You are on page 1of 13

উত্তর- (ক)

বায়োইনফরমেট্রিক্স - বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি,
ইনফরমেশন থিওরি, এবং গাণিতিক জ্ঞান কে ব্যবহার করে।

উত্তর-(খ)

উত্তর – (ক)
শিফট রেজিস্টার হচ্ছে এক ধরনের সিরিয়াল রেজিস্টার। বাইনারি ডেটাকে ১ বিট ডানে বা বামে বা উভয় দিকে সরানোর জন্য যে
রেজিস্টার ব্যবহৃত হয় তাকে শিফট রেজিস্টার বলা হয়।

উত্তর- (খ)

১+১=১০ মুলত, একটি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগফল।


বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০-১ মোট ২ টি সংখ্যা ব্যবহৃত হয়। অর্থাৎ বাইনারী সংখ্যা পদ্ধতিতে ২ বা এর থেকে বড় সংখ্যার ব্যবহার নাই। এই
কারণে বাইনারী সংখ্যার যোগের ক্ষেত্রে যোগফল টি ২ বা এর থেকে বড় না হয়ে ১০ হয়। কারণ ১০ হল দুটি আলাদা অংক ০ এবং ১ এর
সমন্বয়ে তৈরি সংখ্যা। এই ০ এবং ১ বাইনারী সখ্যা পদ্ধতির অন্তর্গত।

7+1=10 মূলত একটি অক্ট্যাল সংখ্যা পদ্ধতির যোগফল।

অক্ট্যাল সংখ্যা পদ্ধতিতে 0-7 পর্যন্ত মোট ৮টি সংখ্যা ব্যবহৃত হয়। অর্থাৎ অক্ট্যাল সংখ্যা পদ্ধতিতে ৮ এবং ৯ এর কোন ব্যবহার নেই।
এই কারণে অক্ট্যাল সংখ্যার যোগের ক্ষেত্রে যোগফলটি পরের সংখ্যা ৮ না হয়ে ১০ হয়। কারণ ১০ হলো দুটি আলাদা অংক ০ এবং ১ এর
সমন্বয়ে তৈরি সংখ্যা। এই ০ এবং ১ অক্ট্যাল সংখ্যা পদ্ধতির অন্তর্গত।

উত্তর –(গ)

উত্তর-(ঘ)

উদ্দীপকের ২নং গেইট বাদ দিলে সরলীকরণ করে পাই,

আমরা জানি NOR গেইট সর্বজনীন গেইট। NOR gate ব্যবহার করে আমরা X-NOR Gate বানাতে পারি। সুতরাং শুধু NOR গেইট দিয়ে
উল্লেখিত গেইটের বাস্তবায়ন সম্ভব।
উত্তর-(ক)

হোস্টিং (Hosting) হচ্ছে এমন একটি পরিসেবা যার মাধ্যমে আপনার ওয়েবসাইট টি সব সময়ের জন্য চালু থাকবে ।
সেই সাথে ওয়েবসাইট টি ওয়ার্ল্ড ওয়াইড প্রদর্শন করতে পারবেন। মূলত, আপনার ওয়েবসাইটের Content, Images,
Videos, এবং বিভিন্ন File সার্বক্ষণিক তথা দিনে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু রাখার জন্য একটি স্পেস বা
জায়গা প্রয়োজন। আর সেই নির্ধারিত স্পেস বা জায়গা কেই বলা হয় ওয়েবসাইটের হোস্টিং বা ওয়েব হোস্টিং (Web
Hosting) । আবার হোস্টিং কে সাধারনত সার্ভার (Server) বলা হয় এবং কখনও এটিকে ওয়েব সার্ভার ( Web
Server) ও বলা হয়ে থাকে।
উত্তর-(খ)
ট্যাগ কে সম্প্রসারন করার জন্য এট্রিবিউট ব্যবহার করা হয়। ধরুন যদি আমরা একটি টেবিল তৈরী করি তবে attributes ব্যাবহার
করে টেবিল এর প্রস্থ, উচ্চতা ঠিক করতে পারি। আর attributes value দিয়ে টেবিল এর প্রস্থ ও উচ্চতার মান দিতে পারি।

