You are on page 1of 2

বক্রীগ্রহ বা retrograde planets-------------

বক্রী গ্রহেরা জ্যোতিষ শাস্ত্রে এক আশ্চর্য ব্যাপার।আমরা জানি প্রতিটি গ্রহের সূর্যের চারপাশে এক নির্দি ষ্ট
দূরত্বে ও গতিতে প্রদখ্খিন করে থাকে।যদি কোন গ্রহ সূর্য থেকে যতটা দূরত্বে যাওয়ার কথা,তার থেকে বেশি
দূরে গেলে আবার তখন পিছু হটে চলতে থাকে যতক্ষণ না সেই বেশি চলা শেষ হয়।এই প্রথমে বেশি চলে পরে
সেটাকে আগের অবস্থায় ফেরৎ আসার পর্য্যায়কে বক্রী অবস্থা বলে।
এখানে রবি ও চন্দ্র কোন সময়ই ব্ক্রী হয়ে না,তাই বাদ।রাহু ত কেতু সবসময়ই বক্রী,তাই এই নিয়ম খাটে
না।বাকি রইলো মংগল,বৃহস্পতি,শনি,বুধ,শুক্র।
আগেই বলে রাখা ভাল এই বক্রী গ্রহের ধারণা কিন্তু জ্যোতির্বিদ্যার অন্তর্ভু ক্ত নয়।এই visualization বা দেখা
টা জ্যোতিষবিদ্যার অন্তর্গত।
সাধারণ গ্রহের স্বভাবের সাথে বক্রী গ্রহের স্বভাবের অনেক তফাৎ আছে।
তার আগে গ্রহের ধরন জানা দরকার।
মংগল পরাক্রমের কারক।সে তেজস্বী,নির্ভীক।সে অংকে ভাল ,দেশের প্রতিরক্ষার কাজ সে করে।সে
ব্যাক্তিত্বময়।সে চট করে মাথা গরম করে না কিন্তু সে কাউকে ভয় পায় না।
কিন্তু সে যখন বক্রী হয়,তখন সে ভীতু কাপুরুষ অথবা অতিরিক্ত বদমেজাজি।সামান্য কিছু তেই রেগে যায় ও
তার রাগ কোন বাধা মানে না।সে যা কিছু করে দিতে পারে।সে দাম্ভিক ও নিজেকে সবজান্তা মনে করে।নেশা
করা,কাম বিকৃ তি অপরাধী মন কাজ করে।
বৃহস্পতি জ্ঞান ও বিদ্যার কারক।বাকপটু ,ধীর স্থির
বিনীত,শান্ত,যে কোন বিবাদ মেটাতে সক্ষম।বিবেচক,মানুষের পাশে থাকে,ঈশ্বরভক্ত,সামাজিক।
সৎ পরিণত মানুষ,সুখী প্রশাসনের সাথে যুক্ত,শিক্ষা আইনবিদ চিকিত্সক ইত্যাদি কাজের
সংগে যুক্ত থাকেন।
ব্ক্রী থাকলে বৃহস্পতি হয়ে অত্যাধিক কথা বলেন ,স্থান কাল পাত্র না বুঝেই ।অথবা বোকার মতো কথা বলেন
অথবা নির্বাক থাকেন।ঈশ্বর ভক্ত
ভাব দেখালেও মূলত প্রতারক ঠকবাজ ,ভন্ড সন্যাসী যারা টাকা মেরে দেয়।নিজের সম্পর্কে বড় বড় কথা
বলে।সংযমের আড়ালে লোভী কামূক মদ মাংসে আসক্ত করে।সম্পদ জমাতে থাকে।
শনি
শনি সাধারনত কম কথা বলে।শনি প্রবল পরিশ্রমী ও শনি শীর্ষে উঠতে অনেক বছর লাগে।তিল তিল করে
ধৈর্যহারাতে না হয়ে কাজ করে যায়।শনিবার বাস্তববাদী । তাই সব কিছু চিন্তা ভাবনা করে এগোয়।শনিবার
নিয়মতান্ত্রিক।কাজ ই তার জীবনের একমাত্র সাধনা।টেকনিক্যাল কাজ,কৃ ষি বিদ্যা,স্থাপত্য বিদ্যা,খনিজ
বিদ্যা,চিকিত্সা বিদ্যা কালো দেখতে জিনিস থেখে সাফল্য লোহা চামড়া সংক্রান্ত বিষয় থেকে লাভ।
বক্রী শনি
অলস প্রকৃ তির,নিয়মতান্ত্রিক একেবারেই নয়।কোন কিছু তেই আগ্রহ নেই।বাজে সংগ ও বাজে কাজের দিকে
ঝোঁক,অল্প টাকার জন্যে যে কোন কাজে আপত্তি নেই।জীবনে প্রচূ র ঝড় ঝাপটা চলে,নিঃসংগী তেমন হলে
যাবতীয় সম্পদ শেষ হয়ে যাওয়া ওখারাপ অবস্থায় চলে যাওয়া।কথা বার্ত া খোঁচা দিয়ে বলা ইত্যাদি।
বুধ
বুধ কে জ্যোতিষ শাস্ত্রে বালক গ্রহে বলা হয়।অর্থাত্ বুধ হাসি খুশী চন্চল প্রাণবন্ত স্বভাবের।তীব্র
বুদ্ধিমান,বাকপটু ,কাব্যে,আঁকা লেখায় পারদর্শী।
জাতক অংক, বিজ্ঞানে কমার্সের ভাল ফল করতে পারে।জন সংযোগ বিশেষ শুভ।সাদাসিধে সৎ জনপ্রিয়।যে
কোন স্থানে কথা বলতে পারে।
ব্ক্রী
জাতক অত্যধিক বাচাল,অপরিণত,বুদ্ধির দৌড়াও নেই।দায়িত্ব নিতে পারে না।মতিস্থির নেই,বারবার সিদ্ধান্ত
বদব।
কথা বলতে পারে নাবেশী কৌতু হলী।অগোছালো
এমনকি হাত সাফাই করা,মিথ্যে বলার ইত্যাদি চলে।
শুক্র
সৌন্দর্য সচেতন,সবমিলিয়ে আকর্ষণীয়,নানা গুণে গুণী।সংগীত নৃত্যে শিল্পী সূলভ গুণ যুক্ত।ভদ্র নরম
কথাবার্ত া শান্তিপ্রিয়।রসায়ন বিদ্যা,জীব বিদ্যা,জেনটিক্স,মাইক্রোবায়লজি,যে কোন ক্রিয়েটিভ ব্যাপারে
পারদর্শী।জাতকের প্রতি নারীরা আকৃ ষ্ট থাকবে।জাতক বিলাসী হবে।
বক্রী
জাতকের মধ্যে নানা গুণ সত্তেও চূ ড়ান্ত ভোগবাদী হবে।সেটা যে কোন ধরণের
নারী জীবনে একটি বিশেষ ভূ মিকা নিতে পারে।জাতকের যাবতীয় অধঃপতন এই পথ ধরে আসতে পারে।
বিশেষ করে অপদার্থ নারীদের জন্যে তলিয়ে যাওয়া সম্ভব।
তবে আরো সব দিক দেখে বিচার করাই ভাল।বিক্রী গ্রহের সম্পর্কে নানা মত আছে।বক্রী গ্রহের
ফল কখন পাওয়া যাবে ঠিক নেই।বিক্রী গ্রহের দৃষ্টি নিয়েও নানা মত আছে।কাজেই বক্রী গ্রহ কিছু টা
রহস্যময়।

7You and 6 others

You might also like