You are on page 1of 6

প্রসংগ সূর্যাস্তের সময় ও ইফতারি

SANJIR HABIB·FRIDAY, JUNE 24, 2016

আবহাওয়া বিভাগ থেকে সূর্যাস্তের সময় যেটা দেয়া হয়, সেই


মুহুর্তে ইফতার করা প্রসংগে:

এটা অনেকে করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে নেয়ার হাদিসের উপর আমল করার
নিয়তে। ‘‘মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা অনতিবিলম্বে
ইফতার করবে।’’ - বুখারি ও মুসলিম। এখানে নিয়ত ভালো।

আবার যারা বিদেশে থাকে, তাদের ইফতারির সময় পাওয়া যায় না, তাই পত্রিকায় সূর্যাস্তের
সময় দেখে ইফতারি করে।

তবে একটা সমস্যা।

১। এই সময়টা রাউন্ডেড। এপ্রক্সিমেট। নিচে যেমন 6 টা 47 মিনিট ২০ সেকেন্ডে হিসাব


দেখানো হয়েছে। এটাই পত্রিকায় সূর্যাস্তের সময় হিাসাবে ছাপানো হবে ৬ টা ৪৭। ২০
সেকেন্ডটা বাদ দেয়া হবে কারন এটা ইনসিগনিফিকেন্ট। এটা হিসাব করছেন তো?

২। এটা শহরের কেন্দ্রের জন্য প্রযোজ্য। কেন্দ্র থেকে প্রতি কিলোমিটার দূরে গড়ে আড়াই
সেকেন্ড করে বাড়ে-কমে। দূরে কোন দিকে সেটার উপর ভিত্তি করে এই সময়টা আরো
বাড়বে। এটার কথা হিসাব করেছেন তো?

৩। যাকে বলে Horizontal Dip. সূর্যাস্তের সময় হিসাব করা হয় ভু মির সমতলে দাড়িয়ে
সূর্যাস্ত দেখলে যা হতো, সেই সময়। কিন্তু মদিনাতেও সাহাবা কিরামগন পাশের একটা টিলার
উপর দাড়িয়ে সূর্যাস্ত-সূর্যদয় দেখতেন। আর আমারা ইফতারি করি ৩ তলা ৪ তলায় বসে।
এটার কথা মনে রেখে হিসাব করেছেন তো?

তাই উপদেশ:

১। কমপক্ষে ১ মিনিট যোগ করেন। উপরের ১ নম্বর পয়েন্টের জন্য। নচেৎ ৫০-৫০% চান্স
সূর্য অস্ত যাবার। সম্ভাবনা আছে সূর্য তখনো অস্ত যায় নি।

২। পারলে ২ মিনিট যোগ করেন। এটা সেইফ। যেহেতু অপনি শহরের কেন্দ্রে থাকেন না।
২-৩ সেকেন্ড পার কিলোমিটার কিন্তু একটা সিগনিফিকেন্ট সময়।
৩। পারলে ৩ মিনিট যোগ করেন। ভু মি থেকে আপনার উচ্চতার জন্য, আর বাতাসের
refection এর তারতম্যের জন্য। এর পর আর সন্দেহ থাকে না।

৪। ঢাকা শহরে থাকেন না। কিন্তু ঢাকা জেলায় থাকেন। এবং শহরের হিসাব করা সময়
মত ইফতারি করেন। তবে হিসাব করা সময়ের সাথে ৪ মিনিট যোগ করে করেন।

ঢাকা শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে সূর্যোদয়ের


সময়ের কতটু কু পার্থক্য হয় সেটার হিসাব

শীতকালে: ১লা জানুয়ারী

কেন্দ্রে সূর্যাস্ত: 5:22:27

উত্তরে: 5:22:16 (-11 সেকেন্ড)

পূর্বে: 5:22:04 (-24 সেকেন্ড)

দক্ষিনে: 5:22:38 (10 সেকেন্ড)

পশ্চিমে: 5:22:51 (23 সেকেন্ড)