<tag attributes ="value" attributes ="value">

উত্তর-(গ)

উপরোক্ত উদ্দীপকের কোড থেকে বুঝা যায়, দিহান একটি HTML Form Design করেছে। যেখানে সে ইউজার আইডি, পাসওয়ার্ড , জেন্ডার
ইনপুট নেয়ার কাজ করেছে। এবং সব শেষে সাবমিট বাটনের মাধ্যমে উপরোক্ত তথ্য সাবমিট করার জন্য সাবমিট বাটন যুক্ত করেছে।

দিহান সঠিক সিদ্ধান্তই গ্রহন করেছে। তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয় – উল্লেখিত তথ্য ফর্ম এর মাধ্যমে সাবমিট করার পর সেটা ডাটাবেজে সংরক্ষন করা
কেননা ইউজার ডাটা কমার্শিয়াল সাইটের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব বহন করে। এছাড়া উপরোক্ত কোডের ফর্ম ডিজাইন এর প্রতি ও
খেয়াল রাখা উচিত। লেবেলিং এবং ইউজার ইন্টারফেজ ইউজার ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় করার প্রতি ও গুরুত্ব দেয়া উচিত।

উত্তর-(ঘ)

উদ্দীপকের উল্লেখিত কোড এর আউটপুট –


এখানে <form> tag এর মাধ্যমে ইউজার ইনপুট ফিল্ড এর শুরু এবং </form> এর মাধ্যমে শেষ বুঝানো হয়েছে। যেখানে <input> tag
ইউজার থেকে ইনপুট নেয়ার জন্য একটি ফিল্ড। যেখানে

type=”text” যে কোন টেক্সট ইনপুট নির্দে শ করে যেটা User ID নিতে ব্যবহার করা হয়েছে।

type=”password” ইউজার পাসওয়ার্ড ইনপুট নিতে ব্যবহার হয় যেখানে ইনপুট টাইপ করার সময় ইনপুট Hidden থাকে ডট symbol
দ্বারা।

type=”radio” একাধিক অপশনের মধ্য থেকে একটি অপশন বেছে নিতে input type radio ব্যবহার করা হয়।

type=”checkbox” এক বা একাধিক অপশন সিলেক্ট এর ক্ষেত্রে checkbox ব্যবহার করা হয়।

type=”submit” ব্যবহার করে ফর্ম সাবমিট করা হয়।

উত্তর –(ক)
হাইব্রিড কাঠামো হচ্ছে সবচেয়ে কার্যকর কাঠামো। দুই বা দুয়ের বেশি কাঠামোর মিশ্রণে এই কাঠামো
তৈরি হয়। বিশাল আকৃ তি ও জটিল ওয়েবসাইট তৈরিতে এই কাঠামো বেশি ব্যবহূত হয়। হাইব্রিড
কাঠামোর মূল ভিত্তি হিসেবে হায়ারারকি কাঠামোকেই বেছে নেওয়া হয়। হায়ারারকি কাঠামোর সঙ্গে
লিনিয়ার কাঠামো বা ওয়েব লিংকড কাঠামোর সংমিশ্রণে হাইব্রিড কাঠামো গড়ে ওঠে। তবে অনেক
সময় হায়ারারকি, ওয়েব লিংকড ও লিনিয়ার তিনটি কাঠামো মিলেই হাইব্রিড কাঠামো গঠন করা হয়।
উত্তর-(খ)

HTML case sensitive নয় কেননা html এ ব্যবহৃত ট্যাগের ক্ষেত্রে আমরা বড় হাতের বা ছোট হাতের অক্ষর অথবা Camel case
ব্যবহার করলেও আউটপুটের কোন পরিবর্ত ন আসবেনা বা ঠিক ঠাক ই কাজ করবে।

