You are on page 1of 16

University of Dhaka

Faculty of Social Science

Department of Political Science

An Assignment On- The Owner -Worker relationship in the garments sector: An


exploratory study of Demra.

Course Name- Research Methodology in Political Science.

Course No- 702

Submitted To,

Dr. Farid Uddin Ahmed

Professor

Department of Political Science

University of Dhaka

Submitted By,

Name- Alvina Akther Badhon

Roll- 134

Section- B

7th semester, 11th batch

Department of Political Science

University of Dhaka

Date of submission: 31 October, 2020


গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক
শিল্প শ্রমিক সাক্ষাৎকার )

অংশগ্রহনকারীর পরিচিতিঃ

ক) নামঃ পারভিন বেগম

খ) যোগাযোগের ঠিকানাঃ পাইটি, ডগাইর, ডেমরা, ঢাকা

গ) কর্মস্থলের ঠিকানাঃ ইমপ্রেস ফ্যাশন লিমিটেড, দাগ নং- ২২২৪, কাঠেরপুল, মাতু য়াইল, ঢাকা-১৩৬২

ঘ) বর্ত মান পদবীঃ অপারেটর (সুইং)


শিক্ষার স্তরঃ এসএসসি জেন্ডারঃ মহিলা

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত জন্ম তারিখঃ জানা নেই

মোবাইল নং: 01948348543

সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ

১) প্রশ্নঃ গার্মেন্টস কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? কিভাবে গার্মেন্টসে চাকু রী পেয়েছেন?

উত্তর : ৫ বছর ধরে চাকরি করি যেন সংসার ভালো ভাবে চালাতে পারি। কারো মাধ্যমে চাকরি পাই নাই । গেইটের
সামনে গেসি নিজে,লোক দরকার ছিলো গার্মেন্টসে। ইন্টারভিউ নিয়ে চাকরি দিসে আমারে।

২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?

উত্তর : ৮ ঘন্টা কাজ করি। যখন জরুরি কোনো কাজ থাকে তখন আরো দুই ঘন্টা ওভারটাইম করি।

৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?

উত্তর: কি আর সুবিধা,ছুটি দেয় ঠিক মতো। চাকরি করি,পয়সা দেয়। এমনে কোনো অসুবিধা নাই।

৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ
সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কিনা?

উত্তর: পরিবেশ তো ভালো। আরামে থাকা যায়,কাজ করা যায় ঠিক মতো।

৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?


উত্তর : সবাই ভালো আচরন করে। সবাই অনেক ভালো।

৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ প্রতিস্থান কি নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব
ভাতা পান?

উত্তর: ১০/১২ হাজার টাকা পাই। নিয়মিতই পরিশোধ করা হয় বেতন। মাসের ৭ তারিখের মধ্যেই বেতন দিয়া
দেয়। দুই ঈদ ছাড়াও বোনাস দেয় বছরে একটা।

৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে এক্টু বলুন? আপনি যে বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?

উত্তর: যা পাই আলহামদুলিল্লাহ্‌। সংসার ঠিক মতোই চলে। স্বামীও আমার কাজ করে। দুইজনের টাকা দিয়া
সংসার চলা যায়। পোলাপাইনরে ভালো জায়গাতে লেখা পড়া করাইতে চাই। পোলাপাইনের লিগাই কাজ
করি।

8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতা ও ছুটি প্রদান করে কিনা?

উত্তর: ছুটি দেয় দরকার হইলে। আর্থিক সাহায্য ও করে।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?

উত্তর: বাস আছে। এমনে কোনো যাতায়াতের ভাতা নাই।

১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?

উত্তর : তা তো গুনি নাই। সরকারি ছুটি পাই, দুই ঈদে ছুটি পাই।

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা?
আপনাকে যে কোন সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায় কিনা? ছাঁটাই করে দিলে কোন
ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর : লিখিত নিয়োগপত্র তো আছেই। আমাদের আইডি কার্ড ও আছে। ছাঁটাই তো হয় না। আমি এই পর্যন্ত
হইতে দেখি নাই। আর শুনসি যে কাউরে বাদ দিলে তিন মাসের বেতন দিয়া দেয়।

১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।

উত্তর: বেতনের দিক দিয়া তো কোনো পার্থক্য দেখি নাই। সবাইরে দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বেতন দেয়।
১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে জানেন? আপনার মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন
বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?

