You are on page 1of 9

ম্যানেজমেন্ট ১ম পত্র

অধ্যায় - ০১ (শেষাংশ)

১. কোনটি ব্যবসায়ের বণ্টনকারী শাখা?

ক। উৎপাদন

খ। বাণিজ্য

গ। শিল্প

ঘ। ক্রয়-বিক্রয়

২। সৌরবিদ্যুৎ কোন ধরণের শিল্প?

ক। প্রস্তুত

খ। বিশ্লেষণ

গ। উৎপাদন

ঘ। নিষ্কাশন

৩। সাবান কোন ধরণের শিল্প?

ক। প্রস্তুত

খ। বিশ্লেষণ

গ। প্রক্রিয়াভিত্তিক

ঘ। যৌগিক

৪। জাহাজ নির্মাণ কোন ধরণের শিল্প?

ক। প্রস্তুত
খ। সংযোজন

গ। প্রক্রিয়াভিত্তিক

ঘ। যৌগিক

৫। বিপণনের প্রাণশক্তি কী?

ক। ব্যবসায়

খ। ভোক্তা

গ। মূলধন

ঘ। উৎপাদন

৬। ব্যবসায়ের প্রাণশক্তি কী?

ক। ক্রয়-বিক্রয়

খ। ভোক্তা

গ। মূলধন

ঘ। উৎপাদন

৭। ব্যবসায়ের মুখ্য কাজ কী?

ক। ক্রয়-বিক্রয়

খ। ভোক্তা

গ। মূলধন

ঘ। উৎপাদন

৮। কোনটি ব্যবসায়ের উৎপাদনকারীকারী শাখা?


ক। উৎপাদন

খ। বাণিজ্য

গ। শিল্প

ঘ। ক্রয়-বিক্রয়

------জসিম এম.এ পাস করার পর সুবিধামতো চাকরি না পেয়ে পৈত্রিক সম্পদ হিসেবে প্রাপ্ত ২টি
পুকু রে মাছ চাষ শুরু করলো। সে মাছের পোনা সংগ্রহ করে তা পুকু রে ছাড়ে এবং মাছ বড় হলে
তা স্থানীয় বাজারে বিক্রি করে।এ কাজে এখন সে দারুণ উৎসাহী।

৯।জসিমের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূ ক্ত?

ক। শিল্প

খ। বাণিজ্য

গ। ট্রেড

ঘ। অাত্মকর্মসংস্থান

১০। জসিমের মাছ চাষে জড়িত হবার পিছনে মুখ্য কারণ কোনটি?

ক। পৈত্রিক সম্পত্তি হিসেবে প্রাপ্ত দুটি পুকু র।

খ। মাছ চাষে তার ব্যাপক অাগ্রহ

গ। দ্রুত বড়লোক হবার প্রত্যাশা

ঘ। অাত্মকর্মসংস্থানের সুযোগ লাভ।

১১. নির্মাণ শিল্প কত প্রকার?

ক। ৩
খ। ৪

গ। ৫

ঘ।কোনোটিই নয়।

১২. সেবা পরিবেশক শিল্প কত প্রকার?

ক। ৩

খ। ৪

গ। ৫

ঘ।কোনোটিই নয়।

১৩. রাবার কোন শিল্প?

ক। বিশ্লেষণ

খ। প্রক্রিয়াভিত্তিক

গ।কৃ ষি

ঘ। যৌগিক

১৪. সরকারের শিল্প নীতিতে মাঝারি শিল্পে মূলধন সীমা কত?

ক। ৫০ লাখ থেকে ১০ কোটি

খ। ১০ থেকে ৩০ কোটি

গ। ৩০ কোটির উপর

ঘ। ৫০ হাজার থেকে ১ লাখ

১৫। সরকারের শিল্প নীতিতে ক্ষু দ্র শিল্পে মূলধন সীমা কত?
ক। ৫০ লাখ থেকে ১০ কোটি

খ। ১০ থেকে ৩০ কোটি

গ। ৩০ কোটির উপর

ঘ। ৫০ হাজার থেকে ১ লাখ

১৬। সরকারের শিল্প নীতিতে বৃহদায়তন শিল্পে মূলধন সীমা কত?

ক। ৫০ লাখ থেকে ১০ কোটি

খ। ৫০ থেকে ৭০ কোটি

গ। ৩০ কোটির উপর

ঘ। কোনোটিই নয়।

১৭। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের তোরণ কোনটি?

ক। ব্যবসায়

খ। বাণিজ্য

গ। শিল্প

ঘ। উৎপাদন

১৮। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঔষধ তৈরির কারখানা কোথায় প্রতিষ্ঠিত?

ক। ঢাকা

খ। নারায়ণগন্জ্ঞ

গ। গাজীপুর

ঘ। চট্টগ্রাম
১৯। সামাজিক ব্যবসায়ের জনক ড. ইউনূসের জন্মসাল কত?

ক। ১৯৪৪

খ। ১৮৪৪

গ। ১৮৪০

ঘ।১৯৪০

২০।সামাজিক ব্যবসায়ের কাজ কেমন?

ক। সামাজিক

খ। বাণিজ্যক

গ। অবৈতনিক

ঘ। কোনেটিই নয়

২১. কারা বাংলাদেশের সনামধন্য ব্যবসায়ী?

i) জনাব জহুরুল ইসলাম

ii) অাকিজ মিয়া

iii) স্যামসন এইচ চৌধুরী

কোনটি সঠিক?

ক। i ও ii

খ। i ও iii

গ। ii ও iii

ঘ। i, ii ও iii
২২. সামাজিক ব্যবসায়ে বিনিয়োগ করা ব্যবসায়ীরা তাদের বিনিয়োগকৃ ত অর্থ কী ফেরত পাবে?

ক। হ্যাঁ

খ। না

২৩. সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি?

ক। ৬টি

খ। ৭টি

গ। ৮টি

ঘ। ৯টি

২৪. বাংলাদেশ সরকারের রাজস্ব অায়ের মূল উৎস কোনটি?

ক। ব্যাংক

খ। শিল্প

গ। বিমা

ঘ। ব্যবসায়

২৫। কোন ধরণের খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন মাল সংরক্ষণের জন্য গুদামের ব্যবস্থা করে?

ক। মাঝারি

খ। বৃহদায়তন

গ। ক্ষু দ্র

ঘ। কোনোটিই নয়

২৬। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করাকে কী বলা হয়?


ক। প্রমিতকরণ

খ। পর্যায়তকরন

গ। নির্ধারণ

ঘ। পর্যায়িতকরণ

২৭। অর্থিক ক্ষতির সম্ভাবনাকে কি বলে?

ক। বিমাকরণ

খ। ব্যাংক

গ। অর্থসংস্থান

ঘ। ঝুঁকি

২৮। প্রত্যক্ষ সেবার মালিকানা কেমন?

ক। হস্তান্তরযোগ্য

খ। হস্তান্তরযোগ্য নয়

২৯। মুনাফা অর্জ নের উদ্দেশ্যে পণ্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় কে লি বলে?

ক। ব্যবসা

খ। পণ্য হস্তান্তর

গ। ট্রেড

ঘ। কোনোটিই নয়।

৩০। বাজারজাতকরণ প্রসার কোনটি?

ক। ক্রয়
খ। বিক্রয়

গ।প্রচার

ঘ। প্রমিতকরণ

You might also like