You are on page 1of 1

বরাবর,

সভাপতি এবং সেক্রেটারি,


শ্রী শ্রী জিউ বিগ্রহ গোপীণাথ মন্দির তদারক কমিটি
বিষয়ঃ বাড়ির ছাদে টিন সেড ঘর নির্মাণ প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি গোপীণাথ মন্দিরের একজন ভাড়াটয়া। আমি দীর্ঘদিন যাবৎ মন্দির
কমিটির সকল নিয়ম কানু ন মেনে বসবাস করিতেছি। বর্ত মানে আমার পরিবারে ছেলেমেয়ে বড়
হয়েছে এবং প্রায় সময় আত্মীয় স্বজন আমার বাড়িতে আসেন। যার কারণে আমার অতিরিক্ত
ঘরের প্রয়োজন। তাই আমি বাড়ির ছাদে টিন সেড ঘর নির্মাণ করতে চাই।
অতএব, বিধায় প্রার্থনা আমার উপরিউক্ত বিষয়টি বিশেষ ভাবে বিবেচনা করে আমাকে ছাদে টিন
সেড ঘর নির্মাণ করার অনু মতি প্রদান করে বাধিত করিবেন।

নিবেদক,
নারায়ণ প্রসাদ রায়।
তারিখঃ

You might also like