You are on page 1of 1

বৃষ্টি পড়ে অঝোর ঝরে মনের ঘরে,

বৃষটি পড়ে ভাসিয়ে দু-কূল তেপান্তরে।

জল ছলছল বৃষ্টি ঝরে নদীর জলে,

আকাশ কাঁদে দুখের কাঁদন অথই হলে।

চোখ দুটো তার টলমল-অভিমানে,

কার পরে? আর কেনই বা, তা কেবা জানে!

এতো কাঁদন-এতো বেদন- নেই তো মানে।

মন যে আমার আকাশ হল-কিসের টানে!

You might also like