উত্তর: মালিক বড় কোনো অনুষ্ঠানে আসলে আমাদের সাথে কথা বলে। আমাদের প্রশংসা করে।

গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর


একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক শিল্প শ্রমিকসাক্ষাৎকার )
 
অংশগ্রহনকারীর পরিচিতিঃ
ক) নামঃ তানিশা ইভা
খ) যোগাযোগের ঠিকানাঃ শরীফ পাড়া,কোনাপাড়া,কাউন্সিল।
গ) কর্মস্থলের ঠিকানাঃ ইমপ্রেস ফ্যাশন লিমিটেড, দাগ নং- ২২২৪, কাঠেরপুল, মাতু য়াইল,, ঢাকা-
১৩৬২
ঘ) বর্ত মান পদবীঃ অপারেটর (সুইং)
শিক্ষার স্তরঃ অনার্সে অধ্যয়নরত জেন্ডারঃ মহিলা
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিতা জন্ম তারিখঃ ১৪ই জুলাই, ১৯৯২
মোবাইল নং: 01768159248
 
 
সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ
১) প্রশ্নঃ গার্মেন্টস সেক্টরে কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? কিভাবে গার্মেন্টসে চাকু রী পে
য়েছেন?
উত্তর: ৬ বছর ধরে অন্য গার্মেন্টসে ছিলাম। ৩ মাস ধরে এই গার্মেন্টসে কাজ করি। নিজেই নিসি চাকরি।
গেইটে গেসি,চাকরির কথা বলসি । তারা ইন্টারভিউ নিয়ে চাকরি দিসে আমায়।ফ্যামিলিতে বাবা নাই। বড়
আপুর বিয়ে হয়ে গেসে,ভাইয়া কাজ করে,ভাইয়াকেও হেল্প করার জন্য চাকরি নিসি।

 
২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?
উত্তর: ৮ ঘন্টা করতে হয়। আর মাঝে মধ্যে ১০ ঘন্টা করি।
 
৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?
উত্তর: সুবিধা আছে অনেক। যখন যেটা দরকার পাইতেসি,বেতন দেয় সময়মতো,মাতৃ কালীন
ভাতা দেয়। এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। টিম মেম্বার আছে সমস্যা সমাধানের জন্য।
কোনো সমস্যা হলে তাকে জানাতে বলসে।
 
৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের
পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি
না?
উত্তর: আরামে কাজ করা যায়,ব্লক নাই কোনো । রাস্তা ক্লিয়ার,আমাদের অগ্নিনির্বাপক ট্রেনিং দেয়া
হচ্ছে কয়েকদিন ধরে।
 
৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?
উত্তর: ভালো ব্যবহার করে ।
 
৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ প্রতিষ্ঠান কি
নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব ভাতা পান?
উত্তর : ১২ হাজার টাকা বেতন পাই। নিয়মিত বেতন দেয়। বছরে একবার ভাতা দেয়।
 
৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে  এক্টু  বলুন? আপনি যে
বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?
উত্তর : আমার তেমন খরচ হয় না। সংসারে দেয়ার পর ৭ হাজার টাকার মতো সেভিংস থাকে।
ভালো ভাবেই চলা যায় বেতন দিয়ে।
 
8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতাও ছুটি প্রদান করে কিনা?
উত্তর: সাহায্য করা হয়। এক মেয়ের অটোতে ওড়না পেচায়া গেসিলো,তখন আমরা সবাই টাকা
তু লে সাহায্য করসি,অফিস থেকেও সাহায্য করা হইসে।প্রায় এক লাখের মতো টাকা উঠসিলো।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা
বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?
উত্তর: বাস আছে। কিন্তু আমার বাসা থেকে ১০ মিনিটের রাস্তা তাই বাস লাগে না।

 
১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?
উত্তর: ১২ দিন মনে হয়।

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন


লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা? আপনাকে যে কোন
সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায়
কিনা? ছাঁটাই করে দিলে কোন ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর: আইডি কার্ড আছে,কম্প্লেইন করা যাবে। কাউকে ছাঁটাই করলে ক্ষতিপূরণ দেয় কিনা তা
জানা নাই আমার।

 
১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।
উত্তর: সমান চোখেই দেখা হয়। আমার স্যালারি পুরুষ গো থেকেও বেশি। আমাদের দক্ষতা ও
যোগ্যতা দেইখা বেতন দেয়।
 
১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে  জানেন? আপনার
মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?
উত্তর: কথা হয় নাই কোনো সময়।অন্য বড় স্যারদের সাথে কথা হয়। এই পর্যন্ত আসে নাই ।

গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর


একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক শিল্প শ্রমিক সাক্ষাৎকার )
 
অংশগ্রহনকারীর পরিচিতিঃ
ক) নামঃ মো: তফাজ্জল হোসেন সোহাগ
খ) যোগাযোগের ঠিকানাঃ শান্তিবাগ,ডেমরা,ঢাকা
গ) কর্মস্থলের ঠিকানাঃ ইউরোটেক্স নিটওয়ার লিমিটেড, ডেমরা,ঢাকা ১৩৬২
ঘ) বর্ত মান পদবীঃ সিনিয়র এক্সিকিউটিভ (ট্রেড)
শিক্ষার স্তরঃ অনার্স জেন্ডারঃ পুরুষ
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত জন্ম তারিখঃ ২৬শে নভেম্বর, ১৯৯১
মোবাইল নং: 01713651695
 
 
সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ
১) প্রশ্নঃ গার্মেন্টস সেক্টরে কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? কিভাবে গার্মেন্টসে চাকু রী পে
য়েছেন?
উত্তর: আব্বুর মাধ্যমে চাকরি পাইসি, ফ্যামিলি ক্রাইসিস ছিলো। ১৫ বছর ধরে চাকরি করি এই
একই জায়গাতে।

২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?
উত্তর: বেশি কাজ থাকলে ফ্রাইডে তেও কাজ করতে হয়। প্রায় ১১ ঘন্টা কাজ করতে হয়।
 
৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?
উত্তর: সুবিধা নাই তেমন। টাকা পয়সা পাই কাজ করে,একটানা কাজ করতে হয়,বসারও সুযোগ
নাই। শিপমেন্ট বেশি হলে রাত ১০/১২ টা পর্যন্ত কাজ করতে হয়।
 
৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের
পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি
না?
উত্তর: সব কিছু ঠিক আছে।
 
৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?
উত্তর : সবাই ভালো ব্যবহার করে।
 
৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ প্রতিষ্ঠান কি
নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব ভাতা পান?
উত্তর: বেতন দিতে অনেক সময় লেইট হয়, ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বেতন দেয়। যারা লোয়ার
লেভেলে আছে তাদের বেতন ৭ তারিখের মধ্যেই দেয়া হয় । শুধু ঈদের বোনাস দেয়া হয়। অন্য
কোনো ভাতা দেয়া হয় না।
 
৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে  এক্টু  বলুন? আপনি যে
বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?
উত্তর: আলহামদুলিল্লাহ্‌। অনেক ভালো ভাবেই সংসার চলে।
 
8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতাও ছুটি প্রদান করে কিনা?
উত্তর: দরকার হলে ছুটি প্রদান করে। সাহায্য করে রুলস অনুযায়ী । সবার নামে ইনস্যুরেন্স
আছে। কেউ মারা গেলে তার ফ্যামিলি টাকা পাবে।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা
বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?
উত্তর: যাতায়াতের জন্য ওয়ার্কার লেভেলের বাস আছে কিন্তু আমাদের জন্য নাই। ৪/৫ টার মতো
বাস আছে ।
 
১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?
উত্তর: প্রায় ৪২ দিনের মতো ছুটি পাই।

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন


লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা? আপনাকে যে কোন
সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায়
কিনা? ছাঁটাই করে দিলে কোন ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর: চু ক্তিপত্র আছে কিনা তা আসলে ব্যাপার না। সম্পর্ক টাই বেশি ম্যাটার করে। যার সাথে
অফিসের লোকদের সাথে ভালো সম্পর্ক ,যার ইমপর্টে ন্স বেশি তাকে ছাটাই করা হয় না। ছাটাই
করলেও লোয়ার ওয়ার্কার দের কিছু দিতে চায় না। মামলা করলে সম্ভাবনা থাকে কিছু পাওয়ার।

 
১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।
উত্তর: দক্ষতার ভিত্তিতে দেয়া হয়। আমাদের বেতন আর লেডিস অপারেটরের বেতন অলমোস্ট
সমান।
 
১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে  জানেন? আপনার
মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?
উত্তর: আলাপ আলোচনা করে। কোম্পানির ভালোর জন্য পরামর্শ চায়।

 
গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর
একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক শিল্প শ্রমিকসাক্ষাৎকার )
 