আর গৃস্মকালে: ১৮ই জুন

কেন্দ্রে সুর্যাস্ত: 6:47:41

উত্তরে: 6:47:53 (11 সেকেন্ড)

পূর্বে: 6:47:17 (-24 সেকেন্ড)

দক্ষিনে: 6:47:29 (-12 সেকেন্ড)

পশ্চিমে: 6:48:05 (23 সেকেন্ড)

কংক্লুশন: ১০ কিলোমিটার রেডিয়াসে কেন্দ্র থেকে আধা মিনিট। এবং শহরের এক প্রান্ত থেকে
অন্য প্রান্তের মাঝে ১ মিনিট পর্যন্ত সময়ের হের ফের হতে পারে।
ঢাকা শহরের কেন্দ্র কোথায়?

ঐতিহাসিক ভাবে ঢাকার কেন্দ্র ধরা হয় 23°42′N 90°22′E তে। এটা বৃটিশ আমল থেকে
চলে আসছে। দুনিয়ার সব ডাটাবেইসে এই কোঅর্ডি নেটটা দেয়া আছে। এবং ইন্টারনেটের সব
সাইটে ঢাকার জন্য এটাকে কেন্দ্র ধরে নামাজের সময় হিসাব করে।

এটাই তাহলে ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট, ঠিক?


না ভু ল।
Map এ এই লোকেশনটা বুড়িগঙ্গার ঐ পাড়ে কেরানিগঞ্জে।

সেখান থেকে আমার বাসা ১০ কিলোমিটার দূরে,


গুলশান ২০ কিলোমিটার দূরে এবং
উত্তরা ৩০ কিলোমিটার দূরে।

উইকিপিডিয়াতে কোঅর্ডি নেট টা।


https://en.wikipedia.org/wiki/Dhaka

আর এর প্রোজেকশন, উইকির লিংক থেকে।


https://tools.wmflabs.org/geohack/geohack.php…

Google maps এ
https://www.google.com/…/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d23.7…

সূর্যাস্তের হিসাবের সময়ের সাথে কয়েক মিনিট যোগ করা হয় বলে এটা নিয়ে আমি ভাবি
না। কিন্তু কোনো মিনিট যোগ না করে সেকেন্ড ধরে এক্সাক্ট সময়ে ইফতার করলে এটা
নিয়ে ভাবতে হয়।

কেউ যদি আমাকে বলে আমার বাসা ঢাকার কেন্দ্রের কাছে, তবে আমি মনে মনে ভাবি "সে
কি এই সব কিছু জেনে বলছে?"

FAQ:

প্রশ্ন: আমি রেডিও টিভিতে আজান যখন দেয় তখন ইফতার করি। আমার কি দেরি করতে
হবে?
উত্তর: না। আজান দিলে করতে পারবেন। সেখানে এটার জন্য দেরি করেই আজান দেয়া
হয়।

প্রশ্ন: তাহলে এটা বলার উদ্যেশ্য কি?

উত্তর: এটা এডভান্সড পাবলিকের জন্য। :V

আবহাওয়া বিভাগ থেকে সূর্যাস্তের যে সময় প্রকাশ করা হয়


ঐ সময়ে সুর্য কতটু কু ডু বে?

এটা একটা কমন প্রশ্ন।

সূর্যের কেন্দ্র যখন মাথার উপর থেকে নেমে ৯০ ডিগ্রী ৫০ মিনিট [৯০° ৫০'] নিচে নেমে
যায়, তখন বিশ্বব্যপি আবহাওয়া অফিসের সূর্য়াস্ত হিসাব করা হয়।

৯০° নিচে নামলে সূর্যের কেন্দ্র দিগন্ত বরাবর থাকে। এর পর আরো ১৬' নামলে সূর্যের বাকি
অর্ধেকটা ডু বে যায়। এর পর বাতাসের প্রতিসরন [ atmospheric refraction ] এর জন্য আরো
৩৪' নামতে হয়। যোগ করলে ৯০° ৫০'।

