You are on page 1of 6

Boke Cad

Boke Cad Installing: Click on Software to open or press right button on the software and then select
“Run as administrator” then start set up. After finishing software installation click on your icon to
open this software that has create on your desktop screen. Then select “New”. Here is a interesting
thing that is all the languages are Chinese. So, to set English language go through the menu bar &
Click on 5 number options then just move down & again select 2 number option . Then you will find
the “English” and select that. Then close your software and restart your software ……. Now enjoy
your software with English language.

Body:

1. প্রথমে Boke Cad খুলব এবং New Select করি।

2. পরে Intelligence Design Select করি।

3. এবং মাউসএর Left Button চেপে ধরে টান দিয়ে

নিচে নামিয়ে ছেড়ে দিব ফলে একটি Box এ


Horizontal AB=(30) And Vertical AC=(-80)

দিব।ফলে ABCD অংকিত হবে।এরপর ‘0’ চাপ

দিলে বক্সটির পূর্ণ কাঠামো দেখা যাবে।

4. AC লাইনে উপরের দিকে Left Button Select

করে একটি বিন্দু নিবো।Box-এ (2) Distance নিবো

এবং Right Button Select করবো E point –হবে।

একই ভাবে E এর নিচে আরেকটি Point F তে (8)

Distance নিবো।

5. উপরের AB লাইনে বাম পাশে Left Button

Select করে একটি বিন্দু নিবো। বক্স এ distance

(9) নিবো এবং Right Button Select করবো G-

point হবে । একি ভাবে আর একটি বিন্দু নিবো H-point-এ distance (25.5) নিবো ফলে H-point টি ডানে

চলে যাবে।

1
6. পরে (E-G) যোগ করব প্রথমে E তে Left – G তে left Then right Button select. এবং একি ভাবে (F-G)

যোগ করব।

7. এখন I -point আঁকানোর জন্য Protractor (C2R7) select করব ডান পাশের ছক থেকে, পরে G –point তে

left এবং H-Point টিতে left Click করে নিচের দিকে এনে I-Point টিতে left select করে Box এর শেষের

দিকে Dist = 4.5 দিব।

8. Select Intelligence Design পরে I-Point টিতে Left button select করে BD রেখার উপর Right button

select করব এবং Box এ 24 নিবো ফলে।IJ রেখা তৈরি হবে।

9. IJ কে ভাগ করার জন্য Divided point (C3R8) select করে I এবং J point টিতে left এবং left select

করব।ফলে IJ রেখার মধ্য বিন্দু K পাওয়া যাবে।

10. পরে Intelligence Design Select করে AB রেখার উপর Left button চেপে ধরে নিচের দিকে নামিয়ে আনব

এবং Box এ (-48 ) distance দিবো যা LM রেখা হবে। এবং LM রেখার বাম পাশ থেকে একটি বিন্দু N নিবো

যার distance হবে 28. JND বিন্দুতে Curve তৈরির জন্য J বিন্দুতে left এবং N বিন্দুতে left এবং D বিন্দুতে

left button and then Right button চাপবো।

11. EO, PK এবং FQ লম্ব আঁকার জন্য PTL point (C6R9) select করবো। এবং E বিন্দুতে left এবং O

বিন্দুতে left click করব ফলে EO লম্ব তৈরি হবে,এখন একই ভাবে PK লম্ব এবং FQ লম্ব আঁকব।

12. Intelligence Design Select করে PK লম্বর উপর বাম পাশ থেকে R And S দুটি বিন্দু ( যথাক্রমে 22.5 &

23.25 ) নিবো এবং JND Curve এর মত দুটি Curve IRJ & ISJ আঁকবো (Left, Left, Left Then Right
button)।

13. পরে ABCD pattern টির AC মুল রেখা থেকে এটু বামে উপর থেকে Left button চেপে ধরে একদম নিচে

গিয়ে পুরোটা Select করে ছেড়ে দিব।এরপর Pattern উপর Right button select করে Copy symm দিব

এবং AC মুল রেখার উপর Left button select করার ফলে Double হয়ে যাবে।

14. এখন EG এবং FG Curve আঁকার জন্য প্রথমে EG রেখার উপর Right button select করলে সবুজ হয়ে

যাবে এবং Left button চেপে ধরে হাল্কা নিচের দিকে নিবো ফলে EG Curve হয়ে যাবে তারপর pattern এর

বাইরে Right button ক্লিক করবো । একই ভাবে FG Curve করতে হবে।

2
15. এখন Double pattern টিকে Delete করার জন্য Bock Cad এর উপরের ছক থেকে লাল রং এর Crosse

