You are on page 1of 10

মার্কে টিং ১ম পত্র

অধ্যায় -১

১. কোনো পণ্যের অভাব মোচনের সামর্থ্যকে কি বলে?

ক.উৎপাদন

খ.উৎপাদনশীলতা

গ. উপযোগ

ঘ. উপযোগের আওতা

২. কী বৃদ্ধির ফলে আমরা উন্নতমানের পণ্য ন্যায্যমূল্যে পেয়ে থাকি?

ক. উৎপাদনশীলতা

খ. উৎপাদন

গ. উপযোগ

ঘ. মূল্যস্ফীতি

৩. উৎপাদনের উপকরণগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে চূ ড়ান্ত পণ্যে রুপান্তর করা হয়?

ক. উপযোগ নিঃশেষকরণ

খ. গ্রহণযোগ্যকরণ

গ. রুপান্তরকরণ

ঘ. প্রক্রিয়াকরণ

৪. উৎপাদনের উপকরণ কয়টি?

ক. ২
খ. ৩

গ. ৪

ঘ. ৫

৫. উৎপাদনের দক্ষতার উপর কি নির্ভ র করে?

ক. উৎপাদনের মাত্রা

খ. উপযোগ

গ. উৎপাদনের আওতা

ঘ. উৎপাদনশীলতা

৬. পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?

ক. রুপগত

খ. স্থানগত

গ. কালগত

ঘ. সেবাগত

৭. কালগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়?

ক. হিমাগার

খ. গুদামজাতকরণ

গ. সংরক্ষণ

ঘ. রক্ষণাবেক্ষণ

৮. ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?


ক. রুপগত

খ. স্থানগত

গ. কালগত

ঘ. স্বত্বগত

৯. উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কোনটি?

ক. চাহিদা পূরণ

খ. উপযোগ সৃষ্টি

গ. বিনিয়োগ বৃদ্ধি

ঘ. জীবনযাত্রার মান উন্নোয়ন

১০. ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কোনটি?

ক. চাহিদা পূরণ

খ. উপযোগ সৃষ্টি

গ. কর্মসংস্থান সৃষ্টি

ঘ. নিয়মিত পণ্য ভোগ

১১. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব কোনটি?

ক. মানবকল্যাণ

খ. উপযোগ সৃষ্টি

গ. জীবনযাত্রার মানোন্নয়ন

ঘ. নতু ন পণ্য উদ্ভাবন


১২. উৎপাদনের আওতা নয় কোনটি?

ক. পণ্যের নকশায়ন

খ. উৎপাদন নিয়ন্ত্রণ

গ. কারখানা বিন্যাস

ঘ. পণ্য নিয়ন্ত্রণ

১৩. উৎপাদনের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ খাত কোনটি?

ক. শিল্প

খ. সেবা

গ. কৃ ষি

ঘ. বিনিময়

১৪. বিগত বছরগুলোতে আামাদের দেশে কয় ধরণের শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

১৫. সেবাকে কি হিসেবে চিহ্নিত করা হচ্ছে?

ক. গুরুত্বপূর্ণ

খ. অদৃশ্যমান

গ. দ্রুত বিকাশমান
ঘ. বৈচিত্র্যময়

১৬. উৎপাদনশীলতা =?

ক. Output ÷ Input

খ. Input ÷ Output

গ. Overall Productivity ÷ Input

ঘ. কোনোটিই নয়

১৭. সংযোজিত মূল্য কীভাবে নির্ণয় করবে?

ক. উৎপাদনশীলতা ÷ রূপান্তর মূল্য

খ. বিক্রয় মূল্য ÷ কাঁচামালের মূল্য

গ. বিক্রয় মূল্য - কাঁচামালের মূল্য

ঘ. বিক্রয় মূল্য - রূপান্তর মূল্য

১৮. নিচের কোনটি উৎপাদনের অন্তর্ভূ ক্ত?

ক। বণ্টন

খ। প্রসার

গ। অর্থায়ন

ঘ। কৃ ষি

১৯। নিচের কোনটি উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়?

ক। বণ্টন ব্যবস্থা

খ। সংরক্ষণ ব্যবস্থা
গ। মোড়কীকরণ

ঘ। গবেষণা ও উন্নয়ন

২০। উৎপাদন কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাবার জন্য কোন কাজটি সাহায্য করে?

ক। মান নিয়ন্ত্রণ

খ। মজুদ নিয়ন্ত্রণ

গ। পণ্যের নকশায়ন

ঘ। উৎপাদন নিয়ন্ত্রণ

২১। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কারণ হলো-

i) সম্পদের সদ্বব্যবহার

ii) উপযোগ সৃষ্টি

iii) জীবনযাত্রার মানোয়ন্নয়ন

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)

২২. একটি দেশের সামাজিক কল্যাণে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে-

i) চাহিদা বৃদ্ধি পায়

ii) ভোগ বৃদ্ধি পায়


iii) জীবনযাত্রার মান উন্নত হয়

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)

২৩. জনাব মাসুদ দীর্ঘদিন ধরে ফরিদপুরে পেঁয়াজের ব্যবসা পরিচালনা করেন।তিনি
মৌসুমে ব্যাপক পরিমাণে পেঁয়াজ ক্রয় করে নিজস্ব ব্যবস্থায় সংরক্ষণ করেন। অফ
সিজনে নিজস্ব ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এতে তিনি প্রচু র
লাভবান হন।

জনাব মাসুদের কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট উপযোগ হলো-

i) রূপগত

ii) সময়গত

iii) স্থানগত

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)


২৪. উৎপাদনের মাধ্যমে তৈরি করা হয়-

i) দ্রব্য

ii) সেবা

iii) শিল্প

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)

২৫। কোনটিতে গতিশীলতা বেশি?

ক। উপযোগ

খ। উৎপাদন

গ। উৎপাদনশীলতা

ঘ। সেবা

২৬। কোনটি অানুপাতিক?

ক. উৎপাদন

খ। উৎপাদনশীলতা

গ। উপযোগ

২৭। কোনটি মূল্য সূচক?


ক. উৎপাদন

খ। উৎপাদনশীলতা

গ। উপযোগ

২৮. উৎপাদনশীলতা কয় ধরণের?

ক। ৪

খ। ৫

গ। ৬

ঘ। ৭

২৯। পণ্যের উপযোগ সৃষ্টির মাধ্যমে কি বৃদ্ধি পায়?

i) ভোগ

ii) ব্যবহার

iii) মূল্য

কোনটি সঠিক?

ক। i) ও ii)

খ। i) ও iii)

গ। ii) ও iii)

ঘ। i), ii) ও iii)

৩০. উৎপাদনের উপকরণ ভূ মিকে কী বলা যায়?

ক। উপযোগ
খ। স্থিতিশীল

গ। কাঁচামাল

ঘ। মূলধন

You might also like