You are on page 1of 4

সমাধানঃ

ধরি, পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ যোগ করতে হবে

পিতার বয়স = পুত্রের বয়সের ৪ গুণ

পিতার ও পুত্রের বয়সের সমষ্টি=পুত্রের বয়সের ৫ গুণ

প্রশ্নমতে, বিকল্প পদ্ধতি


ধরি, পুত্রের বয়স = ‘ক’ বছর
৫৫ = পুত্রের বয়স x ৫
পিতার বয়স =৪ক বছর
পুত্রের বয়স = (৫৫ ÷ ৫)বছর প্রশ্নমতে,

= ১১ বছর ৪ক + ক = ৫৫
৫ক = ৫৫
পিতার বয়স = (১১ x ৪ )বছর
ক = ৫৫ ÷ ৫
= ৪৪ বছর
ক = ১১ = পুত্রের বয়স
উত্তরঃ পিতার বয়স ৪৪ বছর ও পুত্রের বয়স ১১ বছর।
অতএব, পিতার বয়স = (৪ x ১১) বছর

= ৪৪ বছর

উত্তরঃ পিতার বয়স ৪৪ বছর ও পুত্রের বয়স ১১ বছর।


সমাধানঃ

দেওয়া আছে,

১ টি হাঁসের দাম = ৮৫ টাকা

অতএব, ৩ টি হাঁসের দাম = (৮৫ x ৩)টাকা

= ২৫৫টাকা

এখন,

৪ টি মুরগি ও ৩ টি হাঁসের দাম একত্রে = ৬৩৯ টাকা বিয়োগ করে


পায়
৩ টি হাঁসের দাম (-)= ২৫৫ টাকা

৪ টি মুরগির দাম =৩৮৪ টাকা

আবার,
৪) ৩৮৪(৯৬
৪ টি মুরগির দাম = ৩৮৪ টাকা
৩৬
অতএব, ১ টি মুরগির দাম = (৩৮৪÷৪)টাকা
২৪
২৪
= ৯৬ টাকা

উত্তরঃ ৯৬ টাকা
পানিবাহিত রোগঃ

প্রঃ পানিবাহিত রোগ কাকে বলে?

উত্তরঃ জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে।

কল-কারখানার বর্জ পানির সাথে মিশলে নদীতে গরুর গোসল করানো

মল্মুত্র পানিতে ত্যাগ করলে দূষিত পানিতে থালা-বাসন মাজলে

দূষিত পানি দ্বারা গোসল করলে দূষিত পানি রান্নার কাজে ব্যবহার করলে

প্রঃ পানিবাহিত রোগ কিভেব মানুষের শরীরে বিস্তার লাভ করে?

উত্তরঃ বিভিন্নভাবে মানুষের শরীরে পানিবাহিত রোগ হতে পারে যেমনঃ-

 মানুষ বা প্রাণির মলমূত্র দ্বারা দূষিত পানি ব্যবহার করলে


 পান করা,গোসল করার কাজে, রান্না-বান্নার কাজে, ধোয়া-মোছার কাজে,দাত ব্রাশ
করার কাজে দূষিত পানি ব্যবহার করলে

প্রঃ পানিবাহিত রোগগুলো কি কি এবং এর লক্ষণসমূহ লিখ?

উত্তরঃ দূষিত পানি ব্যবহার এর ফলে নানা ধরনের রোগ হতে পারে যেমনঃ-

লক্ষণসমূহ নিম্নরূপঃ
 ডায়রিয়া

 পাতলা পায়খানা
 বমি
 জ্বর
 পেটব্যথা
 কলেরা
 আমাশয়
 জন্ডিস
 টাইফয়েড

You might also like