You are on page 1of 2

Chemical Spillage Drill কেমিক্যাল স্পিলেজ ড্রিল

সাধারণ নির্দে শিকাঃ


কর্মক্ষেত্রে ব্যাবহারের সময় অসতর্ক তা বসত কেমিক্যাল পড়ে গেলে বা কেমিক্যাল স্পিল হলে সেই সময়ের জরূরী
অবস্থা মোকাবেলা করাই এই ড্রিলের মূল উদ্দেশ্য। পেশাগত স্বাস্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ নিয়মিত
ভাবে এই “কেমিক্যাল স্পিলেজ ড্রিল (Chemical Spillage Drill)” পরিচালনা করবে এবং সেটি নথিভু ক্ত করবে।
পেশাগত সাস্থ ও নিরাপত্তা কমিটির সভাপতি নিয়মিত এই ড্রিলের নথী পর্যবেক্ষণ করবেন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে
কেমিক্যাল ব্যাবহারের সাথে জড়িত সকল ব্যাক্তিগণ এই ড্রিলের আওতাভু ক্ত থাকবেন। পেশাগত সাস্থ ও নিরাপত্তা
কমিটির সকল সদস্য অবশ্যই এই ড্রিল প্রত্যক্ষ করবেন।

সতর্ক তাঃ ড্রিলের সময় কেমিক্যাল হিসেবে পানি অথবা অন্য যে কোন সাধারণ রাসায়নিক পদার্থ (Non-Hazardous
Chemical) ব্যাবহার করতে হবে। কোন অবস্থাতেই জটিল রাসায়নিক পদার্থ (Hazardous Chemical Substances)
ব্যাবহার করা যাবে না। ড্রিল শুরূর আগে অবশ্যই কারখানায় অবস্থানরত সকল কর্মকর্তা, শ্রমিক, নিরাপত্তাপ্রহরী সহ
সবাইকে অবগত করতে হবে।

ড্রিলের সরঞ্জামাদিঃ কর্মক্ষেত্রে ব্যাবহৃত সকল কেমিক্যালের ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট (MSDS) এবং পর্যাপ্ত
পরিমাণ ব্যাক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জামাদি বা পিপিই Personal Protective Equipments or PPE) থাকতে হবে।
স্পিলের সময় ব্যাবহারের জন্য সরাঞ্জামাদি (Spill kits) যেমনঃ ¯পঞ্জ (অনংড়ৎনবহঃ), বালি, বেলচা, বালতি/ছোট পাত্র
ইত্যাদি থাকতে হবে।

কেমিক্যাল স্পিলের সময় অগ্নিকান্ড বা অন্য দুর্ঘটনা ঘটতে পারে, তাই পাবলিক হেলথ ও সেফটি সার্ভি স এবং পলমল
গ্র ƒ পের নিজস্ব হেলথ সেফটি এবং সিকিউরিটি সার্ভি সের ফোন নম্বর সম্বলিত পোস্টার থাকতে হবে।

ড্রিলের পদ্ধতিঃ

১) কেমিক্যাল স্পিলেজ হলে সর্বপ্রথম কেমিক্যালটি শনাক্ত করতে হবে। শনাক্তকরণের জন্য কেমিক্যালের পাত্রের গায়ে
ব্যাবহৃত লেবেল দেখতে হবে।

২) স্পিল হবার সাথে সাথে স্পিল এরিয়ার আশে পাশের লোকজনকে সতর্ক করতে হবে এবং যত দ্র ƒ ত সম্ভব ওই
জায়গা থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে।

৩) স্পিলেজ হওয়া কেমিক্যালটি অগ্নিদাহ্য হলে তৎক্ষণাৎ ওই এলাকার সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে
হবে বা সুইচ অফ করতে হবে। আশে পাশের সকল অগ্নিদাহ্য পদার্থ যেমন ফেব্রিক, কাঠ, এয়ার কন্ডিশনার, থিনার সহ
অন্যান্য অগ্নিদাহ্য পদার্থ নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে।

৪) কেমিক্যালের ধরনের উপর নির্ভ র করে স্পিল এরিয়া মারকিং করে দিতে হবে। এবং ওই যায়গায় সর্বসাধারণের প্রবেশ
নিষেধ (Restricted area/Lock Out) করে দিতে হবে।

৫) ড্রিলে অংশগ্রহণকারী সকল সদশ্যদেরকে স্পিলেজ হওয়া কেমিক্যালের ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট (MSDS) এ
নির্দে শিত পিপিই সমূহ পরিধান করে নিতে হবে।
৬) ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট (MSDS) অনুসারে পর্যাপ্ত ভেন্টিলেশন এর ব্যাবস্থা করতে হবে যেমনঃ দরজা-জানালা
খুলে দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যাবস্থা করা ইত্যাদি।

৭) এবসরবেন্ট ম্যাটেরিয়াল যেমন বালি দিয়ে স্পিলেজের স্থানটি ঘিরে দিতে হবে যাতে কেমিক্যালটি ছড়িয়ে না পড়ে এবং
স্পঞ্জ বা বালি দিয়ে কেমিক্যাল চু ষে নিতে হবে। ব্যাবহৃত ¯পঞ্জ অবশ্যই নির্দি ষ্ট পাত্রে রাখতে হবে। খেয়াল রাখতে হবে
এবজরবেন্ট ম্যাটেরিয়ালটি যেন কোনভাবেই ক্ষতিকারক না (Non-Hazardous) হয়।

৮) কেমিক্যাল স্পিল থেকে যদি কোন দুর্ঘটনা ঘটে তবে দ্র ƒ ত পলমল গ্র ƒ পের নিজস্ব হেলথ সেফটি এবং সিকিউরিটি
সার্ভি সকে অবহিত করতে হবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকলে পাবলিক হেলথ এবং সেফটি সার্ভি সকে
অবহিত করতে হবে।

৯) স্পিলের কারনে যদি কেউ আহত হয় তবে তাকে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট (MSDS) অনুসারে প্রাথমিক
চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে কারখানার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অধিক প্রয়োজনে আহত
ব্যাক্তিকে হাসপাতালে প্রেরণ করতে হবে।

১০) সর্বশেষে কেমিক্যাল স্পিলেজ এর মূল কারণ অনুসন্ধান (Root Cause Analysis) করতে হবে এবং প্রয়োজনমত
প্রতিরোধমূলক ব্যাবস্থা নিতে হবে।

You might also like