উদাহরণঃ

<html> অথবা <HTML> অথবা <HtMl> এই তিনটি ট্যাগ একি রকম কাজ করবে, যেভাবে ইচ্ছা আমরা লিখতে পারি।

উত্তর-(গ)

উত্তর-(ঘ)

ওয়েবপেইজ ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়- 
১। তথ্য সংগ্রহ

২। পরিকল্পনা

৩। ইনফরমেশন আর্কি টেকচার

৪। ডিজাইন
৫। উন্নয়ন

৬। টেস্টিং

৭। রক্ষণাবেক্ষণ

শিক্ষা প্রতিষ্ঠানের সাইটের ধরন হবে এডু কেশনাল ওয়েবসাইট ফরম্যাট। নাম নির্ধারণের ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা উচিত
যাতে করে সহজে যে কেউ অনলাইনে খুজে পেতে পারে। ডোমেইন হবে ইউজার ফ্রেন্ডলি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামের সাথে
সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে খেয়াল রাখা উচিত যেন .edu বা টপ লেভেল ডোমেইন যে গুলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন
ডোমেইন পছন্দ করা। এছাড়া হোস্টিং এর ক্ষেত্রে Storage সাইজ এবং স্পিড বিবেচ্য বিষয় কেননা একটা প্রতিষ্ঠনের প্রচু র ডাটা/ছবি/ফাইল
সংরক্ষণের জন্য বেশি স্পেস এর প্রয়োজন পড়বে।

উত্তর –(ক)

ড্রাই ল্যাব এমন একটি পরীক্ষাগার যেখানে শারীরিক ক্ষেত্রের কোনও ঘটনা অনুকরণ করার জন্য কম্পিউটার-উত্পাদিত মডেলটিতে গণ্য
বা প্রয়োগ গাণিতিক বিশ্লেষণ করা হয়।

উত্তর-(খ)

বর্ত মানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ হচ্ছে। আর এই সকল
সুবিধা ভোগ করার জন্য তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একীভূ ত করা হয়েছে। কারণ এই দুই প্রযুক্তির মধ্যে নিবিড়
সম্পর্ক রয়েছে।একটি প্রযুক্তি ছাড়া অন্য প্রযুক্তিকে কল্পনা করা যায় না। তবে এই তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি একে
অপরের পরিপূরক নয় বরং একটি অন্যটির সমার্থক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উত্তর –(গ)
বর্ত মান বিশ্ব প্রতিনিয়ত আরও বেশি পরিমানে প্রযুক্তি নির্ভ র হয়ে পড়ছে প্রতিটা ক্ষেত্রেই। শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির অবদান আরও অনেক বেশি।
তাওসীফ সাহেব একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। একটা সুন্দর জাতি গঠনে শিক্ষকের অবদান সবচেয়ে বেশি, কেননা শিক্ষা ছাড়া কোন
জাতির উন্নতি কল্পনা করা যায়না। আজ যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শিক্ষা ক্ষেত্রে তারা কত টা এগিয়ে কেননা তারা
প্রযুক্তির যথাযথ প্রয়োগ করে। বর্ত মান এই পেন্ডেমিক অবস্থার কথাই যদি কল্পনা করি তাহলে দেখা যাবে বিশ্বের অধিকাংশ দেশ ই অনলাইন
ক্লাস চালু করেছে। যেটা করা সম্ভব হচ্ছে বিজ্ঞানের এক বিস্ময়কর আবিস্কার কম্পিউটার এর কারণে। প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কোন
তথ্য পেতে পারি চোখের নিমিষেই অনায়াসে। তাওসীফ সাহেব প্রযুক্তি কে কাজে লাগিয়ে তিনি তার গতানুগতিক শিক্ষা ধারার মধ্যে
পরিবর্ত ন আনতে পারেন। তিনি অনলাইন ক্লাস এর পাশাপাশি চালিয়ে যেতে পারেন অনলাইন কু ইজ, এক্সাম নেয়ার মত কাজ । এছাড়া
তিনি তার ছাত্রদের অনলাইন সেবা কে কাজে লাগিয়ে জ্ঞানচর্চার বিষয়এর প্রতি গুরুত্ব আরোপ করতে পারেন। যে টা ছাত্রদের জানার
পরিধিকে করতে পারে আরো অনেক বেশি সমাদৃত এবং প্রসারিত।