চিহ্ন চাপব এরপর AC মুল রেখার বাম পাশ থেকে হাল্কা উপরের দিকে Left button চেপে ধরে Mouse কে

নিচে নিয়ে আসব। ফলে Delete করতে বলবে Ok দিব।

16. এরপর Pattern তৈরির জন্য বাম পাসের ছক থেকে Pattern make (C6R6) চাপব। পরে Back Pattern

তৈরির জন্য EG Cure এবং GI রেখা এবং ISJ Curve এবং JND Curve ও CD রেখা এবং AC মুল রেখায়

Left button select করে বাহিরে কয়েকবার Right button select করতে হবে ফলে Pattern set-Box আসবে

সেখানে Vert select দিয়ে Font মান 10 দিতে হবে এবং উপরে Back (Pattern Part Name)লিখতে হবে

এবং Ok দিব।

17. একই ভাবে Front pattern তৈরি করব, FG Cure এবং GI রেখা এবং IRJ Curve এবং JND Curve ও

CD রেখা এবং AC মুল রেখায় Left button select করে বাহিরে কয়েকবার Right button select করতে হবে

ফলে Pattern set-Box আসবে সেখানে Vert select দিয়ে Font Size মান 10 দিতে হবে এবং উপরে Front

(Pattern Part Name) লিখতে হবে এবং Ok দিব। ফলে Half side back এবং front তৈরি হবে।

18. এবার Double pattern তৈরির জন্য ডান পাশের ছক থেকে Seam Set (C1R5 ) select করে মুল রেখার

উপর চাপলে একটি Box আসবে সেখানে Notch, Notch টিক উঠিয়ে দিতে হবে এবং নিচে Same এর

জায়গায় Reff দিতে হবে ফলে Pattern folio set নামে Box আসবে সেখান Start and End এর টিক উঠিয়ে

দিতে হবে এবং Ok দিলেই হয়ে যাবে। তারপর বাইরে Right Button Click করলে বক্সটা চলে যাবে।

19. একই ভাবে Front আঁকতে হবে।

Sleeve:

3
20. Sleeve আকানোর জন্য Left button চেপে ধরে একটা বক্স আঁকতে হবে যার Length= -27 এবং Width=24

দিতে হবে Box টিতে।ফলে ABCD Box তৈরি হবে এবং তার CD রেখার বাম পাশে একটা বিন্দু নিবো এবং

Box এ 20 নিবো যা Point E তে পরিনত হবে এখন, BD রেখার নিচের দিকে Left Click করে Point F=10

নিবো এখন EF এবং AF যোগ করবো।

21. E তে Left F তে Left Then Right Button Click এবং F তে Left, A তে Left Then Right Button

Click করবো।এবার Curve তৈরির জন্য AF রেখার উপর Right Click করলে সবুজ হয়ে যাবে এবং সেই

সাথে Left Button Click করে চেপা ধরে উপরের দিকে Mouse নিয়ে Curve তৈরি করব এবং বাহিরে Right

Click করবো। এবার Pattern তৈরির জন্য আগের মত Box থেকে Pattern Make (C6R6) Select করে

Sleeve এর AF Curve, EF রেখা, CD রেখা, এবং

AC রেখার উপর Left Click করলেই লাল হয়ে

যাবে Pattern টি। এবার বাহিরে Right Click করতে

থাকব ফলে একটি Box আশবে সেখানে Pattern

Name ‘Sleeve’ এবং Front=10 এবং Vert

select করে OK দিবো।

এবার Double pattern তৈরির জন্য ডান পাশের

ছক থেকে Seam Set (C1R5 ) select করে মুল

রেখার উপর চাপলে একটি Box আসবে সেখানে

Notch, Notch টিক উঠিয়ে দিতে হবে এবং নিচে

Same এর জায়গায় Reff দিতে হবে ফলে Pattern

folio set নামে Box আসবে সেখান Start and End এর টিক উঠিয়ে দিতে হবে এবং Ok দিলেই হয়ে যাবে।

তারপর বাইরে Right Button Click করলে বক্সটা চলে যাবে।

Grading:

22. এবার Grading করার জন্য Scale Point (C5R1) থেকে select করতে হবে ফলে Pattern টি Yellow

coloured হয়ে যাবে।এখন Pattarn টির CD রেখা Mouse এর left button select করে চেপে ধরে একটু

উপরের দিকে এনে ছেড়ে দিলে একটি box আসবে সেখানে ‘Yes’ দিতে হবে ফলে একটি Point scale set box

