You are on page 1of 3

Project Name

Removing Early Marriage


Group Name : Sonali Sopno.
Batch No : 06
Group No : 02

Leader Name
Mehnaj Chowdhury Tumpa.
Other’s Members :
Priyanka Mitra.
Nifiza Haq Nisha
Srabony Akter Etty
Mst. Murshida Khatun.
Mst. Aloo
1. Group Name : সোনালী স্বপ্ন

2. Issue Address : বাল্য বিবাহ রোধ

3. Model Brief :

বর্ত মানে আমাদের দেশে বাল্য বিবাহ একটি অন্যতম সামাজিক ব্যধি। বাল্য বিবাহ হওয়ার মূল কারন
গুলো হচ্ছে শিক্ষার অভাব, দারিদ্রতা, নিরাপত্তাহীনতা, কু সংস্কার, অসচেতনতা, লিঙ্গ বৈষম্য, আইন
প্রয়োগের অভাব।

বাল্য বিবাহের ফলে মেয়েদের তথা সমাজের অনেক বড় ক্ষতি সাধিত হয়। বিবাহিত মেয়েরা পুষ্টিহীনতার
শিকার হয়। শিশুরাও পুষ্টিহীনতার শিকার হয়। অনেক মেধার অবমূল্যায়ন হয়।

আমাদের Business মডেলটা হচ্ছে Early Marriage এর উপর ভিত্তি করে। আমরা কিভাবে কোন
Business Plan ব্যবহার করে Early Marriage দূর করতে পারবো এবং একটা Peaceful Society
গড়তে পারবো।

 Awareness Campaign – Parents, School.

আমাদের Business plan এমন হবে যে, আমরা পাইকারী মূল্যে বই, খাতা, কলম, স্যানিটারী-ন্যাপকিন
ইত্যাদি ক্রয় করব। এবং এসব হতদরিদ্র মেয়েদের দ্বারা বিক্রি করবো। এক্ষেত্রে আমরা শিক্ষকের
সহায়তা নিব। শিক্ষকরা ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের ঐ সব ছাত্রীদের কাছ থেকে পন্য কেনার জন্য বলবে।
নির্বাচিত মেয়েরা স্কু ল মাঠে টিফিন সময়ে এসব পন্য বিক্রি করবে।

১ম Component হলো Customer Segment : আমাদের Most Important Customer গুলো


হলো Students, Teachers and Staff.

২য় হচ্ছে Value Proposition : অর্থাৎ তারা এখানে কি কি সুবিধা পাবে। Students রা Stationary
গুলো খুব সহজে হাতের কাছেই পাবে। তাছাড়া মেয়েরা স্যানেটারী ন্যাপকিন সহজেই পাবে। এসব
কিনতে দোকানে যেতে হবে না। এবং সচেতন মূলক কথা দ্বারা তারা Sanitary Napkin সম্পর্কে
সচেতন হবে। তাই Early Marriage reduce হবে। Peaceful Society হবে।

৩য় Channels : Channels অর্থাৎ এই Business Plan টা আমরা কোথায় কিভাবে কার্যকরী


করবো। School এর এক পাশে Stationary বিক্রিয় জন্য Teacher ও managing Committee
থেকে Permission নিব।(Teacher Under Privileged girls own direct.

৪র্থ Customer Relationship : আমাদের মডেলের Customer relationship মূলত long term
হবে। personal ও হতে পারে যদি বাহিরের কেউ ক্রয় করে টিফিন সময়ে।

৫ম হচ্ছে Revenue Stream : মানে হচ্ছে রাজস্ব বা আয় Revenue Stream হবে আমাদের callect
করা বিভিন্ন fund, donation এবং Stationary গুলো Sale করে সে অর্থ পাবো।
৬ষ্ঠ হচ্ছে Key Resources : আমাদের মডেলের Physical resources হলো ব্যাগ, ভ্যান, স্টল এবং
Stationary things, Financial resources হলো NGO, Fund, training, Idea human resources
হলো Underprivileged girls.

৭ম হচ্ছে Key Activities : আমাদের activities গুলো হলো : বিক্রি করা এবং ক্রয় করা, সতর্ক তা
বৃদ্ধি করা, Stationary গুলো available করা, early marriage reduce করা এবং মেয়েদের বিভিন্ন
ভালো কাজে inspire করা এবং সর্বপরি এবটা Peaceful Society তৈরি করা।

৮ম হলো Key Partner :

আমাদের Business মডেলের Key Partner হবে Parents, Teacher, Managing


Committee, Chairman, NGO, Bank, Touch People & Shopkeepers.

এবং Fainally cost Structure.

মডেলের Fixt cost গুলো Bags, posters, bannars, Van এবং transportation cost এবং
variable cost গুলো হচ্ছে বই, খাতা, কলম, ম্যাগাজিন, আর্ট পেপার, কালার পেন্সিল, পেন্সিল,
স্যানিটারি ন্যাপকিন Healthy Snakes.

সর্বপরি,

আমরা আমাদের এই Business Plan টা কাজে লাগিয়ে গ্রামের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ১০-১৮
বছর বয়সী মেয়েদের Empowered করা এবং তাদের পিতা-মাতাকে সচেতন করার মাধ্যমে সমাজ
থেকে পুরোপুরি early marriage দূর করা।

You might also like