উত্তর –(ঘ)

উদ্দীপকের শপিং মলের যন্ত্র টি মানুষের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহায়ক। এর কারণে খুব সহজেই শপিং মলের ক্রেতা রা প্রয়োজনীয় অথ্য জানতে
পারতেছে। যেখানে এই যন্ত্র টি যদি না থাকতো তাই এই একই কাজ করার জন্য একজন কর্মী নিয়োগ করা লাগতো। সব থেকে বড় বিষয়
যন্ত্র টি সবার ই দৃষ্টি গোচর হবে আর তাদের প্রয়োজনীয় তথ্য তারা এর থেকে জানতে পারবে। যেটা সময় বাচিয়ে দিচ্ছে সাথে ক্রেতা রাও
সবাচ্ছন্দ বোধ করছে। তথ্য প্রযুক্তির কল্যানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় এনেছে ব্যাপক পরিবর্ত ন। যন্ত্রের মধ্যেও প্রোগ্রাম সেট
করে দিয়ে করিয়ে নেয়া হচ্ছে অনেক প্রয়োজনীয় কাজ। মানুষের ভু ল হবার সম্ভাবনা থাকলেও এসব যন্ত্রের মধ্যে প্রোগ্রাম করা কাজ তারা
খুব সুন্দর ভাবে করে থাকে। আর এইসব বিষয় ই তথ্য প্রযুক্তির এক কল্যাণকর দিক।

উত্তর –(ক)

সাব ডোমেইন হচ্ছে মূল ডোমেইন এর শাখা ডোমেইন অর্থাৎ সিম্পল কথায় বলতে গেলে

সাব ডোমেইন হলো কোন ডোমেইনের আন্ডারে আরেকটি ডোমেইন। সাধারনত মূল ডোমেইন এর নাম ঠিক রেখে
এর সামনে বা পিছনে নতু ন শব্দ যোগ করে সাব ডোমেইন তৈরি করা হয।

উত্তর-(খ)

প্রতিনিয়ত পরিবর্ত নশীল ওয়েব সাইট হলো ডাইনামিক ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবপেজ চালু অবস্থায়
পরিবর্ত ন করা যায়। অর্থাৎ কোড পরিবর্ত ন না করেই কনটেন্ট যুক্ত , ডিলিট এবং আপডেট করা যায় তাকে ডাইনামিক
ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net
ইত্যাদি এবং এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়। ডেটাবেজ ব্যবহার করে ডাইনামিক
ওয়েবপেজকে সর্বশেষ আপডেটকৃ ত তথ্য দিয়ে পরিবর্ত ন করা যায় বিধায় এই ধরনের ওয়েব পেজকে প্রতিনিয়ত
পরিবর্ত নশীল তথ্যের ওয়েবসাইট বলা হয়।

উত্তর – (গ)

উত্তর –(ঘ)

আদর্শ ওয়েব সাইট তৈরিতে রিমনের বিবেচ্য ধাপগুলো গুলো তু লে ধরা হলো - 
১। তথ্য সংগ্রহ