আসবে তাতে Vert টিতে (-2) দিয়ে close দিলে অনেকগুলি দাগ দেখা যাবে। এভাবে মূল রেখা বাদ দিয়ে ডান

4
পাশের বাকি সবটু কু Select করলে আবার একটি box আসবে সেখানে ‘Yes’ দিতে হবে ফলে একটি Point

scale set box আসবে তাতে Hori তে (2) দিয়ে close দিবো। এভাবে back pattern আঁকাতে হবে।Sleeve

এর ক্ষেত্রে ও একই নিয়ম শুধু Vert টিতে (-1) এবং Hori তে (0.5) দিতে হবে।Grinding তৈরি হয়ে যাবে।

23. এভার pattern টি ঠিক আছে কিনা তা দেখার জন্য ডানের Box থেকে Grid align (C4R1) select করে

Pattern টির ডান পাশের দাগে Left Button Select করলেই দেখা যাবে ঠিক আছে কিনা।

Marker:

24. এরপর Marker Paper তৈরির জন্য Code Bock এর উপরের দিকের Capital A এর ডানে দুই নাম্বার

Pattern এর মত দেখতে চিহ্নটিতে Left Button চাপলেই হবে। সেখানে Code Bock এর উপরের দিকের

Size[C] এ চাপলে একটি Box আশবে সেখানে বিভিন্ন size থাকবে যেমন- S, M, L, XL তবে আমরা চাইলে

তা আর বাড়াতে পারি এবং Delete করতে পারি তবে বাড়ানোর জন্য যেখানে S,M,L,এবং XL লেখা আছে

তার ডান পাশে সাদা জাইগায় Select করে Edit করতে হবে যেমন XXL লেখতে পারি এর পর Ok দিব।

এবার Code Bock এর উপরের দিকের (SML) Select করব ফলে একটি Pattern Num Set এর Box

আশবে সেখানে আমরা S,M,L,XL,XL Size গুলাতে নাম্বার দিবো যেমন-S=3, M=3, L=3, XL=2,

XXL= 2 প্রতিটির জন্য Direct এর Free তে দিয়ে OK দিব। এবং SML এর ঠিক বাম পাশে ভিন্ন রং এর

গুল চিহ্নে চাপব সেখানেও Material Set নামের Box আশবে সেখানে Fabric এর width অনুজায়ি

Measurement (180) দিতে হবে এবং নিচের দিকে Free Space এ L=0, R=0, U=0, D=0 দিব এবং Ok

দিব।এখন Sleeve এর Number ঠিক করার জন্য Sleeve এর উপর Right Button Select করলে

কয়েকটি Option আশবে সেখানে Reset Select করলে Modify Pattern নামের Box এ Number=2

Select করে Ok দিব। এবার সবুজ Pattern টির বিভিন্ন Parts গুলির উপড় Left Select করতে থাকব ফলে

Parts গুলি সাদা হয়ে যাবে।এরপর আমরা Parts গুলিকে ইচ্ছেমত Move করতে পাড়ি Left Click করে

ছেড়ে দিব এবং Mouse Move করে ফাঁকা জায়গায় নিয়ে আবার Left Click করলেই হবে।Efficiency

বাড়ানোর জন্য Move করানো হয়।

Measurement : (For the given specification)

1) Length From HPS = (AC) = 74 cm → 74 cm + AL 6 cm = (-) 80 cm


2) ½ Chest = (AB) = 56 cm → 56/2 cm = 28 cm + AL 2 cm = 30 cm
3) Front Neck Drop = (F) = 8 cm
4) Back Neck Drop = (E) = 2 cm
5) Neck width Inside = (G) = 18 cm → 18/2 cm = 9 cm

5
6) ½ Waist @48 cm from HPS = (LM & LN) = 52 cm → 26 cm + AL 2 cm = 28 cm
7) Across Shoulder = (AH) = 47 cm → 47/2 cm = 23.5 + AL 2 cm = 25.5 cm
8) Across Front = (PR) = 41 cm → 41/2 cm = 20.5 cm + AL 2 cm = 22.5 cm
9) Across Back = (PS) = 42.5 cm → 42.5/2 cm = 21.25 + AL 2 cm = 23.25 cm
10) Arm hole straight = (IJ) = 24 cm
11) Sleeve length = (AC - Sleeve) = 23 cm + AL 4 cm = (-) 27 cm
12) ½ sleeve opening = (CE - Sleeve) = 18 cm+2 cm = 20 cm

You might also like