You are on page 1of 4

গণিত সাজেশন-২০১৯

শ্রেণিঃ তৃ তীয়
অধ্যায়ঃ৬ষ্ঠ পূর্ণমানঃ ৫০

(যোগ,বিয়োগ,গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা )


১) একটি ১৫০ মিটার লম্বা সুতার ৬ ভাগের ৪ ভাগ সিমাকে দেওয়া হলো । সিমা সুতার কত মিটার পেল ?
উঃ ১০০ মিঃ

২) ৩ টি ব্যাগ ও ৫ টি স্কেল এর মূল্য একত্রে ৫৭৫ টাকা। একটি ব্যাগের মূল্য ১৭৫টাকা । একটি স্কেল এর
মূল্য কত ? উঃ ১০ টাকা

৩) কালামের ওজন ৬০ কেজি । রানার ওজন কালামের ওজন থেকে ১৪ কেজি কম। সেলিমের ওজন ১৭
কেজি। রানা ও সেলিম এর ওজনের মধ্যে পার্থক্য কত ? উঃ২৯ কেজি

৪) একটি শ্রেণিতে ১৫ টি বেঞ্চ আছে। ৫টি বেঞ্চের প্রতিটিতে ৬ জন করে শিক্ষার্থী বসতে পারে। এরুপ ৭ টি
বেঞ্চের প্রতিটিতে ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে এবং বাকি বেঞ্চগুলোর প্রতিটিতে ৪ জন করে শিক্ষার্থী
বসতে পারে। ১৫ টি বেঞ্চে মোট কতজন বসতে পারে? উঃ ৭৭ জন

৫) রাজিব প্রতি মাসে ১৭৫ টাকা বৃত্তি পায়। তার ২ বছরের বৃত্তি থেকে সে রহিমকে ১৭৫ টাকা দেয়। তার কাছে
কত টাকা থাকল? উঃ৪০২৫ টাকা

৬) একটি বাক্সে ৭৩ টি কলম আছে। আরো ৩ টি বাক্সে ৭৯ টি কলম আছে। ৪টি বাক্সের কলম একত্রে করে
৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো; প্রত্যেকে কয়টি করে কলম ? উঃ ৬২ টি

৭) বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য ৬০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ২৫টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায়
ক্ষতিগ্রস্থ ১২ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে কত টাকা করে পাবে ?উঃ১২৫ টাকা

৮ ) পিতার বর্ত মান বয়স কন্যার বয়সের ৫ গুণ। পিতার ৮ বছর পূর্বের বয়স ছিল ৩৭ বছর । কন্যার বর্ত মান
বয়স কত ? উঃ ৯ বছর

৯) পলাশ প্রতি হালি ৩৬ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে ১৭৯ টাকা
বাজারে খরচ করে । বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে।সে কত টাকা ব্যাংকে জমা রাখে ? উঃ ৪৬৯ টাকা

১০) মিনার ওজন ২৩ কেজি । তার মায়ের ওজন তার থেকে ৪ গুণ। তার ভাইয়ের ওজন মায়ের অর্ধেক।
ভাইয়ের ওজন কত ?উঃ ৪৬ কেজি
অধ্যায়ঃ ৯.১(পরিমাপ)
১) আবির তার উচ্চতা পরিমাপ করল এবং তার উচ্চতা হলো ৬৫ সেন্টিমিটার।

তার উচ্চতা কত মিলিমিটার ?