২। পরিকল্পনা

৩। ইনফরমেশন আর্কি টেকচার

৪। ডিজাইন

৫। উন্নয়ন

৬। টেস্টিং

৭। রক্ষণাবেক্ষণ

তথ্য সংগ্রহঃ যে বিষয়বস্তু ওয়েবসাইটে থাকবে তার সম্পর্কি ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় এই ধাপে।
পরিকল্পনাঃ প্রথমেই ওয়েবসাইট তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য নির্দি স্ট করতে হয়। ওয়েবসাইটে কী কী বিষয়বস্তু থাকবে তার
পরিকল্পনা করা। কোন লেভেলের ব্যবহারকারী টার্গেট তার পরিকল্পনা করা ইত্যাদি কাজগুলো এই ধাপে সম্পন্ন করা
হয়।
ইনফরমেশন আর্কি টেকচারঃ এই ধাপে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট কাঠামো নির্ধারন করা হয়। এক্ষেত্রে কোন ধরণের
ওয়েবসাইট তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো নির্ধারন করা হয়।
ডিজাইনঃ এই ধাপে ওয়েবসাইটের পেইজগুলোর লে-আউট কেমন হবে তা নির্ধারন করা হয়। অর্থাৎ তথ্যগুলো
ওয়েবপেইজের কোন অংশে কীভাবে প্রদর্শিত হবে তা নির্ধারন করা। এই কাজটি বিভিন্ন ডিজাইনিং টু ল যেমন-
ফটোশপ, এক্সেল ইত্যাদির সাহায্যে করা হয়।
উন্নয়নঃ পূর্ববর্তী ধাপে করা ডিজাইন দেখে HTML ব্যবহার করে ওয়েবপেইজের মূল কাঠামো  তৈরি করা হয়। CSS
ব্যবহার করে পেইজগুলোর স্টাইলিং নির্ধারন করা হয়। এছাড়া যদি ওয়েবসাইটটি ডাইনামিক হয় তাহলে ডেটাবেজ
তৈরি ও সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে ডেটাবেজের সাথে কানেকশন তৈরি করে একটি পূর্ণাংগ ওয়েবসাইট
তৈরি করা হয়।
টেস্টিংঃ এই ধাপে ওয়েবসাইট তৈরির পর বিভিন্ন ব্রাউজারের সাহায্যে আউটপুট চেক করা হয়। এক্ষেত্রে ওয়েবপেইজ
গুলোর লে-আউট সকল ব্রাউজারে একই দেখায় কিনা তা চেক করা, ওয়েবপেইজ লোডিং টাইম পর্যবেক্ষন করা,
ওয়েবপেইজগুলো রেস্পন্সিভ কিনা তা চেক করা ইত্যাদি কাজগুলো এই ধাপে করা হয়।
রক্ষণাবেক্ষণঃ এই ধাপে একটি ওয়েবসাইটের নিরাপত্তা এবং ব্যাকআপ নিশ্চিত করা হয়। এছাড়া যুগোপযোগী করে
ওয়েবসাইটটি প্রতিনিয়ত পরিবর্ত ন ও পরিমার্জ ন করা হয়।
 

ওয়েবসাইট পাবলিশিংঃ
একটি ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য হল সেটি যেন বিশ্বের যেকোন স্থান থেকে যেকোন সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের
মাধ্যমে ব্যবহারকারী দেখতে পারে। একটি ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটে প্রকাশের প্রক্রিয়াকেই
ওয়েবসাইট পাবলিশিং বলা হয়ে থাকে। এজন্য একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে সার্ভারে সংরক্ষন করতে
হয় (যেটিকে হোস্টিং বলা হয়ে থাকে) এবং পাশাপাশি এটিকে সনাক্ত করার জন্য এর অদ্বিতীয় নামকরণের প্রয়োজন
হয় (যেটি ডোমেইন নেইম হিসাবে অভিহিত)।

