You are on page 1of 4

দুটি মন আর নেই দুজনার

দুটি মন আর নেই দুজনার ।।


রাত বলে আমি সাথী হব যে
ফাগুনের রাতে আমি রূপকথা হয়ে কাছে রব যে।।
দুটি মন আর নেই দুজনার ।

ফু ল বলে রঙে আর ছেও না


পাখি বলে আর গান গেও না ।।
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কত কথা কব যে
দুটি মন আর নেই দুজনার ।

শুকতারা বলে আমি আছি তাই


দিশাহারা হতে আর ভয় কি ।।
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রব যে
দুটি মন আর নেই দুজনার ।
**
এক বৈশাখে দেখা হলো দুজনার

এক বৈশাখে দেখা হলো দুজনার


জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার

তখনি তো হলো দেখা


যেই না নয়ন কিছু পেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়

প্রথমে চমক ছিল


তারপরে ভালোলাগা এসেছে
ভু লে গেছি সেই মন
যে মন খুশির স্রোতে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
**
বলছি তোমার কানে কানে
কণ্ঠঃ লতা মঙ্গেশকর
ছবিঃ আমার তু মি
--------------------
বলছি তোমার কানে কানে...আমার তু মি
বলছি আমার গানে গানে...আমার তু মি ।
আজকে আমার প্রান পেয়েছে,
অনেক নতু ন ভাষা ;
অনেক দিনের স্বপ্ন যে,
অনেক দিনের আশা !
বলছি তোমার কানে কানে...আমার তু মি
বলছি আমার গানে গানে...আমার
তু মি।।
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম,
আমরা দু’জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম !
চিরদিনই থাকবে একই...আমাদের এই
ভালবাসা !
বলছি তোমার কানে কানে...আমার তু মি
বলছি আমার গানে গানে...আমার
তু মি।।
তু মি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন;
হও না তু মি আরও কাছের,
হও না তু মি আরও আপন !
এক সাগরে মিলবো বলে...তোমার আমার
স্রোতে ভাসা !
বলছি তোমার কানে কানে...আমার তু মি
বলছি আমার গানে গানে...আমার
তু মি।।

**

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়


এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু ।।
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু ।।

আমলকি পেয়ালের কু ঞ্জে,


কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
জানি কোন সুরে
মোরে ভরালে গো বন্ধু ।।

বাতাসের কথা সে তো কথা নয়


রূপ কথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোন কথা নেই
যেন দুটি আঁখি ভরে
রাখে হাসিতে।।
কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তু মি বলবে।
কোন মালা গেঁথে গলে
পরালে গো বন্ধু ।।
**
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে
তু মি নাহয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে
আরও কিছু কথা না হয় বলিতে মোরে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।

সুরে সুরভীতে না হয় ভরিতো বেলা


মোর এলোচু ল লয়ে বাতাস করিতো খেলা,
সুরে সুরভীতে না হয় ভরিতো বেলা
এলো চু ল লয়ে বাতাস করিতো খেলা,
ব্যাকু ল কত না বকু লের কুঁ ড়ি
রয়ে রয়ে যেত ঝরে,
ওগো না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে।

কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়


সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয়,
ভাবেরও লীলায় না হয় ভরিতো আঁখি
আমারে না হয় আরো কাছে নিতে ডাকি,
না হয় শোনাতে মরমের কথা
মোর দুটি হাত ধরে,
ও গো না হয় রহিতে কাছে,
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে।

You might also like