You are on page 1of 3

কুইজ প্রতিযোগিতা - ২০১৯

বিসমিল্লাহির রহমানির রহীম


1. পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি ? উ: সূরা কাউছার
2. পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি ? উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
3. সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে ? উ: জুমুআর দিন।
4. মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে ? উ: কাবিল।
5. ইসলামের প্রথম মুআযযিন কে ? উ: বিলাল (রা:)।
6. দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো ? উ: ১০ জন।
7. দাজ্জালের কোন চোখটি কানা হবে ? উ: ডান চোখ।
8. কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে ? উ: সূরা বাকারা কে।
9. জান্নাতী নারীদের সর্দার কে হবেন ? উ: ফাতিমা (রা:)।
10. জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ? উ: দরিদ্রদের।
11. জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে ? উ: নারীদের।
12. কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন ? উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।
13. OIC এর সদর দপ্তর কোথায় ? উ: জেদ্দায়।
14. বর্তমান হিজরী সন কতো ? উ: ১৪৩৯।
15. কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন ? উ: উমার (রা:)।
16. ঈমানের শাখা কতোটি ? উ: সত্তর এর অধিক।
17. বিদআত কাকে বলে? উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
18. জান্নাতে মানুষের বয়স কতো হবে? উ: ৩৩।
19. কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো? উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
20. রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? উ: বোরাক।
21. 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে? উ: সূরা ফাতিহা কে।
22. কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি? উ: আয়াতুল কুরসী।
23. কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ? উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।
24. মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি? উ: সালাত।
25. কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো? উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।
26. কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন? উ: খাদিজা (রা:)।
27. 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা? উ: রাসূল (সা:) এর জীবনী।
28. আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়? উ: শাওয়াল মাসে।
29. দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না? উ: মক্কা ও মদিনা।
30. ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন? উ: মুসলিমদের।
31. পবিত্র কোরআন নাযিল হতে মোট কত বছর লেগেছিল ? উত্তরঃ ২৩ বছর।
32. সর্বপ্রথম কোথায় কোরআন নাযিল হয় ? উত্তরঃ হেরা পর্বতের গুহায় (মক্কার অদূরে)|
33. আল কোরআনে পারার সংখ্যা কত ? উত্তরঃ ৩০ পারা|
34. আল কোরআনে সূরার সংখ্যা কত ? উত্তরঃ ১১৪ টি।
35. পবিত্র কোরআনে সূরাসমূহ কত ভাগে বিভক্ত ? উত্তরঃ দুই ভাগে: মাক্কী সূরা ও মাদানী সূরা।
36. মাক্কী সূরার সংখ্যা কত ? উত্তরঃ ৮৬ টি।
37. মাদানী সূরার সংখ্যা কত ? উত্তরঃ ২৮ টি।
38. আল কোরআনে সর্বমোট আয়াত সংখ্যা কত ? উত্তরঃ ৬৬৬৬ টি।
39. আল কোরআনের প্রথম সূরা কোনটি ? উত্তরঃ সূরা ফাতেহা।
40. আল কোরআনের সর্বশেষ সূরা কোনটি ? উত্তরঃ সূরা আন নাস।
41. পবিত্র কোরআনের দীর্ঘতম সূরা কোনটি ? উত্তরঃ সূরা আল – বাকারাহ।
42. পবিত্র কোরআনের ক্ষুদ্রতম সূরা কোনটি ? উত্তরঃ সূরা কাউছার।
43. উম্মূল কোরআন বলা হয় কোন সূরাকে ? উত্তরঃ আল-ফাতিহা।
44. জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী কার উপাধি ? উত্তরঃ হযরত ওসমান (রাঃ)।
45. কোরআন শরীফে জের, যবর, পেশ এবং হরকত সংযোজন করেন কে ? উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ।
46. পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক কে? উত্তরঃ মৌলোভী নঈমুদ্দীন (১৮৩৬), প্রকাশক- ভাই গিরিশ চন্দ্র সেন (১৮৮৬)।
47. মুসলমানদের মধ্যে প্রথম পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন কে ? উত্তরঃ মাওলানা আমীর উদ্দিন বসুনিয়া।
48. পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদক কে? উত্তরঃ ড. তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্র)
49. হযরত মুহাম্মদ (সঃ) হিজরত করেন কত খ্রিষ্টাব্দে ? উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।
কুইজ প্রতিযোগিতা - ২০১৯
50. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি ? উত্তরঃ মদিনা সংবিধান ( এর ৪৭ টি ধারা ছিল)।