কোনো ওয়েবসাইট পাবলিশ করার জন্য নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করতে হয়- 
১। ডেমেইন নেইম রেজিস্ট্রেশন: প্রথমে ওয়েবসাইটের সুন্দর একটি নাম যা সহজেই মনে রাখা যায় এবং অর্থবোধক হয়
তা নির্বাচন করে সেই নামের ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন রেজিস্ট্রেশন করে এমন অনেক কোম্পানি
রয়েছে। কোম্পানিগুলোর নিজস্ব কিছু নিয়মকানুন এবং ফি নির্ধারিত আছে। যে কেউ ফি পরিশোধ করে পছন্দ মতো
ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্ট্রেশনের পূর্বে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন- যে নামে
রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক সে নাম অন্য কেউ ব্যবহার করে কিনা চেক করতে হবে। কারণ একই নামে দুটি রেজিস্ট্রেশন
হয় না। রেজিস্ট্রেশনটি নিজের নামে নাকি কোম্পানির নামে হবে। ডোমেইনের সকল প্রশাসনিক ক্ষমতা, বিল ইত্যাদি
কার নামে হবে। কার মাধ্যমে ডোমেইন রেজিস্ট্রেশন করানো হবে। বিলিং পদ্ধতি কী হবে তা নির্ধারণ করতে হবে।
ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করে এমন কিছু কোম্পানি বা ISP(Internet Service Provider), যেমন-
GoDaddy.com, Hostgator.com ইত্যাদি। অর্থের বিনিময়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানি আছে যারা ফ্রি
ডোমেইন নেইম রেজিস্ট্রেশন সার্ভি স প্রদান করে। যেমন- 000webhost.com, freehosting.com ইত্যাদি।
২। ওয়েব সার্ভারে ওয়েবপেইজ হোস্টিং: ওয়েবসাইটের জন্য তৈরিকৃ ত  ওয়েবপেইজগুলোকে একটি রেজিস্ট্রেশনকৃ ত
ডোমেইন এর আন্ডারে কোন ওয়েব সার্ভারে হোস্ট করাকে ওয়েবপেইজ হোস্টিং বলা হয়। ওয়েব সার্ভার বলতে বিশেষ
ধরনের হার্ড ওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রাখা কোনো উপাত্ত/তথ্য ইন্টারনেটের মাধ্যমে
এক্সেস করা যায়। সারা বিশ্বে অনেক হোস্টিং সার্ভি স প্রোভাইডার রয়েছে যারা অর্থের বিনিময়ে ব্যবহারকারীর প্রয়োজন
অনুযায়ী হোস্টিং সার্ভি স প্রদান করে। যেমন- GoDaddy.com, Hostgator.com ইত্যাদি। অর্থের বিনিময়ের
পাশাপাশি বিভিন্ন কোম্পানি আছে যারা ফ্রি হোস্টিং সার্ভি স প্রদান করে।
যেমন- 000webhost.com, freehosting.com ইত্যাদি।
৩।  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: হোস্টিংকৃ ত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ
ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO(Search
Engine Optimization) বলা হয়। এটি একটি অপশনাল ধাপ। অর্থাৎ প্রথম দুটি ধাপ সম্পন্ন করে SEO না
করলেও একটি ওয়েবসাইট লাইভ থাকে।

উত্তর –(ক)

ওয়েব পাবলিশিং বা অনলাইন পাবলিশিং হলাে ইন্টারনেটে কনটেন্ট বা বিষয়বস্তু প্রকাশ করার একটি প্রক্রিয়া। নির্মাণকৃ ত
ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করাকেই বলা হয় ওয়েবসাইট পাবলিশিং।

উত্তর –(খ)

আলফা নিউমেরিক কোড বলতে কম্পিউটারের কিবোর্ড এর সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, 0-9 পর্যন্ত
অঙ্কসহ সকল বাটনের অন্তর্গত ডেটাকে বোঝায়। অক্ষর যেমনঃ a - z, A - Z গাণিতিক চিহ্ন যেমনঃ + - × ÷ = ইত্যাদি বিশেষ
অর্থবোধক চিহ্ন যেমন- @#$%;/ ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। কতকগুলো জনপ্রিয় আলফা
নিউমেরিক কোড হলো: আসকি (ASCII) কোড, ইবিসিডিক (EBCDIC) কোড, ইউনিকোড (Unicode) ইত্যাদি
ওয়েব সাইটের আলফানিউমেরিক নাম করণ করা হয় প্রতিটি ওয়েব সাইটের ইউনিক আইডেন্টিটি নিশ্চিত করা এবং কম্পিউটার
রিডাবল করার জন্য।

