You are on page 1of 1

কেন একটি সংকটের মূহুর্ত নতু ন উদ্ভাবনের জন্য শ্রেষ্ঠ সময়?

এ পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠিত কম্পানি আছে যারা কোন না কোন সংকটের সময় তাদের পথচলা শুরু
করেছে।

১৯৭৪ সালে আমেরিকায় শুরু হয় অর্থনৈতিক সংকট যা চলে ১৯৭৫ পর্যন্ত। কিন্তু এরই মাঝে ১৯৭৫ সালের ৪ এপ্রিল, বিল
গেটস এবং তার শৈশবকালীন বন্ধু পল মিলে একটি ছোট কোম্পানি শুরু করেন যার কাজ ছিল কম্পিউটার সফটওয়্যার
তৈরী। এবং তার নাম দিলেন মাইক্রোসফট।

মাত্র ১৩ বছর বয়সে গেটস প্রথম সফটওয়্যার প্রোগ্রাম লিখেছিলেন। যার মধ্যে শৈশবের বন্ধু পল অ্যালেনও
অন্তর্ভু ক্ত ছিলেন। গ্র্যাজুয়েশন শেষে আইনজীবি হবেন বলে বাবা-মায়ের আশা ছিল। কিন্তু নতু ন সংস্থায় মনোযোগ
দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ত্যাগ করেন। একই সময় তার বন্ধু পলও বোস্টনে প্রোগ্রামারের চাকরি ছেড়ে
দিলেন।

প্রথমদিকে, তাদের পথ চলা মোটেও ততোটা সুবিধাজনক ছিল না। গেটস এর পরবর্তী অ্যাকাউন্ট অনুসারে, Altair
computer এ যারা BASIC ব্যাবহার করছিলেন তাদের মাঝে কেবল মাত্র ১০% পেমেন্ট করেছিল।

এরই মাঝে মাইক্রোসফট এবং অ্যাপল একসাথে বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করতে থাকে। স্টিভ জবস Macintosh
computer এর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে অনুরোধ করেন। MS-DOS এবং সমগ্র মাইক্রোসফট বন্ধ হয়ে
যেতে পারে এই আশংকা দেখতে পান বিল গেটস। এরপর এক ক্যাম্পেইনে নতু ন অপারেটিং সিস্টেম হিসেবে “Windows”
আসছে বলে ঘোষণা করেন, যার পুরোটাই ছিল মিথ্যা।

পরবর্তীতে ১৯৮৫ সালের নভেম্বর মাসে, মাইক্রোসফট উইন্ডোজ চালু করে।

১৯৮৭ সালে, যখন মাইক্রোসফট জনসাধারণের মার্কে টে এসে পৌঁছায়, বিল গেটস তখন মাত্র ৩১ বছর বয়েসে বিশ্বের
সর্বকনিষ্ঠ ধনী হয়ে ওঠেন। ২০১৯ সালের এপ্রিল মাসে অ্যাপল এবং আমাজনের পরেই মাইক্রোসফট তৃ তীয় মার্কি ন
পাবলিক প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেয়, যার মূল্য হয়ে যায় ১ ট্রিলিয়ন ডলারের বেশি । মার্কে ট রেভিনিউ
অনুসারে, ২০১৬ সালে এটি ছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার প্রতিষ্ঠান।

২০২০ এর কোভিড-১৯ সংকট নতু ন কোন উদ্ভাবন রেখে যাবে?

You might also like