51. প্রধান আসমানি কিতাব কতটি ? উত্তরঃ ৪টি।
52. কোন আসমানি কিতাব কার উপর নাযিল হয়েছিল ? উত্তরঃ তাওরাত – হযরত মূসা (আঃ), যাবুর – হযরত দাউদ (আঃ), ইঞ্জিল
– হযরত ঈসা (আঃ), আল কোরআন – হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর নাযিল হয়েছে।
53. ইসলামী জগতের দ্বিতীয় খলীফা কে? উত্তরঃ হযরত উমর (রাদি.)।
54. হযরত আলী (রাদি.) বিরত্বের জন্য কি উপাধি পেয়েছিলেন? উত্তরঃ আসাদুল্লাহ অর্থাৎ- আল্লাহর সিংহ
55. সাইফুল্লাহ (আল্লাহর তরবারী) উপাধি পেয়েছিলেন কে? উত্তরঃ হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রাদি.)
56. কোন দানশীল প্রতিদিন একটি করে গোলাম আযাদ করে দিতেন? উত্তরঃ হযরত উসমান গনী (রাদি.)।
57. কোন সাহাবীর শাহাদাতের পর ফেরেস্তারা তাঁর গোসল দিয়েছিলেন? উত্তরঃ হযরত হানযালা ইবনে আমের (রাদি.)।
58. মদিনায় ভুমিকম্প শুরু হলে কোন পুণ্যত্মার লাঠির আঘাতে তা বন্ধ হয়ে যায়? উত্তরঃ হযরত উমর (রাদি.) এর লাঠির আঘাতে।
59. কে সর্বপ্রথম বাইতুলমাল প্রবর্তন করেন? উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)।
60. হিজরী সন গণনাকারী কে? উত্তরঃ হযরত উমর (রাদি.)।
61. ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? উত্তরঃ হযরত বেলাল (রাদি.)।
62. খোলাফায়ে রাশেদীন কারা? উত্তরঃ খোলাফায়ে রাশেদীন ৪ জন। যথা ঃ- (১) হযরত আবুবকর (রাদি.) (২) হযরত উমর
(রাদি.) (৩) হযরত উসমান (রাদি.) (৪) হযরত আলী (রাদি.)।
63. খোলাফায়ে রাশেদীন এর রাজত্বকাল বা খেলাফত কত বছর স্থায়ী ছিল? উত্তরঃ ৩০ বছর।
64. হযরত মুহাম্মদ্ (সাঃ) কবে এবং কোথায় জন্ম গ্রহন করেন? উত্তরঃ তিনি ৫৭০ খ্রীষ্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্ম গ্রহন
করেন।
65. তাঁর পিতা-মাতার নাম কি? উত্তরঃ তাঁর পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা।
66. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম কোন মহিয়সী নারীর দুধ পান করেন? উত্তরঃ হযরত মা হালীমার।
67. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর উপাধি কি? উত্তরঃ আল-আমীন।
68. তিঁনি কত বছর বয়সে প্রথম বিবাহ করেন? উত্তরঃ ২৫ বছর বয়সে।
69. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথমা স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন কে? উত্তরঃ হযরত খাদিজা
(রাদি.)।
70. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? উত্তরঃ ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।
71. তিঁনি মদীনা নগরে পৌঁছে প্রথমে কার গৃহে প্রবেশ করেন? উত্তরঃ হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) এর গৃহে।
72. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম জুম’আর নামায কখন এবং কোথায় পড়েছিলেন? উত্তরঃ মক্কা থেকে
মদিনায় হিজরত কালে বনী সালেম মহল্লায়।
73. নবুয়তের কত বছর পরে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন? উত্তরঃ ৩ বছর পর।
74. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রধানতম স্থায়ী মো’জেযা কি? উত্তর ঃ কোরআন শরীফ।
75. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম ‘মোহাম্মাদ’ রাখেন কে? উত্তরঃ দাদা আব্দুল মুত্তালিব।
76. হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র অঙ্গে সর্বপ্রথম আঘাত করেন কে? উত্তরঃ অভিশাপ্ত আবু জেহেল।
77. বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণের সংখ্যা কত? উত্তরঃ ১১ জন।
78. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে হযরত জয়নাব বিনতে জাহাশের বিয়ে দিয়েছিলেন কে? উত্তর: স্বয়ং
আল্লাহ।
79. সাওম ফরজ হওয়া সম্পর্কে কোন সূরায় কত নম্বার আয়াতে নির্দেশ হয়েছে? উত্তরঃ সূরা বাকারার ১৮৩ নং আয়াতে
80. হজ্জের মূল সময় কখন? উত্তরঃ জিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত।
কুইজ প্রতিযোগিতা - ২০১৯
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঈমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা
ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালবাসবে। আমি কি তোমাদের তা বলে দিব না, কি করলে তোমাদের
মাঝে পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হবে? তা হলো, তোমরা পরস্পর বেশি সালাম বিনিময় করবে। [৩২] (ই.ফা. ১০০; ই.সে.
১০২)
আবূ হুরাইরাহ্‌(রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে সত্তার হাতে আমার জীবন, আমি তাঁর কসম করে বলছি, তোমরা
যদি পাপ না করতে তবে অবশ্যই আল্লাহ তোমাদের নিশ্চিহ্ন করে এমন সম্প্রদায় বানাতেন যারা পাপ করে ক্ষমা চাইতো এবং
তিনি তাদের মাফ করে দিতেন। (ই.ফা. ৬৭১২, ই.সে. ৬৭৬৮)

Chat Conversation End


Type a message...

You might also like