উত্তর –(গ)
উত্তর – (ঘ)

বই থেকে স্ট্রাকচার গুলা বর্ণনা দিতে হবে।

উত্তর (ক)
বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস একত্রীকরণ কে ডিজিটাল কনভারজেন্স বলে।

উত্তর (খ)

বায়োইনফরম্যাটিকস সফটওয়্যার সরঞ্জামগুলির তালিকা ব্যবহৃত লাইসেন্স অনুসারে বিভক্ত করা যেতে পারে:

i) মালিকানাধীন বায়োইনফরম্যাটিক সফ্টওয়্যারগুলির তালিকা

ii) ওপেন-সোর্স বায়োইনফরম্যাটিক সফ্টওয়্যারটির তালিকা

বিকল্পভাবে, এখানে বিশেষায়িত বায়োইনফরম্যাটিকস সাবফিল্ড অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ রয়েছে:

i) সিকোয়েন্স বিশ্লেষণ সফ্টওয়্যার

ক্রম সারিবদ্ধ সফ্টওয়্যার তালিকা

- সারিবদ্ধ ভিজ্যুয়ালাইজেশন সফ্টওয়্যার তালিকা

-লাইনমেন্ট-মুক্ত সিকোয়েন্স বিশ্লেষণ

নোভো সিকোয়েন্স এসেম্বলার্স -ডে

-জিন পূর্বাভাস সফ্টওয়্যার তালিকা

- ডিএনএ গলানোর পূর্বাভাস সফ্টওয়্যার এর তু লনা

ব্যাধি পূর্বাভাস সফ্টওয়্যার তালিকা

প্রোটিন সাবসুলার স্থানীয়করণের পূর্বাভাস সরঞ্জামগুলির তালিকা

-ফিলোজেনটিক্স সফ্টওয়্যার তালিকাভু ক্ত

-ফিলোজেনেটিক ট্রি ভিজ্যুয়ালাইজেশন সফ্টওয়্যারটির তালিকা

-শ্রেণী: মেটাজেনমিক্স_সফটওয়্যার

ii) স্ট্রাকচারাল বায়োলজি সফটওয়্যার

আণবিক গ্রাফিক্স সিস্টেমের তালিকা

প্রোটিন-লিগান্ড ডকিং সফ্টওয়্যার তালিকাভু ক্ত

-আরএনএ কাঠামোর পূর্বাভাস সফ্টওয়্যার তালিকাভু ক্ত

প্রোটিন মডেল ত্রুটি যাচাইয়ের জন্য সফ্টওয়্যার তালিকাভু ক্ত

প্রোটিন গৌণ কাঠামো পূর্বাভাস প্রোগ্রামের তালিকা

প্রোটিন কাঠামো পূর্বাভাস সফ্টওয়্যার তালিকাভু ক্ত

-শ্রেণী: আণবিক গতিশীল সফ্টওয়্যার

স্ট্রাকচারাল সারিবদ্ধ সফ্টওয়্যার

iii) অন্যান্য

-বায়োইনফরম্যাটিকস ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট সিস্টেম

জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফ্টওয়্যার তালিকা

সিস্টেম জীব বিজ্ঞান ভিজুয়ালাইজেশন সফ্টওয়্যার তালিকাভু ক্ত


-2 ডি জেল বিশ্লেষণ সফ্টওয়্যার

- ভর বর্ণালী সফ্টওয়্যার তালিকা

উত্তর –(গ)

উত্তর –(ঘ)

You might also like