৩৪' ধরা হলেও এটা ৫' বাড়ে বা কমে প্রতিদিন বাতাসের তাপমাত্রার উপর নির্ভ র করে।
ক্ষেত্র বিশেষে ১° উপর হতে পারে। ১০'- ১৫' পার্থক্যের জন্য সূর্যাস্ত সময়ে ১ মিনিট পার্থক্য
হয়।

সে কারনে সূর্যাস্তের সময়ের সাথে সেকেন্ড দেখানো হয় না কখনো। এটা approximate. আধা
মিনিট কম বেশি হতে পারে। এর থেকে একুরেটলি হিসাব করার উপায় নেই।

Reference:

http://www-rohan.sdsu.edu/~aty/explain/atmos_refr/understanding.html
উচু বিল্ডিংয়ে ইফতার করলে সূর্যাস্তের সময় পরিবর্তি ত হয়
কিনা?

মনে করেন: মাটিতে দাড়িয়ে আমি দেখলাম এই মাত্র সূর্যাস্ত হয়ে গিয়েছে। সংগে সংগে গাছের
মাথায় ঊঠে গেলে আমি আবার সূর্যের কিছু অংশ দেখতে পারবো।

উপরে ঊঠলে আরো দূরে দেখা যায় বলে।

এটাকে বলে horizontal dip.

সহজ করে বললাম।

এখন এর জন্য কত তলায় উঠলে কতটু কু সময় দেরিতে সূর্যাস্ত হবে?

নির্ভ র করে, লোকেশনের উপর। পৃথিবীর যত উত্তর বা দক্ষিনে যাবেন, তত বেশি পার্থক্য
হবে।

সহজ হিসাব:

৪ তলায় থাকলে আধা মিনিট পর সূর্যাস্ত দেখতে পাবেন।

১০ তলায় ১ মিনিট

২৫ তলায় দেড় মিনিট।

সহজ ফরমুলা:

মিনিট দেরি হবে = 0.3 * √( তলা )

In depth knowledge: [ নিচের আর্টি কেল থেকে উপরের ফরমুলাটা বের করা হয়েছে ]

http://www-rohan.sdsu.edu/~aty/explain/atmos_refr/dip.html

রেলিভেন্ট: বুরুজ খলিফার টপ ফ্লোরে পাচ মিনিট পর ইফতারি করতে হবে।

http://www.thenational.ae/uae/fatwa-means-late-iftar-on-top-burj-khalifa-floors
সূর্যাস্তের সময় আর ইফতারির সময় নিয়ে একটা পোষ্ট লিখেছিলাম। কিন্তু এখানে সাইন্টিফিক ফ্যেক্টগুলো উল্লেখ করেছিলাম।
কোনো ফতোয়া দেয়া হয় নি।

তাই "কোন সময় ইফতার করবো?" এটা আপনার মাজহাব-মানহাজের ব্যপার। আপনারটা আমার উপর চাপানোর কোনো
কারন নেই। বা আমিও আপনাকে আমার সময় মতো ইফতার করতে বলছি না। আপনার ভালো-মন্দ আপনি যতটু কু বুঝেন
ততটু কু অনুসরন করবেন।

দ্বিতীয়তঃ এটা লিখেছিলাম মূ‌লতঃ হানাফিদের জন্য। সালাফিতে এই সংক্রান্ত ফতোয়ার ভিন্নতা আছে।

সালাফিতে : "তাড়াতাড়ি ইফতার করার জন্য ডু বার কিছু আগেও যদি কেউ ইফতার করে ফেলে তবে সমস্যা নেই কারন
রাসুলুল্লাহ ‫ ﷺ‬একবার এরকম করেছিলেন।"

বা,

হানাফিতে : "নিশ্চিৎ হয়ে ইফতার করতে হবে আগে করে ফেললে রোজা আবার কাজা করতে হবে"

এ ধরনের ফতোয়ার জন্য যার যার আলেমদের সংগে যোগাযোগ করুন।

এধরনের কোনো ফতোয়াতে আমার কোনো আপত্তি নেই। পার্থক্য আছে। এটা জেনেই আমি চলার চেষ্টা করি।

জাজাকাল্লাহ।

You might also like