অংশগ্রহনকারীর পরিচিতিঃ
ক) নামঃ রেহানা বেগম
খ) যোগাযোগের ঠিকানাঃ ডগাইর পশ্চিমপাড়া, ডেমরা, ঢাকা
গ) কর্মস্থলের ঠিকানাঃ ইমপ্রেস ফ্যাশন লিমিটেড, দাগ নং- ২২২৪, কাঠেরপুল, মাতু য়াইল, ঢাকা-
১৩৬২
ঘ) বর্ত মান পদবীঃ অপারেটর (সুইং)
শিক্ষার স্তরঃ এসএসসি জেন্ডারঃ মহিলা
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত জন্ম তারিখঃ মনে নাই
মোবাইল নং: 01865618010
 
 
সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ
১) প্রশ্নঃ গার্মেন্টস সেক্টরে কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? কিভাবে
গার্মেন্টসে চাকু রী পেয়েছেন?
উত্তর: ৫ বছর ৪ মাস ধরে চাকরি করি। ছেলে মেয়ের জন্য চাকরি করি,কষ্ট করে যাতে চলতে না
হয়,ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, স্কু লের খরচ যাতে ঠিক মতো দিতে পারি। নিজেরও হেল্প হয়,
ভবিষ্যতও ভালো হয়। নিজেই গেইটে গেসি চাকরির খোজে। ইন্টারভিউ নিয়ে চাকরি দিসে।
 
২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?
উত্তর: ১০/১২ ঘন্টা কাজ করতে হয়। ওভারটাইমের সুযোগ আছে।
 
৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?
উত্তর: অনেক সুবিধা আছে। নিজের স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে। সংসার ভালো চলে। ছুটি
দেয় ঠিক মতো,ঈদে বোনাস দেয় অনেক টাকা। কোনো অসুবিধা নাই। নিজের ইচ্ছাতেই কাজ
করি।
 
৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের
পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি
না?
উত্তর: পরিবেশ ভালো ,সব ব্যবস্থাই আছে।
 
৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?
উত্তর: ভালো আচরণ করে সবাই।
 
৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ প্রতিষ্ঠান কি
নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব ভাতা পান?
উত্তর: ১২ হাজার টাকা পাই ওভারটাইম সহ। নিয়মিতই বেতন দেয়া হয়। উৎসব ভাতা সহ বছরে
এমনেও একটা ভাতা দেয়।
 
৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে  এক্টু  বলুন? আপনি যে
বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?
উত্তর: ঠিক মতোই চলে সংসার। হাসবেন্ডও কাজ করে। কিছু টাকা জমানোও যায়।
 
8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতাও ছুটি প্রদান করে কিনা?
উত্তর: হ্যা সাহায্য করে ,ছুটিও দেয়।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা
বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?
উত্তর: বাস আছে কিন্তু যাতায়াতের জন্য কোনো ভাতা দেয়া হয় না।
 
১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?
উত্তর: তা তো গুনি নাই।
 

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন
লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা? আপনাকে যে কোন
সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায়
কিনা? ছাঁটাই করে দিলে কোন ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর: আইডি কার্ড আছে। ছাটাই করলে তিন মাসের বেতন দিয়ে দেয়। আর অভিযোগতো করা
যাবেই।

 
১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।
উত্তর: সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী বেতন দেয়া হয়। কোনো বৈষম্য নাই।
 
১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে  জানেন? আপনার
মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?
উত্তর: মালিক বড় অনুষ্ঠানে আসে। আমাদের সাথে কথা বলে।

গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর


একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক শিল্প শ্রমিকসাক্ষাৎকার )
 
অংশগ্রহনকারীর পরিচিতিঃ
ক) নামঃ সিমা আক্তার
খ) যোগাযোগের ঠিকানাঃ কাজলা, ৪ নং গেইট, যাএাবাড়ী, ঢাকা।
গ) কর্মস্থলের ঠিকানাঃ জুম সুয়েটারস লিমিটেড, পাইটি রোড, ডেমরা।
ঘ) বর্ত মান পদবীঃ অপারেটর(সুয়েটার সেলাই)
শিক্ষার স্তরঃ ক্লাস ফাইভ জেন্ডারঃ মহিলা
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত জন্ম তারিখঃ জানা নেই
মোবাইল নং: 01994716942
  
সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ
১) প্রশ্নঃ গার্মেন্টস সেক্টরে কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? কিভাবে গার্মেন্টসে চাকু রী পে
য়েছেন?
উত্তর: ৫ বছর ধরে চাকরী করি,কারো মাধ্যমে চাকরি পাই নাই। গেইটে যেয়ে চাকরির খোজ নিসি।
তারা ইন্টারভিউ নিয়ে চাকরি দিসে।
 
২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?
উত্তর: ৯ ঘন্টা কাজ করি। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা কাজ করি। ওভারটাইমের সুযোগ
আছে। যত বেশি কাজ করা যায় ততো বেশি বেতন দেয় ।
 
৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?
উত্তর: সুবিধা আছে অনেক। মাল ডেলিভারি বেশি হলে অফিস থেকে টাকা দেয়। অসুস্থ থাকলে
টাকা দেয়,কাজ অনুযায়ী টাকা পাই।
 
৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের
পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি
না?
উত্তর: পরিবেশ ভালো,ঠিক মতো কাজ করা যায়।
 
৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?
উত্তর: ভালো আচরণ করে । আমরা যা বলি তা ই করে। চাপ সৃষ্টি করে না। কারন আমরা
প্রোডাকশনে কাজ করি।
৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ  কি
নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব ভাতা পান?
উত্তর: কাজ অনুযায়ী ১০/১২/১৫ হাজার টাকা পাই। নিয়মিতই বেতন দেয়া হয়। ৭ তারিখের মধ্যে
বেতন পরিশোধ করা হয়। শুক্র শনিবার ডেইট পড়লে সেক্ষেত্রে দুই একদিন লেইট হয়।
 
৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে  একটু  বলুন? আপনি যে
বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?
উত্তর: সংসার ভালো ভাবেই চলে।
 
8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতা ও ছুটি প্রদান করে কিনা?
উত্তর: সুবিধা আছে অনেক। ছুটি দেয়,কেউ মারা গেলে লাশ দেখে টাকা দেয়।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা
বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?
উত্তর: গাড়ি নাই কিন্তু বছরে একবার গাড়ি ভাড়া বাবদ টাকা দেয়া হয় অফিস থেকে।
 
১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?
উত্তর: ১২/১৩ দিন ছুটি পাই।

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন


লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা? আপনাকে যে কোন
সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায়
কিনা? ছাঁটাই করে দিলে কোন ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর: ছাটাই করলে কতদিন ধরে কাজ করা হয় সেই ভিত্তিতে টাকা দেয়া হয়।

 
১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।
উত্তর: এমন কিছু নাই। যে যত ঘন্টা কাজ করবে সে ততো বেতন পাবে।

১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে  জানেন? আপনার
মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?
উত্তর: মালিক আসে মাঝে মধ্যে। কোনো সমস্যা হলে পিএম,জিএম দের সাথে আমরা কথা
বলি। তারা সমাধান করে দেয়।
গার্মেন্টস সেক্ট্ররে মালিক ও শ্রমিক সম্পর্কঃ ডেমরা এলাকার উপর
একটি অনুসন্ধান মূলক স্টাডি (পোশাক শিল্প শ্রমিক সাক্ষাৎকার )
 
অংশগ্রহনকারীর পরিচিতিঃ
ক) নামঃ কোহিনূর
খ) যোগাযোগের ঠিকানাঃ ৪ নং গেইট, কাজলা,যাত্রাবাড়ি, ঢাকা।
গ) কর্মস্থলের ঠিকানাঃ আজমেরী গার্মেন্টস, ৪ নং গেইট, বিবিরবাগিচা, ঢাকা।
ঘ) বর্ত মান পদবীঃ অপারেটর (প্যান্ট সেলাই)
শিক্ষার স্তরঃ এসএসসি   জেন্ডারঃ মহিলা
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত জন্ম তারিখঃ জানা নাই
মোবাইল নং: 01521205376
 
সাক্ষাৎকারের প্রশ্নাবলীঃ
১) প্রশ্নঃ গার্মেন্টস সেক্টরে কেন এবং কতদিন ধরে চাকু রী করছেন? 
কিভাবে গার্মেন্টসে চাকু রী পেয়েছেন?
উত্তর: ১ বছর ধরে কাজ করি। গেইটে যাইয়া খোজ নিসি কাজের।
২) প্রশ্নঃ কত ঘন্টা কাজ করতে হয়? ওভারটাইম কাজ করার সুযোগ আছে কিনা?
উত্তর: ৯ ঘন্টা কাজ করতে হয়। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করি। ওভারটাইম
করার সুযোগ আছে।
 
