You are on page 1of 2

DAAD Scholarship

BANGLADESHI STUDENT FORUM GERMANY·THURSDAY, 30 MAY 2019·

DAAD Scholarship

কাদের জন্যঃ যারা মাস্টার্স বা সম মান শেষ করেছেন

কতদিনেরঃ ৩ বছর, কিছু ক্ষেত্রে ৪ বছর

স্কলারশিপে কি কি দিবেঃ • বৃত্তি হিসেবে প্রতিমাসে ১০০০ ইউরো • বাংলাদেশ টু জার্মানি বিমান ভাড়া
এককালীন• ইউনিভার্সিটি টিউশন ফি ছাড় • DAAD হেলথ ইন্সুরেন্সটি বহন করবে• শুরুতে ৬ মাসের ভাষা
শিক্ষা (টিউশন ফি, বাসা, কিছু পকেট খরচ)• বউ/স্বামী জন্য একটা নির্ধারিত টাকা, অতিরিক্ত বাসা ভাড়া
*শর্ত সাপেক্ষ

যোগ্যতা ও শর্তঃ• ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি, বা ডিপ্লোমা, কিছু স্পেশাল ক্ষেত্রে ব্যাচেলর• পড়াশুনার বিরতি
(মাস্টার্স থেকে এপ্লাই পর্যন্ত মাঝখানের সময়) ৬ বছরের বেশি থাকা যাবে না• জার্মান প্রফেসর বা
সুপারভাইজার থেকে প্রাপ্ত এক্সেপ্টেন্স লেটার যেখানে ইউনিভার্সিটির প্যাডে একটি পরিষ্কার রেফারেন্স ও
সুপারভিশনের কথা উল্লেক থাকবে।

• ভাষাঃ ইংরেজির দক্ষতা দেখাতে হবে ন্যাচারাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এ। আর সাথে কিছুটা জার্মান
জানা লাগবে আর্ট স, সোশ্যাল সায়েন্স, ল্য এর ক্ষেত্রে (*তবে দেখে নিতে হবে)

অথবা

• ইউনিভার্সিটি কর্তৃ ক ভর্তি পত্র বা এডমিসান লেটার (সরাসরি PhD প্রোগ্রাম)• একটি রিসার্চ প্রপোজাল
যেখানে কাজের শিডিউল ও অতিত কাজের বর্ণনা থাকবে• এপ্লিক্যান্ট বাংলাদেশে বসবাস করে এমন হতে
হবে বা জার্মানিতে ১৫ মাসের কম সময়ের জন্য ছিল এমন হতে হবে। জার্মানিতে ১৫ মাসের বেশি বাস
করেছে এমন প্রার্থী যোগ্য নয়

অনলাইনে আপ্লাই করতে হবে। (http://goo.gl/P35uQL)

কি কি কাগজপত্র লাগবেঃ

• পুরনকৃ ত অনলাইন ফরম

• CV বা বায় ডাটা , সর্বোচ্চ ৩ পাতা

• প্রফেসর থেকে পত্র যেখানে লেখা থাকবে সে আপনাকে গাইড করতে আগ্রহী। বা এডমিশন লেটার বা
এমন কোন প্রমাণ যে আপনার এডমিশন বিবেচনা করা হয়েছে।• রিসার্চ প্রপজালঃ প্রোজেক্ট এর বর্ণনা ও
খরচ ও সময়সূচী সহ সর্বোচ্চ ১০ পাতার একটি লিখিত প্রপোজাল । যেখানে সুপারভাইজার ও অন্যান্য
প্রয়োজনীয় জিনিষের এগ্রিমেন্ট থাকবে এমনকি পূর্বের রিসার্চে র তথ্য ও থাকতে পারে। • সকল সনদ ও
মারকশিটের সত্যায়িত ফটোকপি (স্কানড ফাইল বা PDF)। ইংরেজি বা জার্মান ভাষার হতে হবে।

• IELTS: Band 6, for TOEFL: 550 paper based, 213 computer based, 80 internet based

অলরেডি প্রজেক্ট রেডি সেক্ষেত্রে -• ইউনিভার্সিটির সরাসরি এডমিশান লেটার বা একসেপ্টেন্স লেটার •
লিস্ট অফ পাবলিকেশন । সবমিলিয়ে সর্বচ্চ ১০ পাতা। • সকল সনদ ও মারকশিটের সত্যায়িত
ফটোকপি। ইংরেজি বা জার্মান ভাষার হতে হবে।

*** অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ১লা অক্টোবর

পরে -
অ্যাপ্লিকেশান সামারি, হেলথ সার্টি ফিকেট ও সদ্য সাইন করা ২ টি রেফারেন্স লেটার DAAD হেড অফিসে
পাঠাতে হবে। বিস্তারিতঃ https://goo.gl/0whkXU

অনলাইন এপ্লিকেশন এর নিয়মঃ http://goo.gl/P35uQL

স্কলারশিপের তালিকাঃ https://goo.gl/vhG6im

Writer: A B Siddique Biplob

You might also like