You are on page 1of 1

বিষয়: অভিনন্দন।

মহোদয় ,

আপনি ২০০৯ সন হতে ডিপিডিসির পরিচালনা পর্ষদের সদস্য পদে আসীন থেকে
ডিপিডিসির পরিচালনায় কারিগরি ও অন্যান্য পরামর্শ এবং সিদ্ধান্ত প্রদান করে ডিপিডিসির
কার্যক্রমের উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূ মিকা রেখেছেন । সম্প্রতি আপনি দেশের সর্বোচ্চ
বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য (ভিসি) পদে নিয়োগ প্রাপ্ত
হওয়ায় ডিপিডিসি পরিবার অত্যন্ত আনন্দিত, সম্মানিত ও গর্বিত বোধ করছে ।

আপনার এই উপাচার্য পদে আসীন হওয়ায় আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা এবং অভিনন্দন
জানাচ্ছি।

ডিপিডিসিকে একটি গ্রাহক বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আপনার পরামর্শ ও


সহযোগিতা আরো উত্তরোত্তর বৃদ্ধিই পাবে এই আশাবাদ ব্যক্ত করছি ৷

ভবিষ্যতে আপনার চলার পথে আরো উত্তরোত্তর উন্নতি এবং শুভকামনা করছি ৷

আপনার একান্ত ,
প্রাপক: ড. সত্য প্রসাদ মজুমদার,
উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল
\

ব্যবস্থাপনা পরিচালক,
বিশ্ববিদ্যালয় এবং সদস্য, পরিচালনা
পর্যদ, ডিপিডিসি

You might also like