২) ৮ কিলোমিটারকে মিলিমিটারে প্রকাশ কর।

৩) ৭৯ সেন্টিমিটার ১২ মিলিমিটার = ? মিলিমিটার

৪) ৭ মিটার = ? সেন্টিমিটার ,? মিলিমিটার

৫) ১১ মিটার ২৭ সেন্টিমিটার = ? মিলিমিটার

৬) ৯ কিলোমিটার ৩৪৯ মিটার = ? মিটার , ? সেন্টিমিটার, ? মিলিমিটার

৭) ১১ কিলোমিটার ৭৫০ মিটার = ? সেন্টিমিটার

৮) ৭৮ মিটার = ? মিলিমিটার

৯) ৮ মিটার ২৩ সেন্টিমিটার ৯ মিলিমিটার = ? মিলিমিটার

১০) ১২ মিটার ৪৯ সেন্টিমিটার ৭৯ মিলিমিটার = ? মিলিমিটার

অধ্যায়ঃ৯.২(ওজন)
১) ৮৫৫ গ্রাম ওজনের কোন জিনিস ওজন করতে কি কি আদর্শ বাটখারা প্রয়োজন?

২) ৮ কিলোগ্রাম ২৬৫ গ্রামকে গ্রামে প্রকাশ কর।

৩) ১২০০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ কর।

৪) ১৪০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ কর।

৫) ৯ কিলোগ্রাম ৯০৯ গ্রামকে গ্রামে প্রকাশ কর।


৬) করিম কিছু আম ওজন করল । তিনি ১ কিলোগ্রামের ১১টি বাটখারা ,৫টি ৫০০ গ্রামের
বাটখারা ,২০০ গ্রামের ৪ টি বাটখারা এবং ৫০গ্রাম এর ৫ টি বাটখারা ব্যবহার করল। আমের
ওজন কত ছিল? (কিলোগ্রামে দেখাতে হবে)

৭) এক প্যাকেট চাউলের ওজন ২ কিলোগ্রাম ৭৫০ গ্রাম। এটি মাপতে কমপক্ষে কী কী


বাটখারা লাগবে?

অধ্যায়ঃ ৯.৩(সময়)
১) ৬০ মিনিটে কত সেকেন্ড হয়?

২) মিনার স্কু ল শুরু হয় ১০টায় । মিনা বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে ২ ঘণ্টা ২৫ মিনিট
সময় লাগে। যদি সে ৮টা ২০ এ তার বাড়ি ত্যাগ করে, তাহলে কোন সময়ে সে বিদ্যালয়
পৌছাবে। সে কি তার ক্লাস ধরতে পারবে কি তোমার মতামত দাও?

৩) মিঠু সকাল ৭ টা ২৫ টায় এ ঘুম থেকে উঠে ৮টা ৪৫ এর ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বের
হলো। তার বাড়ি থেকে স্টেশন যেতে সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিট। সে স্টেশন এ কয়টার
সময় পৌছাল , সে কি ট্রেনটি ধরতে পারবে ?

8) ববি সন্ধ্যা ৭:৩৫ টায় পড়া শুরু করে ।সে রাত ১১:৪৫ টায় পড়া শেষ করে। সে কতক্ষণ
পড়ে?

৫) একদিন সকালে ১১:২০ টায় বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেমেছিল দুপুর ১:৪৫ টায়। কতক্ষণ
হয়েছিল?

৬) রিতু সকালে ৩ ঘন্টা ৪৫ মিনিট ও রাতে ৩ ঘন্টা ১৫ মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময়
পড়ে?

৭) যদি তু মি বাসে ৬৫ মিনিট এবং রিকশায় ১৯ মিনিট এবং হেটে ৯ মিনিট ভ্রমণ করলে , তু মি
একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে?

৮) রিমনের বিদ্যালয় বিকাল ৫:০০ টায় ছুটি হয় । তার বাসায় যেতে বাসে সময় লাগে ৪৫
মিনিট এবং কিছুক্ষণ হেটে যেতে হয় ১৭ মিনিট । তাহলে রিমনের বাসায় যেতে কয়টা বাজবে?
জ্যামিতিঃ
চিত্রসহ সংগা দাওঃ

১) বর্গ ২) আয়তক্ষেত্র ৩) চতু র্ভু জ ৪) কোণ ৫) বৃত্ত

৬) সূক্ষ্মকোণ ৭) সমকোণ ৮) স্থুলকোন ৯) কোণ

You might also like