেন? তারা সচরাচর যে ধরণের প্রস্তুতি নিয়ে থাকে সে সম্পর্কে
আপনার ধারণা শেয়ার করবেন? এই প্রস্তুতি কি যথেষ্ট? (না হলে) কিভাবে ভালো প্রস্তুতির ব্যবস্থা
করা সম্ভব?

তাদের প্রস্তুতি থাকে ।এখানে দু তিনটা বিষয় রয়েছে । প্রথমত ,তাদের খাদ্য নিরাপত্তা ।তারপর তাদের গবাদি পশু ও
সম্পত্তি সরিয়ে নেওয়া /এবং জমিতে ফসল থাকলে তা সময়মতো কেটে নেওয়া /তারা যদি হাতে তিন চার দিন সময়
থাকতে ইনফরমেশন পায় তবে তাদের ফসল কেটে নিতে পারে।

.৪।সময় (স্থায়ী/সাময়িক) আশ্রয় কেন্দ্রে থাকা লোকদের জন্য আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি কি কার্যক্রম আছে?
বিগত বন্যার সময় পরিচালিত কার্যক্রমগুলো সম্পর্কে একটু বলুন? কার্যক্রমগুলোর ফলাফল/ সফলতা কেমন
ছিল?
এটা জেলা প্রশাসন থেকে নেওয়া হয়। তাদেরকে বিভিন্ন ধরনের ত্রাণ দেয় । শুকনা খাবার এবং ওষুধপত্র। শিশু খাদ্যও
দেয়া হয় ।

.৫।বিগত বছরগুলোতে বন্যার সময় এলাকার লোকজন কিভাবে খাদ্য নিরাপত্তা জনিত বিষয়গুলো
রক্ষা করে? এক্ষেত্রে কি পদক্ষেপ নিলে এলাকার লোকজনর জন্য খাদ্য সংগ্রহ/সরক্ষণ করতে কিংবা
ত্রাণ পেতে সহজ হবে?
খাদ্য নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। এই বছর কারো ঘরের চাল নেই ,এমন হয়নি। শুধু বন্যার মধ্যে রান্না করাটা
প্রবলেম।

৬। বন্যার সময় এই সরকারি সহায়তা সুবিধাগুলো ছাড়া আর কাদের পক্ষ থেকে সুযোগ সুবিধা
জনগণ পায় বলে আপনার জানা আছে? এই সব সুযোগ সুবিধা কি সহজলভ্য? এগুলো প্রয়োজন
মেটাতে সক্ষম? এগুলো মানুষের কাছে পৌছাতে কি কোন প্রতিবন্ধকতা আছে? (যদি থাকে) তা
থেকে উত্তরণের উপায় কি?
কিছু এনজিও আছে । যেমন -রেডক্রস বা রেড ক্রিসেন্ট। তারা সরকারের পাশাপাশি খাদ্য বা ওষুধ পত্র দিয়ে
সহায়তা করে।

৭।।বন্যায় এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, ইত্যাদি অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্থ হয়।
এই ক্ষতি পূরণে আপনার প্রতিষ্ঠান কী ভূ মিকা (যদি রেখে থাকে) পালন করে আসছে? এই ক্ষতি পূরণে কিংবা
সর্বনিম্ন পর্যায়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলো কি কি ভূ মিকা পালন করতে পারে?

প্রথমেই এসেস করা হয় কতটু কু ক্ষতি হলো ।তারপর পুনর্বাসন এর জন্য বরাদ্দ নিয়ে মেরামত করা হয়।

৮। ।অত্র এলাকায় বন্যা কারণগুলো কি কি? আমরা কিভাবে বন্যার নেতিবাচক প্রভাব কমাতে পারি? কি কি পদক্ষেপ
নিলে বন্যাকালীন ক্ষতির পরিমাণ কমানো সম্ভব?
যমুনা নদী নিজস্ব পানি ধরে রাখার যে ক্ষমতা , এটি কমে গিয়েছে। কারণ নদীর বিভিন্ন জায়গায় চর পড়েছে ।
পাশাপাশি আমাদের পানি আসে ইন্ডিয়া এবং চায়না থেকে । কিন্তু সেডিমেন্ট ক্যারি করার জন্য মিনিমাম ফ্ল দরকার
তা আমরা পাইনা, এর ফলে অনেক চর পরে।

৯। আপনার সাথে যোগাযোগের জন্য সবচেয়ে ভালো মাধ্যম কি হতে পারে?


মোবাইলে কন্টাক্ট করতে পার...

১০। এই গবেষনা সম্পর্কে আপনি জানতে আগ্রহী হন, তবে কিভবে জানালে আপনার জন্য সুবিধা হয়? (পিডিএফ
রিপোর্ট /ওয়ার্ক শপ/মিটিং/ সেমিনার- অন্য যেকোন ধরণের মাধ্যম সংযুক্ত হবে
ওয়ার্ক শপ করতে পারেন।

১১/ যদি বন্যাকালীন প্রয়োজনিয়তা রক্ষার জন্য কোন ফোরাম/প্ল্যাটফর্ম করা হয় তবে কি তাতে
অংশ নিতে আগ্রহী?
সেটা করা যাবে।

You might also like