You are on page 1of 10

অধ্যায় -০৩

১। বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীনতম ব্যাবসায় সংগঠন কোনটি?

ক। একমালিকানা

খ। অংশীদারি

গ। কোম্পানি

ঘ। রাষ্ট্রীয়

২। একমালিকানা ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি ও দায়-দায়িত্ব


কাকে নিতে হয়?

ক। পরিচালনা -পর্ষদকে

খ। মালিককে

গ। ব্যবস্থাপককে
ঘ। অংশীদরকে

৩। একমালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

ক। সহজ সংগঠন

খ। একক মালিকানা

গ। স্বল্প পুঁজির ব্যবসায়

ঘ। একক মুনাফা ভোগ

৪। দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?

ক। পাবলিক লি.

খ। একমালিকানা

গ। সমবায়

ঘ। প্রাইভেট লি.

৫। একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূ ত কোনটি?


ক। ঝুঁকির স্বল্পতা

খ। ব্যক্তি সামর্থ্য

গ। দ্রুত সিদ্ধান্ত

ঘ। কর্তৃ ত্ব ও নিয়ন্ত্রণ

৬। কোন ধরনের ব্যবসায়ে প্রতক্ষ্য তত্ত্বাবধান বা ব্যবস্থাপনা


দরকার?

ক। একমালিকানা

খ। সমবায়

গ। রাষ্ট্রীয়

ঘ। কোম্পানি

৭। কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায়


অপেক্ষা বেশি সুবিধা পায়?

ক। দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে


খ। মূলধনের ক্ষেত্রে

গ। দায়ের দিক থেকে

ঘ। নিবন্ধনের ক্ষেত্রে

৮। কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা


যায় না?

ক। অসীম দায়

খ। অাইনগত সত্তার অভাব

গ। ক্ষু দ্র অায়তন

ঘ। একক মালিকানা

৯। কোন ব্যবসায়ের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উত্তম?

ক। হাউজিং

খ। অামদানি-রপ্তানি
গ। হাসপাতাল

ঘ। রেস্টু রেন্ট

১০। অসীম দায় সম্পৃক্ত ব্যবসায় হলো-

i) একমালিকানা

ii) সমবায় সমিতি

iii) অংশীদারি

কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১১। একমালিকানা ব্যবসায়ের মালিকের সুযোগ থাকে-


i) দক্ষতা প্রদর্শনের

ii) ব্যয় সংকোচনের

iii) ব্যয় বৃদ্ধি6 র

কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

১২। যৌথমূলধনী ব্যবসায়ের অাইন কত সালের?

ক। ১৯৩২

খ। ১৯৯৪

গ। ১৯৯০
ঘ। ১৯৮৯

১৩। কত সালে সর্বপ্রথম কোম্পানি অাইন পাস হয়?

ক। ১৮৪৪

খ। ১৯৯৪

গ। ১৯৯০

ঘ। ১৮৮৪

১৪। কোথায় সর্বপ্রথম কোম্পানি অাইন পাস হয়?

ক। যুক্তরাষ্ট্রে

খ। ইংল্যান্ডে

গ। জার্মানে

ঘ। ফ্রান্সে
১৫। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য
সংখ্যা কতজন?

ক। ৭জন

খ। ২ জন

গ। ১০ জন

ঘ। ৫ জন

১৬। গাওছিয়া কটন মিল সরকার কর্তৃ ক জাতীয়করণকৃ ত


একটা প্রতিষ্ঠান যার ৪০% শেয়ার সরকার ইদানীং বেসরকারি
খাতে ছেড়ে দিয়েছে।

এটা কোন ধরনের ব্যবসায়?

ক। যৌথ-মূলধনী

খ। যৌথ-উদ্যোগ

গ। পাবলিক লিমিটেড কোম্পানি


ঘ। রাষ্ট্রীয়

১৭। কোন ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়?

ক। স্বর্ণের দোকান

খ। মৌসুমি ফলের দোকান

গ। সেবা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান

ঘ। কোনোটই নয়

১৮। শৈল্পিক কর্মের ব্যবসায় কোনটি?

ক। স্বর্ণ শিল্প

খ। মৃ ৎ শিল্প

গ। সেলুন

ঘ। ফটো তোলার ব্যবসায়

১৯। একমালিকানা ব্যবসায়ে ঝুঁকি কেমন?


ক। কম

খ। বেশি

গ। নেই

ঘ। কোনোটিই নয়

২০। একমালিকানা ব্যবসায়ে মুনাফা অাসে কিভাবে?

ক। সময় নেয়

খ। দ্রুত

গ। নির্ভ রশীল

ঘ। স্থিতিশীল

You might also like