৩) প্রশ্নঃ গার্মেন্টসে কাজ করার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে?
উত্তর: সুবিধা নাই তেমন । ছুটি দেয় এই আর কি। অসুবিধা ও নাই। কাজ করি বেতন পাই। কাজ
অনুযায়ী বেতন কম।
 
৪) প্রশ্নঃ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে কর্মস্থলের
পরিবেশ কেমন? পর্যাপ্ত জায়গা, আলো-বাতাস, সুপ্রস্থ সিঁড়ি ও অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি
না?
উত্তর: আরামে কাজ করি,পরিবেশ ভালো,ফ্লোর বড় আছে। মেশিন ফাকা ফাকা করেই রাখা
আছে।
 
৫) প্রশ্নঃ গার্মেন্টেসের কর্মকর্তারা আপনার সাথে কেমন আচরণ করেন?
উত্তর: ভালোই আচরণ করে। তবে কাজ অনুযায়ী আচরণ করে। যে বেশি কাজ করে তার সাথে
বেশি ভালো ব্যবহার করে।

৬) প্রশ্নঃ আপনি প্রতিমাসে কত টাকা বেতন পান? এ প্রতিস্থান কি
নিয়মিত বেতন পরিশোধ করে কিনা? আপনি উৎসব ভাতা পান?
উত্তর: প্রতি মাসে ৯ /১০ হাজার টাকা বেতন পাই। কোনো উৎসব ভাতা নাই। বেশি কাজ
করলেও কম বেতন পাই।
 

৭) প্রশ্নঃ আপনার মাসিক খরচ সম্পর্কে  এক্টু  বলুন? আপনি যে


বেতন পান তা দিয়ে আপনার সংসার কিভাবে চলে?
উত্তর: ছেলে মেয়ে নিয়ে ভালোই চলে সংসার।
 
8) প্রশ্নঃ বিশেষ কোন দুর্ঘটনায় কর্তৃ পক্ষ কোন সাহায্য, সহযোগিতাও ছুটি প্রদান করে কিনা?
উত্তর: কোনো সাহায্য করে না। কমপ্লেক্স ফ্যাকটোরিতে বেশি সাহায্য করে কিন্তু আমাদের লোকাল
তাই কোনো সাহায্য করে না।

৯) প্রশ্নঃ যাতায়াতের জন্য কোন পরিবহনের ব্যবস্থা আছে কিনা
বা যাতায়াতের জন্য কোন ভাতা প্রদান করা হয় কিনা?
উত্তর: পরিবহনের কোনো ব্যবস্থা নাই। কোনো যাতায়াত ভাতাও দেয়া হয় না।
 
১০) প্রশ্নঃ বছরে কতদিন ছুটি পান?
উত্তর: সরকারি বন্ধ পাই, ঈদের বন্ধ পাই।

১১) প্রশ্নঃ আপনি যে এ প্রতিষ্ঠানে চাকু রী করছেন সে বিষয়ে কোন


লিখিত নিয়োগপত্র বা চু ক্তিপত্র আছে কিনা? আপনাকে যে কোন
সময়ে ছাঁটাই করে দিলে তার বিরুদ্ধে কোন অভিযোগ করা যায়
কিনা? ছাঁটাই করে দিলে কোন ক্ষতিপূরণ দেয়া হয় কিনা?

উত্তর: যে কয়দিন কাজ করার পর ছাটাই হয় ঐ কয়দিনের বেতন দেয়। কাজে বেশি ভু ল করলে
ছাটাই করে দেয়। অভিযোগ করে লাভ হয় না কারণ আমাদের লোকাল ফ্যাক্টরি।

 
১২) প্রশ্নঃ কর্মস্থলে ও বেতনের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য সম্পর্কে কিছু বলুন।
উত্তর: কোনো বৈষম্য নাই বেতন নিয়া। কাজ অনুযায়ী বেতন পাই।
 
১৩) প্রশ্নঃ আপনি কি আপনার মালিক সম্পর্কে  জানেন? আপনার
মালিক বা মালিকগন আপনাদের সাথে সরাসরি কোন বিষয়ে আলাপ আলোচনা করেন কিনা?
উত্তর: মালিক আসে। আমাদের নিচের ফ্লোরেই থাকে মালিক। সিসি ক্যামেরা তে দেখে সব কিছু।
কোনো সমস্যা দেখতে পাইলে আসে আমাদের কাছে আর সমাধান কইরা দিয়া যায়।

You might also like